'কলকাতায় যে এমন একটা জায়গা আছে, বাবাও জানতেন না', ঈশানের 'ঝিল্লি' চমকে দেয় গৌতমকে

Last Updated:

কলকাতার মধ্যেই গা ঢাকা দিয়ে থাকা ধাপার গল্প পর্দায় ফুটিয়ে তুলেছেন ঈশান। ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে তাঁর ছবিটি। এই নবাগত পরিচালকের আরও একটি পরিচয় আছে। তিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষের পুত্র।

#কলকাতা: হাতেখড়িতেই ছক ভেঙেছেন। আর পাঁচজনের মতো সোজা পথে হাঁটেননি। শহরের মধ্যে এক অন্য শহরের গল্প বলেছেন তিনি। ঈশান ঘোষ। গুটিকয়েক বন্ধুকে নিয়ে বেশ কয়েক বছর ধরে সেই 'অন্য' শহরের গল্প বুনেছেন। ছবির নাম 'ঝিল্লি'।
কলকাতার মধ্যেই গা ঢাকা দিয়ে থাকা ধাপার গল্প পর্দায় ফুটিয়ে তুলেছেন ঈশান। ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে তাঁর ছবিটি। এই নবাগত পরিচালকের আরও একটি পরিচয় আছে। তিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষের পুত্র। প্রথম ছবিতেই অচেনা ব্যকরণে গল্প বাবাকে চমকে দিয়েছেন ঈশান। তাঁর কথায়, "কলকাতার মধ্যে যে এমন একটা জায়গা আছে, বাবা তা জানতেন না। প্রথম বার ছবিটা দেখে উনি অবাক হয়ে গিয়েছিলেন।
advertisement
advertisement
প্রায় জিরো বাজেটে তৈরি হয়েছে 'ঝিল্লি'। ঈশান একাই ছবির ক্যামেরা এবং সম্পাদনার দায়িত্ব নিয়েছেন। গৌতমের সঙ্গে বহু বছর ধরে কাজ করেছেন ঈশান। 'ঝিল্লি' তৈরির সময়ে সেই অভিজ্ঞতাই ছিল তরুণ পরিচালকের অন্যতম সম্পদ। ছবির প্রযোজক হিসেবে বাবাকে পেয়ে কী কোনও বাড়তি সুবিধা পেলেন? নিউজ18 বাংলাকে এক সাক্ষাৎকারে ঈশান বলেন, "পোস্ট প্রোডাকশনের পর বাবা আর্থিক সাহায্য করেছেন। কিন্তু এই ছবির জন্য আমাদের খুব কম খরচ হয়েছে। ছবিটিকে কী ভাবে আরও ভাল করে তোলা যায়, সেই বিষয়ে বাবার প্রচুর পরামর্শ পেয়েছি।"
বাংলা খবর/ খবর/বিনোদন/
'কলকাতায় যে এমন একটা জায়গা আছে, বাবাও জানতেন না', ঈশানের 'ঝিল্লি' চমকে দেয় গৌতমকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement