Allu Arjun on Animal: ‘দেশের সিনেমার ভবিষ্যৎ...’ ‘অ্যানিম্যাল’ নিয়ে বিতর্কের মাঝে ভূয়সী প্রশংসা ‘পুষ্পা’ তারকার
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
সন্দীপ রেড্ডি ভাংড়া পরিচালিত এই ছবি নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় লিখলেন ‘পুষ্পা’ খ্যাত অল্লু অর্জুন।
বিতর্ক আর প্রশংসা মিলছে পাশাপাশি। দুই রকম প্রতিক্রিয়াই জুটছে রণবীর কাপুরের নতুন ছবি ‘অ্যানিম্যাল’-এর। সন্দীপ রেড্ডি ভাংড়া পরিচালিত এই ছবি নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় লিখলেন ‘পুষ্পা’ খ্যাত অল্লু অর্জুন।
অ্যানিম্যাল-এর ভূয়সী প্রশংসা করে অল্লু লেখেন,‘‘অসাধারণ, মুগ্ধ হয়ে গেলাম এই ছবি দেখে’’। রণবীর কাপুরের থেকে রশ্মিকা মন্দানা প্রত্যেক অভিনেতাকে নিয়ে আলাদা করে লিখেছেন জাতীয় পুরস্কার জয়ী তারকা। রণবীরের অভিনয় ভারতের সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল বলে মনে করেন অল্লু।
অ্যানিম্যালই রশ্মিকার সেরা পারফর্মেন্স বলে মনে করেন পুষ্পা তারকা। তবে রশ্মিকার পাশাপাশি ছবি আর এক অভিনেত্রী তৃপ্তি ডিমরির কাজেরও প্রশংসা করেছেন অল্লু অর্জুন। অল্লুর কথায়, ‘‘এই তরুণী (তৃপ্তি) সবার মন ভেঙেছে। আশা করি আরও মন এইভাবে ভাঙবে তোমার জন্য।’’
advertisement
advertisement
#Animal . Just mind blowing. Blown away by the cinematic brilliance. Congratulations! #RanbirKapoor ji just took Indian cinema performances to a whole new level. Very Inspiring . I am truly in loss of words to explain the magic you’ve created . My deep Respects to the highest…
— Allu Arjun (@alluarjun) December 8, 2023
advertisement
তবে সবচেয়ে বড় অনুচ্ছেদ অল্লু লিখেছেন ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাংড়াকে নিয়ে। দেশের সিনেমার ভবিষ্যত বদলে দেবে সন্দীপের ছবি, এমনটাই মত অল্লু অর্জুনের। সঙ্গে ববি দেওল এবং অনিল কাপুরের অভিনয়েও মুগ্ধ অল্লু।
বক্স অফিসে লক্ষীলাভ হলেও ‘অ্যানিম্যাল’ নিয়ে চর্চার শেষ নেই। বিভিন্ন দৃশ্য নিয়েই চলছে কাঁটাছেঁড়া। সবচেয়ে বেশি বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছে রণবীর কাপুর এবং তৃপ্তি ডিমরির ঘনিষ্ঠ দৃশ্য। ছবিটি হিংস্র, উগ্র পৌরুষত্বের প্রকাশ বলেও মত বেশ কিছু সমালোচকের।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2023 4:29 PM IST