Addinath Kothare on Ranveer Singh's nude photoshoot: রণবীর একজন অনুপ্রেরণা! কেন এই ছবিটি ট্রোল করা হচ্ছে? আমি জানি না: আদিনাথ
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Addinath Kothare on Ranveer Singh's nude photoshoot: কেন এই ছবিটি ট্রোল করা হচ্ছে, আমি জানি না। এটা আপত্তিকর নয় কিন্তু খুব অনুপ্রেরণাদায়ক: আদিনাথ
গত চারদিন ধরে সোশ্যাল মিডিয়াজুড়ে একটিই নাম জ্বলজ্বল করছে, রণবীর সিং। বলিউড নায়ক হঠাৎই নগ্ন হয়ে ক্যামেরার সামনে এলেন। কয়েকটি ছবিতে কালো অন্তর্বাস পরে রয়েছেন। কয়েকটি ছবিতে একফালি কাপড়ও নেই শরীরে। নিউ ইয়র্কের এক ফ্যাশন ম্যাগাজিনে প্রচ্ছদের জন্যই এই ফোটোশ্যুট করেছেন রণবীর। আর তাই দেখেই তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়। নানা মুনির নানা মত। অনেকেই ছবিগুলির প্রশংসা, অনেকেই নিন্দার ঝড় তুলে দিয়েছেন কমেন্টে।
অভিনেতা-পরিচালক আদিনাথ কোঠারে সমর্থন করেছেন রণবীর সিংকে। '83'-তে রণবীর সিংয়ের সহ-অভিনেতা ছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাত্কারে আদিনাথ কোথারে বলেছিলেন, "আমি রণবীর সিংকে খুব পছন্দ করি। তিনি যা করেন তা সব সময়ই অনুপ্রেরণাদায়ক। তিনি যা করেন তার পিছনেই একটা চিন্তার প্রক্রিয়া চলে"
advertisement
advertisement
"কেন এই ছবিটি ট্রোল করা হচ্ছে, আমি জানি না। এটা আপত্তিকর নয় কিন্তু খুব অনুপ্রেরণাদায়ক। ফটোশুটে তিনি যেভাবে নিজেকে নিয়ে যাচ্ছেন তা খুবই অনুপ্রেরণাদায়ক। যারা তাকে ট্রোল করছে তারা খুব কমই একটি অংশ এবং বাকিরা তাকে ভয় পায়। রণবীর একজন অনুপ্রেরণা এবং তিনি ইন্ডাস্ট্রিতে আমাদের সেরা অভিনেতাদের একজন, "আদিনাথ বলেছেন।
advertisement
প্রসঙ্গত, মুম্বইয়ের চেম্বুর থানায় মামলা দায়ের হল বলিউড অভিনেতা রণবীর কপূরের বিরুদ্ধে। সোমবারই জানা গিয়েছিল, মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। দাবি ছিল, নায়কের সাম্প্রতিকতম নগ্ন ছবিগুলি 'মহিলাদের ভাবাবেগে আঘাত' করেছে। আজ, মঙ্গলবার চেম্বুর থানায় মামলা দায়ের করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ২৯২ (জনসাধারণের উদ্দেশে প্রকাশের অযোগ্য ছবি), ২৯৩ (নতুন প্রজন্মকে ভুল পথে চালিত করা), ৫০৯ (শব্দ, অঙ্গভঙ্গির মাধ্যমে নারীদের শালীনতাকে অপমান করা) এবং ৬৭(এ) (আইটি অ্যাক্ট) ধারায় মামলা দায়ের হয়েছে দীপিকা পাড়ুকোনের স্বামীর বিরুদ্ধে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2022 6:09 PM IST