Rani Mukerji: ওড়নার আড়াল লুকোচ্ছেন বেবি-বাম্প! তবে কি দ্বিতীয়বার মা হচ্ছেন রানি?
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Rani Mukerji: সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পরেই খুব দ্রুত ভাইরাল হচ্ছে। এটি সামনে আসতেই আবারও রানি মুখার্জির দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন শুরু হয়েছে
#মুম্বই: বলিউড অভিনেত্রী রানি মুখার্জি দীর্ঘদিন ধরেই লাইমলাইট থেকে দূরে। তাঁকে শেষ দেখা গিয়েছিল করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে। সম্প্রতি রানি মুখার্জি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পরেই খুব দ্রুত ভাইরাল হচ্ছে। এই ভিডিওটি সামনে আসতেই আবারও রানী মুখার্জির দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন শুরু হয়েছে৷
রানি মুখার্জি অনেকদিন ধরেই লাইমলাইট থেকে অনুপস্থিত। পাপারাৎজিদের ক্যামেরায়ও চোখে পড়ে না খুব একটা। আজ মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের বাইরে হাজির হলেন অভিনেত্রী। এই সময় রানি মুখার্জিকে সবুজ স্যুট ও গোলাপি ওড়নায় খুব সুন্দর লাগছিল। এখন রানীর ফিগার দেখে সবাই তার বেবি বাম্প এবং প্রেগন্যান্সি নিয়ে আলোচনা করছে। ভিডিওটির কমেন্ট বিভাগে শুধুই রানির গর্ভাবস্থার বিষয়টি উঠে এসেছে।
advertisement
advertisement
advertisement
রানি একজন মহান গণেশ-ভক্ত। এমন পরিস্থিতিতে তিনি আজ গণেশকে দেখতে মন্দিরে পৌঁছেছেন। মন্দির থেকে বেরোনোর সময় তাঁকে দেখা যায়। সবুজ স্যুটের সঙ্গে গোলাপি রঙের দোপাট্টা পরেছিলেন অভিনেত্রী। তাঁর মুখে মাস্ক ছিল। কিন্তু পাপারাৎজিদের নির্দেশে মাস্ক খুলে পোজ দিয়ে চলে যান অভিনেত্রী।
advertisement
প্রসঙ্গত, রানি মুখার্জি ইন্ডাস্ট্রির একজন উজ্জ্বল অভিনেত্রী। তিনি তাঁর ক্যারিয়ারে ‘ব্ল্যাক’, বান্টি অর বাবলি, বীর জারা, কুছ কুছ হোতা হ্যায়, মর্দানি, হিচকির মতো দুর্দান্ত ছবি উপহার দিয়েছেন। বিয়ের পর এবং কন্যা সন্তানের জন্মের পর চলচ্চিত্রে তাঁর উপস্থিতি কমে গেছে। তাঁকে শেষ দেখা গিয়েছিল গত বছর মুক্তি পাওয়া ‘বান্টি অর বাবলি 2’-এ। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন সাইফ আলি খান, সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরী। অভিনয় ছিল অসাধারণ। আগামীতে অভিনেত্রীর কাজের ঝুলিতে রয়েছে ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2022 9:04 PM IST
