Jeetu Kamal and Ritabhari Chakraborty: 'অপরাজিত'র পর ফের নতুন লুকে জীতু, ঋতাভরীর সঙ্গে জুটি বেঁধে এবার আরও বড় চমক
- Published by:Raima Chakraborty
- Written by:Manash Basak
Last Updated:
Jeetu Kamal and Ritabhari Chakraborty: এবারে বাংলা ছবিতে একসঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা জীতু কমল ও অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
কলকাতা: জুটিতে চমক। এবারে প্রথম বার জুটি বাঁধছেন অভিনেতা জীতু কমল ও ঋতাভরী চক্রবর্তী। পরিচালনায় দায়িত্বে অংশুমান প্রত্যুষ। ছবির নাম ' আপনজন'। এ মাসেই শ্যুটিং শুরু হওয়ার কথা এই ছবির। তার আগে সামনে এল জীতু ও ঋতাভরীর চরিত্রের লুক। একেবারে আরবান লুকে দেখা যাচ্ছে জীতু ও ঋতাভরীকে।
এবারে বাংলা ছবিতে একসঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা জীতু কমল ও অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক অংশুমান প্রত্যুষ। ছবির নাম 'আপনজন', মুক্তি পাবে "এসকে মুভিজ"-র ব্যানারে, প্রযোজক অশোক ধানুকা ও হিমাংশু ধানুকা।
আরও পড়ুন: প্রিয়াঙ্কা চোপড়া স্মাগলিং করতে চাইছেন, কীসের পাচার? জানলে মাথা ঘুরে যাবে!
সিঙ্গল পেরেন্টের গল্প বলছে ছবি 'আপনজন'। ছবিতে একজন সিঙ্গল মাদারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে। অন্যদিকে, একজন সিঙ্গেল ফাদারের চরিত্রে দেখা যাবে অভিনেতা জীতু কমলকে। ঘটনাক্রমে দুজনের একে অপরের সঙ্গে দেখা হয়। কিন্তু নিজেদের সন্তানের ভবিষ্যতের চিন্তায় নিজেদের সম্পর্ক নিয়ে এগোবে কিনা তা নিয়ে দোলাচলে থাকে দুটি চরিত্র।
advertisement
advertisement
আরও পড়ুন: ৬০ বছরের পুরনো বেনারসি শাড়ি 'কেটেছেঁটে' সেটাই পরে আম্বানিদের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা! কী কাণ্ড দেখুন
ছবিতে রুপার নামে অভিনয় করছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, অন্যদিকে, পার্থিব চরিত্রে অভিনয় করছেন অভিনেতা জীতু কমল।
ছবিতে আরও একটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পায়েল সরকার। যাঁকে পুরোপুরি ভিন্ন লুকে দেখা যাবে এই সিনেমায়। ছবিতে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী বিলাস ও উদিতা।
advertisement
পরিচালক অংশুমান প্রত্যুষ জানান, 'অনেকদিন থেকে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও অভিনেতা জীতু কমলের সঙ্গে কাজের কথা চলছিল। বেশ কয়েকটি চিত্রনাট্য নিয়ে আলোচনা করার পর এই ছবিটি নিয়ে আমরা শ্যুটিং ফ্লোরে যাচ্ছি। ছবির অনেকটাই শ্যুটিং হবে লন্ডনে, কলকাতা শহরেও কিছু শ্যুটিং হবে। পুরোপুরি ভিন্ন স্বাদের গল্প এই আপনজন। আশা করছি দর্শকদের ভাল লাগবে'। চলতি মাসে শ্যুটিং শুরু হবে ছবি 'আপনজন'এর। লন্ডন-সহ বিভিন্ন লোকেশনে শ্যুটিং হওয়ার কথা। জীতু ইতিমধ্যেই লন্ডনে পৌঁছে গিয়েছেন।
advertisement
মানস বসাক
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 21, 2023 10:35 AM IST

