তিন মাস অন্তঃসত্ত্বা হওয়ার খবর চেপে গিয়েছিলেন আলিয়া! বমি ভাব, ক্লান্তি নিয়েই কাজ

Last Updated:

আলিয়ার কথায়, ''আমার সন্তান এবং শরীর সেই সময়ে সবথেকে বেশি গুরুত্ব পেয়েছিল আমার কাছে। স্থির করেছিলাম, যদি শরীর অনুমতি দেয়, তবেই কাজ করব আমি। প্রথম কয়েক সপ্তাহ সত্যিই খুব কঠিন ছিল।''

#মুম্বই: ৬ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। জন্ম দেওয়ার কয়েক মাস আগে পর্যন্তও আলিয়া কাজ চালিয়ে গিয়েছেন। বিরতি নেননি বিশ্রাম নেননি। কীভাবে কাজ করতেন এবং নিজেকে সময় দিতেন আলিয়া? সম্প্রতি সেই সময়ের স্মৃতিচারণ করলেন নতুন মা।
২০২২ সালটি অভিনেত্রীর জন্য খুব গুরুত্বপূর্ণ। রণবীর কপূরের সঙ্গে বিয়ে, সন্তান রাহার জন্ম, প্রথমবার হলিউডে পদার্পন ‘হার্ট অফ স্টোন’ দিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, "যখন আমার কেরিয়ার শীর্ষে, আমি বিয়ে করার এবং সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন। কিন্তু কে বলে যে বিয়ে বা মাতৃত্ব আমার পেশা জীবনের গতি কমিয়ে দেবে? আমি বলব, যদি তা করেও, তবে তাই হোক। একজন অভিনেত্রী হিসাবে নিজেকে বিশ্বাস করি। আপনি যদি কঠোর পরিশ্রম করেন, একজন ভাল অভিনেতা হন, আপনার কাছে কাজ আসবে।"
advertisement
advertisement
আলিয়া জানান, অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রথম ১২ সপ্তাহ তিনি কাউকে এ বিষয়ে কিছু জানাননি। কারণ তাঁকে পরিবারের তরফে বলা হয়েছিল যে, এই সময়টা অতিক্রান্ত না হওয়া পর্যন্ত এই কথা প্রকাশ করা যাবে না। একইসঙ্গে নিজের শরীরের দিকে খেয়াল রাখছিলেন, এবং যেই শ্যুটিংগুলি শুরু করেছিলেন, তা শেষ করছিলেন।
advertisement
আলিয়ার কথায়, ''আমার সন্তান এবং শরীর সেই সময়ে সবথেকে বেশি গুরুত্ব পেয়েছিল আমার কাছে। স্থির করেছিলাম, যদি শরীর অনুমতি দেয়, তবেই কাজ করব আমি। প্রথম কয়েক সপ্তাহ সত্যিই খুব কঠিন ছিল। প্রবল ক্লান্তি এবং বমি ভাব ছিল। কিন্তু সেই সময়ে কাউকে কিছু বলাও যাচ্ছিল না। কারণ প্রথম ১২ সপ্তাহ কাউকে তো কিছু বলা যায় না। সবাই সেটাই বলেছিল আমায়। আমি কাউকে কিছু বলিনি, কেবল নিজের শরীরের কথা শুনছিলাম।''
advertisement
সেই সময়ে প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুট চলছিল লন্ডনে। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আলিয়া বললেন, ''২০২২ সালের জানুয়ারি মাসে ছবি সই করেছি। কথা দেওয়ার পরে পিছিয়ে যেতে পারি না। তার উপরে আমার প্রথম হলিউড ছবি। তাই টিমের সঙ্গে কথা বলি আমি। টিম আমাকে আশ্বস্ত করে, আমার শরীরের যত্ন নেবেন তাঁরা। শটের মাঝে মাঝেই আমি ভ্যানে গিয়ে বিশ্রাম নিতাম। খুব সাহায্য করেছে সবাই। আর তাই গর্ভাবস্থায় প্রথম অ্যাকশন ছবিটি শ্যুট করি আমি। এই অভিজ্ঞতা আমি চিরকাল মনে রাখব। কারণ তখনই আমি বুঝেছি, আমার শরীর আসলে কতটা ক্ষমতার অধিকারী। মন সঙ্গ দিলে শরীরও দেবে। নিজের শরীরের প্রতি এখন আমার অগাধ শ্রদ্ধা রয়েছে।''
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
তিন মাস অন্তঃসত্ত্বা হওয়ার খবর চেপে গিয়েছিলেন আলিয়া! বমি ভাব, ক্লান্তি নিয়েই কাজ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement