ঋতুস্রাবের সময় ঝোপের আড়ালে তোয়ালে বদল... নাতনিকে 'জঘন্য অভিজ্ঞতা' শোনালেন জয়া
- Published by:Teesta Barman
Last Updated:
জানা যায় ভয়াবহ, কঠিন, অস্বস্তিকর কিছু দিনগুলির কথা। জয়ার সেই লড়াই শুনে নাতনি হতবাক! তখনকার দিনে ঋতু্স্রাব এবং আউটডোর শ্যুটিংয়ের তারিখ মিলে গেলে তার থেকে কঠিন কিছু হতে পারে না যেন।
#মুম্বই: ঋতুস্রাব মানেই যেন ফিসফাস! ছোটবেলা থেকেই মেয়েদের শেখানো হয়, এই বিষয় নিয়ে বাইরে কিছু কথা বলতে নেই। কিন্তু এই ট্যাবু ভাঙার চেষ্টা চলছে চারদিকে। দেশ হোক বা বিদেশ, তারকা হোক বা সাধারণ, সকলেোই ধীরে ধীরে প্রকাশ্যে নিজের ঋতুস্রাবের সমস্যা নিয়ে কথা বলা শুরু করেছেন। সে রকমই একটি উদাহরণ তৈরি করলেন বচ্চন পরিবার। জয়া বচ্চন, তাঁর মেয়ে শ্বেতা বচ্চন এবং নাতনি নভ্যা নভেলি নন্দা মিলে একটি পডকাস্টে ঋতুস্রাব নিয়ে আলোচনা করেন।
নভ্যা সেখানে নিজের মাকে প্রশ্ন করেন, ''শুরুর দিকে ঋতুস্রাবের কথা মনে আছে? কী হত তোমার?'' শ্বেতা বলেন, ''বিছানার সঙ্গে সেঁটে থাকতে ভাল লাগত। কার্বোহাইড্রেট খেতে ইচ্ছে করত। কারও সঙ্গে থাকার থেকে একা থাকতে বেশি স্বস্তি বোধ হত।''
আরও পড়ুন: মেয়েকে নিয়ে বচসা রণবীর-আলিয়ার! ফাঁস ঘনিষ্ঠ সূত্রে, রাহার জন্য সারারাত জাগতে হয় কি নতুন মাকে
advertisement
advertisement
একই প্রশ্ন নভ্যা তাঁর দিদাকে করেন। তখনই জানা যায় ভয়াবহ, কঠিন, অস্বস্তিকর কিছু দিনগুলির কথা। জয়ার সেই লড়াই শুনে নাতনি হতবাক! তখনকার দিনে ঋতু্স্রাব এবং আউটডোর শ্যুটিংয়ের তারিখ মিলে গেলে তার থেকে কঠিন কিছু হতে পারে না যেন।
advertisement
জয়ার কথায়, ''আমাদের সময়ে আউটডোর শ্যুট থাকত। সেখানে ভ্যান থাকত না, অত বেশি শৌচালয়ও ছিল না।'' নভ্যা অবাক হয়ে প্রশ্ন করেন, ''তা হলে কোথায় বদলাতে?'' জয়া বললেন, ''ঝোপের আড়ালে বদলাতে হত আমাদের। সঙ্গে থাকত একটা প্লাস্টিক ব্যাগ। সেখানে ব্যবহৃত জিনিসটা ফেলতে হত। সেটা সঙ্গেই থাকত, যাতে বাড়ি যাওয়ার পর সেটা ফেলে দিতে পারি। জঘন্য, অস্বস্তিকর বন্দোবস্ত ছিল। ভাবো, চার-পাঁচটা স্যানিটারি তোয়ালে পরে ওই ভাবে বসে থাকতে হত সারাদিন।''
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2023 5:48 PM IST