JOLCHITHI by Somlata Acharya Chowdhury: কলকাতার বর্ষার মরশুমে আইরিস ছোঁয়া! সোমলতা-অনিন্দ্য-উপল জুটির বিশেষ নিবেদন-'জলচিঠি'
- Published by:Aryama Das
Last Updated:
JOLCHITHI by Somlata Acharya Chowdhury: গানের সুরে একটু নতুন ফ্লেবার এলে মন্দ লাগে না শ্রোতাদের। ইতিমধ্যেই ভক্তদের কমেন্টে ছয়লাপ সোশ্যাল মিডিয়া জুড়ে
কলকাতায় আইরিশ ছোঁয়া। গায়িকা সোমলতার গলায় প্রাণবন্ত জলচিঠির ধুন। আর মাঝেমাঝে চন্দ্রবিন্দুর অনিন্দ্য-উপল জুটির আইরিস ভার্সান। উদ্দ্যেশ্য ছিল ভ্যা, সেখানে সুর আর ছন্দের খেলাধুলোর মধ্যেই দিয়ে এক, দুই, তিন, চার থেকে হাজার গল্প বলে গেলেন শিল্পী ও কলাকুশলীরা। সেই ভিডিও দেখা যাবে ইউটিউবে...
শিল্পীরা তাঁদের নিজেদের গান নিয়ে ভীষণই উত্তেজিত। গায়িকা সোমলতা বলেছেন, "এই বছরের ভ্যালেন্টাইনস ডে-তে আমাদের করা একটি পারফরম্যান্স থেকে সারপ্রাইজ রিলিজ এটি! ❤️ আশা করি আমি যেভাবে পারফর্ম করেছি, আপনারা সবাই এটিকে উপভোগ করবেন! 🙂",
advertisement
শিল্পী উপল সেনগুপ্তও তাঁর ফেসবুক পেজ থেকে শেয়ার করেছেন ভিডিওটি।
advertisement
গানের সুরে একটু নতুন ফ্লেবার এলে মন্দ লাগে না শ্রোতাদের। ইতিমধ্যেই ভক্তদের কমেন্টে ছয়লাপ সোশ্যাল মিডিয়া জুড়ে। একজন লিখেছেন, "আপনাদের গান আজ অব্দি পছন্দ হয়নি বলে মনে পড়ে না। অজস্র ধন্যবাদ আমাদের ছোটবেলা আর বড়বেলাকে এক অনাবিল আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য।" অন্য আরেকজন লিখেছেন, "কী খুশি খুশি একটা গান ❤️"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 27, 2022 12:05 AM IST