মেয়েকে নিয়ে বচসা রণবীর-আলিয়ার! ফাঁস ঘনিষ্ঠ সূত্রে, রাহার জন্য সারারাত জাগতে হয় কি নতুন মাকে

Last Updated:

একটি সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রথম ১২ সপ্তাহ তিনি কাউকে এ বিষয়ে কিছু জানাননি। কারণ তাঁকে পরিবারের তরফে বলা হয়েছিল যে, এই সময়টা অতিক্রান্ত না হওয়া পর্যন্ত এই কথা প্রকাশ করা যাবে না।

#মুম্বই: ৬ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। কিন্তু এখনও একরত্তিকে দেখার সুযোগ হয়নি ভক্তদের। কাপুর না ভাট, কোন পরিবারের বৈশিষ্ট্য তার মধ্যে লক্ষ করা যাচ্ছে, একরত্তি কি দুষ্টু নাকি শান্ত, কত কত প্রশ্ন অনুরাগীদের মধ্যে, কিন্তু তার কিছুই উত্তর পাচ্ছেন না কেউই। এমনই সময়ে রণবীর-আলিয়ার অন্দরমহলে নিয়ে গেলেন তাঁদের এক ঘনিষ্ঠ।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে তারকা দম্পতির ঘনিষ্ঠ ব্যক্তি জানালেন, সদ্যোজাত নাকি খুবই শান্ত। অনেক বাচ্চা তো রাতে জেগে থাকে, কান্নাকাটি করে। কিন্তু রাহা কাপুর নাকি একেবারে ঠিক সময়ে ঘুমিয়ে পড়ে। মা আলিয়াকে মেয়ের জন্য সারারাত জেগে থাকতে হয় না। কোনও কিছু নিয়েই বায়না নেই ঋষি কাপুরের নাতনির।
advertisement
advertisement
কিন্তু বাবা-মা তাঁদের কন্যাকে নিয়ে মাঝে মধ্যেই বচসায় জড়িয়ে পড়েন। যদিও তা নিখাদ মস্করাই বটে। রাহা কার মতো দেখতে হয়েছে, মা নাকি বাবা, এই নিয়ে খুনসুটি চলে দম্পতির মধ্যে। রণবীর নাকি প্রমাণ করার চেষ্টা করেন যে রাহা কাপুর বংশের বৈশিষ্ট্য পেয়েছে।
advertisement
দিন কয়েক আগে একটি সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রথম ১২ সপ্তাহ তিনি কাউকে এ বিষয়ে কিছু জানাননি। কারণ তাঁকে পরিবারের তরফে বলা হয়েছিল যে, এই সময়টা অতিক্রান্ত না হওয়া পর্যন্ত এই কথা প্রকাশ করা যাবে না। একইসঙ্গে নিজের শরীরের দিকে খেয়াল রাখছিলেন, এবং যেই শ্যুটিংগুলি শুরু করেছিলেন, তা শেষ করছিলেন।
advertisement
আলিয়ার কথায়, ''আমার সন্তান এবং শরীর সেই সময়ে সবথেকে বেশি গুরুত্ব পেয়েছিল আমার কাছে। স্থির করেছিলাম, যদি শরীর অনুমতি দেয়, তবেই কাজ করব আমি। প্রথম কয়েক সপ্তাহ সত্যিই খুব কঠিন ছিল। প্রবল ক্লান্তি এবং বমি ভাব ছিল। কিন্তু সেই সময়ে কাউকে কিছু বলাও যাচ্ছিল না। কারণ প্রথম ১২ সপ্তাহ কাউকে তো কিছু বলা যায় না। সবাই সেটাই বলেছিল আমায়। আমি কাউকে কিছু বলিনি, কেবল নিজের শরীরের কথা শুনছিলাম।''
বাংলা খবর/ খবর/বিনোদন/
মেয়েকে নিয়ে বচসা রণবীর-আলিয়ার! ফাঁস ঘনিষ্ঠ সূত্রে, রাহার জন্য সারারাত জাগতে হয় কি নতুন মাকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement