Alcohol can affect your sexual performance : মদ্যপানের জন্য ছারখার হতে পারে যৌনজীবন, সতর্কতা নিন এখনই

Last Updated:
সেক্সোলজিস্ট ডক্টর সারাংশ জৈন বলেছেন, যৌনতার ইচ্ছে কমিয়ে দেয় সুরার প্রভাব৷ তাঁর মতে, অ্যালকোহলের জেরে অর্গ্যাজমের সমস্যা হয়৷(Alcohol can affect your sexual performance)
1/7
মদ্যপানের একাধিক কুফল নিয়ে বহু আলোচনা ও চর্চা হয়েছে৷ তবে অনেকের ধারণা, সুরার নেশার ঘোরে তুরীয় অবস্থায় যৌনতা ভাল হয়৷ কিন্তু চিকিৎসকরা বলেন মদ্যপান আদপে যৌনতার পক্ষে ক্ষতিকর৷ সেক্সোলজিস্ট ডক্টর সারাংশ জৈন বলেছেন, যৌনতার ইচ্ছে কমিয়ে দেয় সুরার প্রভাব৷ তাঁর মতে, অ্যালকোহলের জেরে অর্গ্যাজমের সমস্যা হয়৷(Alcohol can affect your sexual performance)
মদ্যপানের একাধিক কুফল নিয়ে বহু আলোচনা ও চর্চা হয়েছে৷ তবে অনেকের ধারণা, সুরার নেশার ঘোরে তুরীয় অবস্থায় যৌনতা ভাল হয়৷ কিন্তু চিকিৎসকরা বলেন মদ্যপান আদপে যৌনতার পক্ষে ক্ষতিকর৷ সেক্সোলজিস্ট ডক্টর সারাংশ জৈন বলেছেন, যৌনতার ইচ্ছে কমিয়ে দেয় সুরার প্রভাব৷ তাঁর মতে, অ্যালকোহলের জেরে অর্গ্যাজমের সমস্যা হয়৷(Alcohol can affect your sexual performance)
advertisement
2/7
কিন্তু তাই বলে কি সুরাপান সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে? চিকিৎসকের আশ্বাস, তা নয়৷ কিন্তু কিছু জিনিস মনে রাখতে হবে৷ লিবিডো নির্ভর করে হরমোনের উপর৷ টেস্টোটেরন এবং ডোপামাইন হরমোন বেড়ে যায় সাময়িকভাবে, মদ্যপানের পরপরই৷ কিন্তু সেই অবস্থা দীর্ঘস্থায়ী হয় না৷ আদতে, ডোপামাইন ও টেস্টোটেরনের মাত্রা কমে গিয়ে লিবিডোও বিঘ্নিত হয় মদ্যপানে৷
কিন্তু তাই বলে কি সুরাপান সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে? চিকিৎসকের আশ্বাস, তা নয়৷ কিন্তু কিছু জিনিস মনে রাখতে হবে৷ লিবিডো নির্ভর করে হরমোনের উপর৷ টেস্টোটেরন এবং ডোপামাইন হরমোন বেড়ে যায় সাময়িকভাবে, মদ্যপানের পরপরই৷ কিন্তু সেই অবস্থা দীর্ঘস্থায়ী হয় না৷ আদতে, ডোপামাইন ও টেস্টোটেরনের মাত্রা কমে গিয়ে লিবিডোও বিঘ্নিত হয় মদ্যপানে৷
advertisement
3/7
মত্ত অবস্থায় হ্যান্ড আই কোঅর্ডিনেশন বিঘ্নিত হয়৷ ফলে মত্ত অবস্থায় যৌনতায় সাড়া দেওয়াও সমস্যাজনক৷ ফলে অর্গ্যাজম অধরাই থেকে যায়৷ এছাড়া ভ্যাজাইনাল লুব্রিকেশন, প্রিম্যাচিয়োর ইজাক্যুলেশন, ইরেক্টাইল ডিসফাংশনের মতো সমস্যাও তৈরি করে অতিরিক্ত মদ্যপান৷
মত্ত অবস্থায় হ্যান্ড আই কোঅর্ডিনেশন বিঘ্নিত হয়৷ ফলে মত্ত অবস্থায় যৌনতায় সাড়া দেওয়াও সমস্যাজনক৷ ফলে অর্গ্যাজম অধরাই থেকে যায়৷ এছাড়া ভ্যাজাইনাল লুব্রিকেশন, প্রিম্যাচিয়োর ইজাক্যুলেশন, ইরেক্টাইল ডিসফাংশনের মতো সমস্যাও তৈরি করে অতিরিক্ত মদ্যপান৷
advertisement
4/7
মহিলাদের ক্ষেত্রে ক্লিটোরিস ও ভ্যাজাইনায় সেন্সিটিভিটি প্রভাবিত হয় মদ্যপানের জেরে৷ তাই মহিলারা সুরাসক্ত হলে অর্গ্যাজমের সমস্যা দেখা দিতে পারে৷
মহিলাদের ক্ষেত্রে ক্লিটোরিস ও ভ্যাজাইনায় সেন্সিটিভিটি প্রভাবিত হয় মদ্যপানের জেরে৷ তাই মহিলারা সুরাসক্ত হলে অর্গ্যাজমের সমস্যা দেখা দিতে পারে৷
advertisement
5/7
স্বাস্থ্যকর ইরেকশনের জন্য রক্তপ্রবাহ ঠিকমতো হওয়া বাঞ্ছনীয়৷ না হলে পেনেট্রেটিভ সেক্স কঠিন হয়ে দাঁড়ায়৷ সুরাপানের জেরে ব্লাড ভলিউম এবং ব্লাড সার্কুলেশন কমে যায়৷ তার ফলে সুরাপানের ক্ষতিকারক দিক হিসেবে ইরেকশনও সমস্যাজনক৷
স্বাস্থ্যকর ইরেকশনের জন্য রক্তপ্রবাহ ঠিকমতো হওয়া বাঞ্ছনীয়৷ না হলে পেনেট্রেটিভ সেক্স কঠিন হয়ে দাঁড়ায়৷ সুরাপানের জেরে ব্লাড ভলিউম এবং ব্লাড সার্কুলেশন কমে যায়৷ তার ফলে সুরাপানের ক্ষতিকারক দিক হিসেবে ইরেকশনও সমস্যাজনক৷
advertisement
6/7
যদি পরিবার পরিকল্পনার ইচ্ছে থাকে, তা হলেও মদ্যপান থেকে দূরে থাকা দরকার৷ কারণ অতিরিক্ত মদ্যপান মহিলাদের ক্ষেত্রে বন্ধ্যাত্ব ডেকে আনে৷ ফলে ওভ্যুলেশন ডিসঅর্ডার দেখা দেয়৷ তাছাড়া দীর্ঘ দিন মদ্যপানের অভ্যাসে বিঘ্নিত হয় স্পার্ম কাউন্ট৷
যদি পরিবার পরিকল্পনার ইচ্ছে থাকে, তা হলেও মদ্যপান থেকে দূরে থাকা দরকার৷ কারণ অতিরিক্ত মদ্যপান মহিলাদের ক্ষেত্রে বন্ধ্যাত্ব ডেকে আনে৷ ফলে ওভ্যুলেশন ডিসঅর্ডার দেখা দেয়৷ তাছাড়া দীর্ঘ দিন মদ্যপানের অভ্যাসে বিঘ্নিত হয় স্পার্ম কাউন্ট৷
advertisement
7/7
যৌনতার জন্য রাতে সুনিদ্রা একান্ত প্রয়োজনীয়৷ কিন্তু মদ্যপানের ফলে বিঘ্নিত হয় ঘুমের অভ্যাস৷ তাই এখানেও পরোক্ষে মদ্যপান খলনায়ক হয়ে দাঁড়ায় যৌনজীবনের ক্ষেত্রে৷
যৌনতার জন্য রাতে সুনিদ্রা একান্ত প্রয়োজনীয়৷ কিন্তু মদ্যপানের ফলে বিঘ্নিত হয় ঘুমের অভ্যাস৷ তাই এখানেও পরোক্ষে মদ্যপান খলনায়ক হয়ে দাঁড়ায় যৌনজীবনের ক্ষেত্রে৷
advertisement
advertisement
advertisement