Allu Arjun on Animal: ‘দেশের সিনেমার ভবিষ‍্যৎ...’ ‘অ‍্যানিম‍্যাল’ নিয়ে বিতর্কের মাঝে ভূয়সী প্রশংসা ‘পুষ্পা’ তারকার

Last Updated:

সন্দীপ রেড্ডি ভাংড়া পরিচালিত এই ছবি নিয়ে এবার সোশ‍্যাল মিডিয়ায় লিখলেন ‘পুষ্পা’ খ‍্যাত অল্লু অর্জুন।

‘দেশের সিনেমার ভবিষ‍্যৎ...’ ‘অ‍্যানিম‍্যাল’ নিয়ে বিতর্কের মাঝে ভূয়সী প্রশংসা ‘পুষ্পা’ তারকার
‘দেশের সিনেমার ভবিষ‍্যৎ...’ ‘অ‍্যানিম‍্যাল’ নিয়ে বিতর্কের মাঝে ভূয়সী প্রশংসা ‘পুষ্পা’ তারকার
বিতর্ক আর প্রশংসা মিলছে পাশাপাশি। দুই রকম প্রতিক্রিয়াই জুটছে রণবীর কাপুরের নতুন ছবি ‘অ‍্যানিম‍্যাল’-এর। সন্দীপ রেড্ডি ভাংড়া পরিচালিত এই ছবি নিয়ে এবার সোশ‍্যাল মিডিয়ায় লিখলেন ‘পুষ্পা’ খ‍্যাত অল্লু অর্জুন।
অ‍্যানিম‍্যাল-এর ভূয়সী প্রশংসা করে অল্লু লেখেন,‘‘অসাধারণ, মুগ্ধ হয়ে গেলাম এই ছবি দেখে’’। রণবীর কাপুরের থেকে রশ্মিকা মন্দানা প্রত‍্যেক অভিনেতাকে নিয়ে আলাদা করে লিখেছেন জাতীয় পুরস্কার জয়ী তারকা। রণবীরের অভিনয় ভারতের সিনেমার ইতিহাসে নতুন অধ‍্যায় যোগ করল বলে মনে করেন অল্লু।
অ‍্যানিম‍্যালই রশ্মিকার সেরা পারফর্মেন্স বলে মনে করেন পুষ্পা তারকা। তবে রশ্মিকার পাশাপাশি ছবি আর এক অভিনেত্রী তৃপ্তি ডিমরির কাজেরও প্রশংসা করেছেন অল্লু অর্জুন। অল্লুর কথায়, ‘‘এই তরুণী (তৃপ্তি) সবার মন ভেঙেছে। আশা করি আরও মন এইভাবে ভাঙবে তোমার জন‍্য।’’
advertisement
advertisement
advertisement
তবে সবচেয়ে বড় অনুচ্ছেদ অল্লু লিখেছেন ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাংড়াকে নিয়ে। দেশের সিনেমার ভবিষ‍্যত বদলে দেবে সন্দীপের ছবি, এমনটাই মত অল্লু অর্জুনের। সঙ্গে ববি দেওল এবং অনিল কাপুরের অভিনয়েও মুগ্ধ অল্লু।
বক্স অফিসে লক্ষীলাভ হলেও ‘অ‍্যানিম‍্যাল’ নিয়ে চর্চার শেষ নেই। বিভিন্ন দৃশ‍্য নিয়েই চলছে কাঁটাছেঁড়া। সবচেয়ে বেশি বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছে রণবীর কাপুর এবং তৃপ্তি ডিমরির ঘনিষ্ঠ দৃশ‍্য। ছবিটি হিংস্র, উগ্র পৌরুষত্বের প্রকাশ বলেও মত বেশ কিছু সমালোচকের।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Allu Arjun on Animal: ‘দেশের সিনেমার ভবিষ‍্যৎ...’ ‘অ‍্যানিম‍্যাল’ নিয়ে বিতর্কের মাঝে ভূয়সী প্রশংসা ‘পুষ্পা’ তারকার
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement