Ismart Jodi: চাঁদের হাটেই হাড্ডাহাডি লড়াই! ফাইনাল একেবারেই দোরগোড়ায়! ৩১ জুলাই-এর মঞ্চে কারা হবেন 'ইস্মার্ট জোড়ি'?

Last Updated:

Ismart Jodi: বন্ধুত্ব এত গাঢ় হয়েছে যে তাঁরা উইকেন্ডে দেখা করে সুন্দর সময় কাটিয়েছেন কখনও। তবে শেষ গোল কে দেবে, সেটাই দেখার

#কলকাতা: অভিনেতা জিতের সঞ্চালনায় রিয়্যালিটি শো ইস্মার্ট জোড়ি একেবারেই অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আগামী ৩১শে জুলাই টিভির পর্দায শেষবারর মতো সম্প্রচারিত হবে এই জনপ্রিয় রিয়্যালিটি শো। ওইদিন গ্র্যান্ড ফিনালেতে এক কথায বসতে চলেছে চাঁদের হাট। একদিকে সুপারস্টার দেব এবং রুক্মিণী মৈত্র। সঙ্গে থাকবেন ডান্সিং ডিভা মনামী ঘোষ। এছাড়াও জুটি হিসেবে দেখা যাবে জনপ্রিয গায়ক শান এবং তাঁর স্ত্রী রাধিকা। শেষ পর্যন্ত শো-তে রইলেন কারা?
চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশিত প্রোমোতে দেখা যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে থাকছেন তারকা জুটি অনীকধর এবং তার স্ত্রী দেবলীনা ধর। সেই সঙ্গে থাকছেন ছোট পর্দার গদাই ঠাকুর অর্থাৎ অভিনেতার সৌরভ সাহা এবং তার স্ত্রী সুস্মিতা সাহা। তালিকায় রয়েছেন শ্রীময়ী সিরিয়ালের অনিন্দ্য অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী পৃথা চক্রবর্তী ও। জানা আছে সমস্ত বিতর্কের ঊর্ধে উঠে ফাইনালে থাকছেন গায়ক রূপঙ্কর বাগচী এবং তার স্ত্রী চৈতালি। ফিনালেতে থাকছেন সদ্য বিবাহিত জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী এবং তার স্বামী প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। ইসমার্ট জোড়ির ফাইনালে থাকছেন টেলি অভিনেত্রী মধুবনী গোস্বামী এবং তার স্বামী রাজা গোস্বামী। জানা আছে ফিনালেতে থাকছেন অভিনেতা ভরত কল এবং তার স্ত্রী জয়শ্রীও। এছাড়াও থাকছেন জনপ্রিয় টেলি অভিনেতা রাজিব বোস এবং তার স্ত্রী মোহিনী এখন দেখার শেষ পর্যন্ত বিজয়ের মুকুল কার মাথায় ওঠে।
advertisement
advertisement
একনজরে দেখে নিন জোরিদের নাম:
১) অনীক ধর ও দেবলীনা ধর
২) সৌরভ সাহা ও সুস্মিতা সাহা
৩) সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তী
৪) রূপঙ্কর বাগচী ও চৈতালি বাগচী
৫) অঙ্কিতা চক্রবর্তী ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়
advertisement
৬) রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামী
৭) ভরত কল ও জয়শ্রী মুখোপাধ্যায়
৮) রাজীব বোস ও মোহিনী
বাংলার একাধিক সেলিব্রিটি দম্পতির ভালবাসার গল্প শোনাতেই শুরু হয়েছিল এই রিয়ালিটি শো। তবে দেখতে দেখতে এবার প্রায় শেষের পথে এই জনপ্রিয় রিয়েলিটি শো। আগামী ৩১ জুলাই টিভির পর্দায় শেষবারের মতো সম্প্রচারিত হবে এই শো। ওইদিন শোয়ের গ্র্যান্ড ফিনালেতে এক কথায় বসতে চলেছে চাঁদের হাট। পুরো যাত্রাপথে তাঁদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা বন্ধুত্বপূর্ন সম্পর্ক হয়েছে। বন্ধুত্ব এত গাঢ় হয়েছে যে তাঁরা উইকেন্ডে দেখা করে সুন্দর সময় কাটিয়েছেন কখনও। তবে শেষ গোল কে দেবে, সেটাই দেখার।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ismart Jodi: চাঁদের হাটেই হাড্ডাহাডি লড়াই! ফাইনাল একেবারেই দোরগোড়ায়! ৩১ জুলাই-এর মঞ্চে কারা হবেন 'ইস্মার্ট জোড়ি'?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement