Jacqueline Fernandez on Srilanka: চালের কেজি ২২০, গুঁড়ো দুধ ১৯০০, জন্মভূমি শ্রীলঙ্কার জন্য কী লিখলেন এই বিতর্কিত জ্যাকলিন?

Last Updated:

Jacqueline Fernandez on Srilanka: এই মর্মে এক দীর্ঘ পোস্ট তিনি শেয়ার করেছেন

Jacqueline Fernandez
Jacqueline Fernandez
মুম্বই : জন্মভূমির দুর্দশায় কাতর শ্রীলঙ্কার ভূমিকন্যা জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez )৷ তাঁর জন্মভূমি এবং সেখানকার মানুষ কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই ছবি তাঁর কাছে হৃদয়বিদারক (crisis over Srilanka )৷ এই মর্মে এক দীর্ঘ পোস্ট তিনি শেয়ার করেছেন৷
জ্যাকলিন লিখেছেন তিনি এই প্রসঙ্গে বিশ্বের নানা প্রান্ত থেকেই অনেক দিন ধরে মতামত পাচ্ছেন৷ তবে তিনি মনে করেন, এই পরিস্থিতিতে মতামত দেওয়ার থেকে আরও বেশি প্রয়োজন শ্রীলঙ্কার পাশে দাঁড়ানো৷ ‘‘সারা বিশ্ব এবং আমার মানুষজনের আর কোনও বিচার প্রয়োজন নেই৷ তাঁদের দরকার সহমর্মিতা এবং সমর্থন৷ তাঁদের সামর্থ্য ও ভাল থাকার জন্য দু’ মিনিটের নীরব প্রার্থনাও এই দূরত্ব অনেক লাঘব করবে৷’’
advertisement
আরও পড়ুন : মদ্যপানের জন্য ছারখার হতে পারে যৌনজীবন, সতর্কতা নিন এখনই
দেশ ও দেশবাসীর প্রতি তাঁর বার্তা, ‘‘আমি আশা করছি এই পরিস্থিতি খুব দ্রুত শেষ হয়ে যাবে৷ সাধারণ মানুষের জন্য যা শান্তি ও হিতকর পথ, সেই পথেই সমাধান আসবে বলে আমার ধারণা৷ যাঁরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাঁদের অসীম শক্তির জন্য প্রার্থনা করছি৷ সর্বত্র শান্তি আসুক৷’’
advertisement
advertisement
আরও পড়ুন : ওজন হ্রাস থেকে ব্রণ গায়েব, হাজারো সমস্যার মুশকিল আসান পুদিনাপাতা
প্রসঙ্গত বলিউডের সিংহলি নায়িকা জ্যাকলিন নিজেই গত কয়েক মাস ধরে আটকে পড়েছেন বিতর্কের জালে৷ ২০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জলঘোলা এখনও চলছে৷ একাধিক বার সুকেশের সঙ্গে ‘রেস থ্রি’, ‘ভূত পুলিশ’-এর নায়িকা জ্যাকলিনের ঘনিষ্ঠ ছবি ঘুরেছে সামাজিক মাধ্যমে৷ ইতিমধ্যে সুকেশ নিজেও দাবি করেছেন তিনি জ্যাকলিনের সঙ্গে সম্পর্কে ছিলেন৷ ইডি-র দাবি, সুকেশ বার বার বহুমূল্য উপহার দিয়েছেন জ্যাকলিনকে৷ তাঁকে নায়িকা এবং লিওনার্দো ডি ক্যাপ্রিওকে নায়ক করে হলিউডি ছবি তৈরির আশাও সুকেশ দিয়েছিলেন বলে অভিযোগ৷
advertisement
আরও পড়ুন : রমজান মাসে রোজা রাখার সময় সেহরি ও ইফতারে কী খাবেন, দেখে নিন
নিজের সঙ্কটেও জ্যাকলিনের মন তাঁর দেশে৷ চরম অর্থনৈতি সঙ্কটে বিপর্যস্ত শ্রীলঙ্কা৷ দ্বীপরাষ্ট্রে হু হু করে বাড়ছে মূল্যবৃদ্ধি৷ চালের দাম ২২০ টাকা প্রতি কেজি, গুঁড়োদুধ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৯০০ টাকায়৷ চরম টালমাটাল পরিস্থিতিতে গোতাবায়া সরকারের বিরুদ্ধে পুঞ্জীভূত হচ্ছে ক্ষোভ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে জনরোষ৷ দেশের বিভিন্ন প্রান্তে ক্রমেই চড়ে প্রতিবাদ ও বিক্ষোভের পারদ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jacqueline Fernandez on Srilanka: চালের কেজি ২২০, গুঁড়ো দুধ ১৯০০, জন্মভূমি শ্রীলঙ্কার জন্য কী লিখলেন এই বিতর্কিত জ্যাকলিন?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement