মদ্যপানের একাধিক কুফল নিয়ে বহু আলোচনা ও চর্চা হয়েছে৷ তবে অনেকের ধারণা, সুরার নেশার ঘোরে তুরীয় অবস্থায় যৌনতা ভাল হয়৷ কিন্তু চিকিৎসকরা বলেন মদ্যপান আদপে যৌনতার পক্ষে ক্ষতিকর৷ সেক্সোলজিস্ট ডক্টর সারাংশ জৈন বলেছেন, যৌনতার ইচ্ছে কমিয়ে দেয় সুরার প্রভাব৷ তাঁর মতে, অ্যালকোহলের জেরে অর্গ্যাজমের সমস্যা হয়৷(Alcohol can affect your sexual performance)
কিন্তু তাই বলে কি সুরাপান সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে? চিকিৎসকের আশ্বাস, তা নয়৷ কিন্তু কিছু জিনিস মনে রাখতে হবে৷ লিবিডো নির্ভর করে হরমোনের উপর৷ টেস্টোটেরন এবং ডোপামাইন হরমোন বেড়ে যায় সাময়িকভাবে, মদ্যপানের পরপরই৷ কিন্তু সেই অবস্থা দীর্ঘস্থায়ী হয় না৷ আদতে, ডোপামাইন ও টেস্টোটেরনের মাত্রা কমে গিয়ে লিবিডোও বিঘ্নিত হয় মদ্যপানে৷