Jab We Met: তাঁকে সরিয়ে 'জব উই মেট' ছবি কেড়ে নেন করিনা কাপুর? আজও এই নায়িকার মনে দগদগে সেই ক্ষত!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Jab We Met: কোন ছবি সেগুলি জানেন? একটি 'জব উই মেট' ও আরেকটি 'মুন্নাভাই এমবিবিএস'।
মুম্বই: দীর্ঘদিন বাদে ভূমিকাকে দেখা গেল সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে। ২০০৩ সালে সতীশ কৌশিকের পরিচালনায় সলমান খানের বিপরীতে 'তেরে নাম' ছবিতে বলিউড অভিষেক হয়েছিল ভূমিকা চাওলার। কিন্তু তারপর সেভাবে আরও কোনও ছবিতে তাঁকে দেখা যায়নি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভূমিকা বলিউডে তাঁর যাত্রাপথ নিয়ে মুখ খুলেছেন। আর সেখানেই দুটি বিরাট হিট ছবির নায়িকা থেকে তাঁকে সরানোর কথাও জানান ভূমিকা চাওলা।
কোন ছবি সেগুলি জানেন? একটি 'জব উই মেট' ও আরেকটি 'মুন্নাভাই এমবিবিএস'। একটিতে তাঁকে সরিয়ে করিনা কাপুরকে নেওয়া হয়, মুন্নাভাইতে বিদ্যা বালনকে দেখা গিয়েছিল। ভূমিকা চাওলা জানিয়েছেন 'জব উই মেট' লেখা হয়েছিল তাঁকে ভেবেই। এমনি 'মুন্নাভাই এমবিবিএস' ছবির অফারও প্রথমে এসেছিল তাঁর কাছেই। কিন্তু সেই অফার চলে যায় বিদ্যা বালনের কাছে। অন্যদিকে, 'জব উই মেট'-এর মুখ্যচরিত্র হিসেবে কাস্ট করা হয় করিনাকে। অথচ প্রথমে ববি দেওল ও ভূমিকাকেই কাস্ট করা হয়েছিল।
advertisement

advertisement
আরও পড়ুন: নাকে নাকে চুম্বন, শাহরুখের ঠোঁটে কিছুতেই ঠোঁট ছোঁয়াতে চাননি এই নায়িকা! কারণ জানলে চমকে যাবেন
ভূমিকা বলেছেন, 'আমি প্রচুর অফার পেয়েছিলাম। তবে আমি কী কাজ করব সেটা আমি সবসময়েই একটু বেছে নিই। আমি একটি বড় ছবিতে সাক্ষর করেছিলাম। কিন্তু তারপরে সেই ছবিটার প্রযোজনা সংস্থা বদলে যায়, নায়ক বদলে যায় আর ছবির নামও বদলে যায়। তারপর ছবির নায়িকাও বদলে যায়। যদি আমি ছবিটা করতে পারতাম, কাজটা একেবারে অন্যরকম হত। কিন্তু যা কপালে লেখা থাকে, সেটা হবেই। আমি তারপরে ১ বছর অপেক্ষা করলাম, কিন্তু কোনও ছবির সুযোগ পেলাম না। এরপর আরও একটি ছবি করার কথা ছিল আমার। সেটাও হাত থেকে বেরিয়ে গেল।'
advertisement
আরও পড়ুন: 'অপরাজিত'র পর ফের নতুন লুকে জীতু, ঋতাভরীর সঙ্গে জুটি বেঁধে এবার আরও বড় চমক
ভূমিকা আরও বলেন, 'একমাত্র আমার একটা সময়ই ভীষণ খারাপ লেগেছিল যখন আমার কাছে প্রথম 'জব উই মেট'-এ অভিনয়ের অফার এসেছিল এবং সেটাও আমার হাত থেকে বেরিয়ে যায়। ছবিটার নাম প্রথমে ছিল 'ট্রেন'। অভিনয় করার কথা ছিল আমার আর ববি দেওলের। কিন্তু তারপরে ববিকে বাদ দিয়ে ছবিতে আমার বিপরীতে অভিনয় করার কথা ছিল শাহিদের। এরপরে আমি বাদ চলে যাই। আমার জায়গায় অভিনয়ের কথা হয় আয়েশা টাকিয়ার সঙ্গে। অবশেষে ছবিটিতে অভিনয় করেন করিনা।'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2023 12:01 PM IST