Jab We Met: তাঁকে সরিয়ে 'জব উই মেট' ছবি কেড়ে নেন করিনা কাপুর? আজও এই নায়িকার মনে দগদগে সেই ক্ষত!

Last Updated:

Jab We Met: কোন ছবি সেগুলি জানেন? একটি 'জব উই মেট' ও আরেকটি 'মুন্নাভাই এমবিবিএস'।

জব উই মেট ছবিতে শাহিদ করিনা
জব উই মেট ছবিতে শাহিদ করিনা
মুম্বই: দীর্ঘদিন বাদে ভূমিকাকে দেখা গেল সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে। ২০০৩ সালে সতীশ কৌশিকের পরিচালনায় সলমান খানের বিপরীতে 'তেরে নাম' ছবিতে বলিউড অভিষেক হয়েছিল ভূমিকা চাওলার। কিন্তু তারপর সেভাবে আরও কোনও ছবিতে তাঁকে দেখা যায়নি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভূমিকা বলিউডে তাঁর যাত্রাপথ নিয়ে মুখ খুলেছেন। আর সেখানেই দুটি বিরাট হিট ছবির নায়িকা থেকে তাঁকে সরানোর কথাও জানান ভূমিকা চাওলা।
কোন ছবি সেগুলি জানেন? একটি 'জব উই মেট' ও আরেকটি 'মুন্নাভাই এমবিবিএস'। একটিতে তাঁকে সরিয়ে করিনা কাপুরকে নেওয়া হয়, মুন্নাভাইতে বিদ্যা বালনকে দেখা গিয়েছিল। ভূমিকা চাওলা জানিয়েছেন 'জব উই মেট' লেখা হয়েছিল তাঁকে ভেবেই। এমনি 'মুন্নাভাই এমবিবিএস' ছবির অফারও প্রথমে এসেছিল তাঁর কাছেই। কিন্তু সেই অফার চলে যায় বিদ্যা বালনের কাছে। অন্যদিকে, 'জব উই মেট'-এর মুখ্যচরিত্র হিসেবে কাস্ট করা হয় করিনাকে। অথচ প্রথমে ববি দেওল ও ভূমিকাকেই কাস্ট করা হয়েছিল।
advertisement
ভূমিকা চাওলা ভূমিকা চাওলা
advertisement
আরও পড়ুন: নাকে নাকে চুম্বন, শাহরুখের ঠোঁটে কিছুতেই ঠোঁট ছোঁয়াতে চাননি এই নায়িকা! কারণ জানলে চমকে যাবেন
ভূমিকা বলেছেন, 'আমি প্রচুর অফার পেয়েছিলাম। তবে আমি কী কাজ করব সেটা আমি সবসময়েই একটু বেছে নিই। আমি একটি বড় ছবিতে সাক্ষর করেছিলাম। কিন্তু তারপরে সেই ছবিটার প্রযোজনা সংস্থা বদলে যায়, নায়ক বদলে যায় আর ছবির নামও বদলে যায়। তারপর ছবির নায়িকাও বদলে যায়। যদি আমি ছবিটা করতে পারতাম, কাজটা একেবারে অন্যরকম হত। কিন্তু যা কপালে লেখা থাকে, সেটা হবেই। আমি তারপরে ১ বছর অপেক্ষা করলাম, কিন্তু কোনও ছবির সুযোগ পেলাম না। এরপর আরও একটি ছবি করার কথা ছিল আমার। সেটাও হাত থেকে বেরিয়ে গেল।'
advertisement
আরও পড়ুন: 'অপরাজিত'র পর ফের নতুন লুকে জীতু, ঋতাভরীর সঙ্গে জুটি বেঁধে এবার আরও বড় চমক
ভূমিকা আরও বলেন, 'একমাত্র আমার একটা সময়ই ভীষণ খারাপ লেগেছিল যখন আমার কাছে প্রথম 'জব উই মেট'-এ অভিনয়ের অফার এসেছিল এবং সেটাও আমার হাত থেকে বেরিয়ে যায়। ছবিটার নাম প্রথমে ছিল 'ট্রেন'। অভিনয় করার কথা ছিল আমার আর ববি দেওলের। কিন্তু তারপরে ববিকে বাদ দিয়ে ছবিতে আমার বিপরীতে অভিনয় করার কথা ছিল শাহিদের। এরপরে আমি বাদ চলে যাই। আমার জায়গায় অভিনয়ের কথা হয় আয়েশা টাকিয়ার সঙ্গে। অবশেষে ছবিটিতে অভিনয় করেন করিনা।'
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jab We Met: তাঁকে সরিয়ে 'জব উই মেট' ছবি কেড়ে নেন করিনা কাপুর? আজও এই নায়িকার মনে দগদগে সেই ক্ষত!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement