Priyanka Chopra: প্রিয়াঙ্কা চোপড়া স্মাগলিং করতে চাইছেন, কীসের পাচার? জানলে মাথা ঘুরে যাবে!

Last Updated:

Priyanka Chopra: কিছুদিন আগেই মুম্বইতে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতীও এসেছিল। তারপরেই এমন ইচ্ছে নায়িকার।

প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া
মুম্বই: গরমের দিনে এই একটা জিনিস না খেলেই নয়। এবং একবারে বলা যায়, গ্রীষ্মের দাবদাহে আম না খেয়ে কেউই থাকতে পারেন না। ফলের রাজা আমের রমরমা তো এই গরমের দিনেই। ল্যাংড়া, হিমসাগর, আলফানসো, দশেরি, চৌসার মতো কত ধরনের সব রসাল আম। কী তার স্বাদ, কী তার গন্ধ। আপনি কি জানেন, আমাদের মতোই এমন আমের ভক্ত তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া? বিয়ের পর ও কাজের তাগিদে দেশ ছেড়ে এখন মার্কিন মুলুকেই তাঁর বসবাস।
সম্প্রতি আমের প্রতি ভালবাসা ও টান থেকে ইনস্টাগ্রামে এক অদ্ভুত প্রশ্নও করে ফেলেছেন নায়িকা। একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। সেখানে দেখা গিয়েছে মেক-আপ করতে করতে আম খাচ্ছেন নায়িকা। সেখানেই তিনি তাঁর অনুরাগীদের প্রশ্ন করেছেন, 'স্মাগলিং কি আইনসম্মত? এক বন্ধুর জন্য জানতে চাইছি'। আর এই প্রশ্নের সঙ্গেই রয়েছে আমের ইমোজি। অর্থাৎ দেশ থেকে বিদেশে আমের স্মাগলিং করতে চাইছেন প্রিয়াঙ্কা চোপড়া।
advertisement
. .
advertisement
আরও পড়ুন: ৬০ বছরের পুরনো বেনারসি শাড়ি 'কেটেছেঁটে' সেটাই পরে আম্বানিদের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা! কী কাণ্ড দেখুন
এই ফল নায়িকার এতটাই প্রিয় যে আম পাচারকারীও হয়ে উঠতে রাজি তিনি। আমের প্রতি অগাধ ভালবাসা থেকেই এমন মজার ছলে স্মাগলিং করারও বার্তা দিয়ে ফেলেছেন দেশি গার্ল। কিছুদিন আগেই মুম্বইতে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতীও এসেছিল। নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে দেখা গিয়েছিল নিক ও প্রিয়াঙ্কাকে।
advertisement
বরাবরই ফ্যাশন নিয়ে সচেতন প্রিয়াঙ্কা চোপড়া NMACC-র দ্বিতীয় দিনের অনুষ্ঠানে পরেছিলেন ৬০ বছরের পুরনো এক বেনারসি শাড়ি। তবে সেটি শাড়ির মতো না পরে, দিয়েছিবেন তাতে ইন্দো-ওয়েস্টার্ন ফ্যাশনের ছোঁয়া। ডিজাইনার অমিত আগরওয়ালের তৈরি এই পোশাক প্রায় ৬ মাস ধরে তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। ভারতীয় অনুষ্ঠানে ভারতের পোশাককে গ্লোবাল ফ্যাশনে পরিণত করেছেন ডিজাইনার অমিত আগরওয়াল।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Chopra: প্রিয়াঙ্কা চোপড়া স্মাগলিং করতে চাইছেন, কীসের পাচার? জানলে মাথা ঘুরে যাবে!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement