Jackie Shroff-Tabu: মদ খেয়ে পার্টিতে টাবুকে জোর করে...এ কী করেছিলেন জ‍্যাকি শ্রফ! কখনও দেখা যায়নি একসঙ্গে দুই অভিনেতাকে

Last Updated:

একটি ফিল্মি পার্টিতে মদ‍্যপ অবস্থায় তব্বুর সঙ্গে আপত্তিকর ব‍্যবহার করেছিলেন জ‍্যাকি।

মদ খেয়ে পার্টিতে টাবুকে জোর করে...এ কী করেছিলেন জ‍্যাকি শ্রফ! কখনও দেখা যায়নি একসঙ্গে দুই অভিনেতাকে
মদ খেয়ে পার্টিতে টাবুকে জোর করে...এ কী করেছিলেন জ‍্যাকি শ্রফ! কখনও দেখা যায়নি একসঙ্গে দুই অভিনেতাকে
তব্বু এবং জ‍্যাকি শ্রফ। বর্তমানে দু’জনেই বলিউডের বর্ষীয়ান অভিনেতা। তবে কোনও দিন একসঙ্গে কাজ করেননি, তব্বু এবং জ‍্যাকি শ্রফ। কিন্তু কেন জানেন কি? মিডিয়ার অন্দরের খবর অনুযায়ী, একটি ফিল্মি পার্টিতে মদ‍্যপ অবস্থায় তব্বুর সঙ্গে আপত্তিকর ব‍্যবহার করেছিলেন জ‍্যাকি। ঠিক কী ঘটেছিল সেদিনের পার্টিতে?
তব্বু ফিল্মি পরিবেশেই বড় হয়েছেন। তাঁর দিদি ফারহা নাজও একজন নামজাদা অভিনেত্রী ছিলেন। রিপোর্ট থেকে জানা যায় একটি ছবিতে তব্বু এবং জ‍্যাকি শ্রফ একসঙ্গে কাজ করছিলেন। সেই ছবিতে ছিলেন ড‍্যানিও। ছবির শ‍্যুটিং চলাকালীন ড‍্যানির বাড়িতে ছিল জমজমাট পার্টি। পার্টিতে বোন তব্বুকে সঙ্গে নিয়ে পৌঁছেছিলেন ফারহা। শোনা যায়, এই পার্টিতেই ঘটে সেই ঘটনা।
advertisement
advertisement
পার্টিতে মদ‍্যপ অবস্থায় তব্বুর সঙ্গে আপত্তিকর আচরণ করেন জ‍্যাকি শ্রফ। শোনা যায়, তব্বুকে জোর করে চুমুও খেতে চেয়েছিলেন জ‍্যাকি শ্রফ। এই ঘটনাকে কেন্দ্র করে তব্বু এবং তাঁর দিদি ফারহার সঙ্গে তুমুল ঝামেলা বাধে জ‍্যাকির। পরবর্তীকালে দিদির পথাঙ্ক অনুসরণ করেই ফিল্মি দুনিয়ায় পা রাখেন তব্বু। কিন্তু জ‍্যাকি শ্রফের সঙ্গে কখনও কাজ করেন নি তব্বু।
advertisement
অবশ‍্য এই বিষয়ে তব্বু কখনও মুখ খোলেননি। ফারাহ নাজও বিষয়টি নিয়ে একবার সংবাদমাধ‍্যমের কাছে কথা বললেও পরবর্তীকালে তিনিও এড়িয়ে গিয়েছেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jackie Shroff-Tabu: মদ খেয়ে পার্টিতে টাবুকে জোর করে...এ কী করেছিলেন জ‍্যাকি শ্রফ! কখনও দেখা যায়নি একসঙ্গে দুই অভিনেতাকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement