বলিউডে পা জয়া আহসানের, বাঙালি পরিচালকের হাত ধরেই পঙ্কজ-পার্বতীর সঙ্গে হিন্দি ছবি
- Published by:Teesta Barman
Last Updated:
তিন নারী, হাতে তরবারী। মুম্বই, বাংলাদেশ এবং কেরলের তিন অভিনেত্রী এই ছবিতে অভিনয় করবেন। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের 'দিল বেচারা'র নায়িকা সঞ্জনা সাংঘি, জয়া আহসান এবং পার্বতী তিরুভথি।
#মুম্বই: 'কড়ক সিং'। প্রথম বার হিন্দি ছবি জয়া আহসানের। বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর হাত ধরে মুম্বই পাড়ি দিতে চলেছেন বাংলাদেশি অভিনেত্রী। অনেক আগেই এই খবরের গুঞ্জন রটেছিল। এবার সে খবরে শিলমোহর পড়ল।
তিন নারী, হাতে তরবারী। মুম্বই, বাংলাদেশ এবং কেরলের তিন অভিনেত্রী এই ছবিতে অভিনয় করবেন। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের 'দিল বেচারা'র নায়িকা সঞ্জনা সাংঘি, জয়া আহসান এবং পার্বতী তিরুভথি। অনিরুদ্ধের ছবিতে পঙ্কজ ত্রিপাঠী ছাড়াও রয়েছেন দিলীপ শঙ্কর।
advertisement
advertisement

এক সংবাদমাধ্যমকে জয়া আহসান বলেন, "এটি আমার প্রথম হিন্দি ছবি। এবং আমার চরিত্রটি ছবিটির খুবই গুরুত্বপূর্ণ অংশ। সুযোগ আসতেই রাজি হয়ে গিয়েছিলাম কারণ অনিরুদ্ধ এটার পরিচালক এবং আমার সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর মতো এক অভিনেতা। শুটিং শুরুর অপেক্ষায় আছি। খুবই উত্তেজিত।''
advertisement
'করক সিং' মূলত আর্থিক তছরুপ নিয়ে তৈরি থ্রিলারধর্মী ঘরানার ছবি। ডিসেম্বরের শুরুতেই মুম্বইতে এই ছবির শ্যুটিং শুরু হয়েছে। তার পরে প্রায় এক মাস ধরে কলকাতা শহরে ছবিটির কাজ হবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 09, 2022 11:55 PM IST