মাথার ওপর উঠল পা ! জ্যাকলিনের ফিটনেস দেখলে হতবাক হবেন

Last Updated:

শুক্রবার মুক্তি পেতে চলেছে রেস থ্রি ৷ ‘কিক’-এর পর ফের সলমনের সঙ্গে জুটি বাঁধছেন জ্যাকলিন ৷

#মুম্বই: শুক্রবার মুক্তি পেতে চলেছে রেস থ্রি ৷ ‘কিক’-এর পর ফের সলমনের সঙ্গে জুটি বাঁধছেন জ্যাকলিন ৷ ইতি মধ্যেই ছবির ট্রেলারে আলাদা করে নজর কেড়েছেন জ্যাকলিন ৷ এমনকী, শোনা গিয়েছে রেস থ্রি-তে নাকি জ্যাকলিন নায়িকা কম, খলনায়িকাই বেশি ৷
তবে এখানে রইল জ্যাকলিনের ফিটনেস ফান্ডার গল্প ৷ নিজেকে ফিট রাখার জন্য অলটাইম কসরৎ করেন জ্যাকলিন ৷ এই বিদ্যে নাকি সলমনের কাছ থেকেই শিখেছেন জ্যাকলিন ৷ সলমন নাকি মাঝে মধ্যেই টিপস দিয়েছেন জ্যাকলিনকে ৷ আর সল্লুর কথাতেই নাকি অনুপ্রেরণা পেয়ে ফিটনেস নিয়ে একটু বেশিই ভাবেন জ্যাকলিন ৷
এর আগে পোল ডান্স করে ইন্টারনেটে ঝড় তুলেছিলেন জ্যাকলিন ৷ আর এবার নিজের জিম ইন্সট্রাকটারের সঙ্গে স্ট্রেচিংয়ের ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করে সবার নজরটা কেড়ে নিলেন জ্যাকলিন ৷ পোস্টে লিখলেন, ‘আমি ভাবতেই পারিনি, এভাবে আমি স্ট্রেচ করতে পারব ! আমার মেন্টার, আমার গুরুই আমাকে এটা করতে সাহায্য করেছে ৷’
advertisement
advertisement
গুঞ্জন বলছে, এই ইনস্টাগ্রাম পোস্টের মধ্যে দিয়ে সলমনের কথাই বলেছেন জ্যাকলিন ৷ তবে এই ব্যাপারে জ্যাকলিন কোনও মন্তব্য করতে চাননি ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
মাথার ওপর উঠল পা ! জ্যাকলিনের ফিটনেস দেখলে হতবাক হবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement