'নকলের কোনও ভবিষ্যত নেই', লতা মঙ্গেশকরের মন্তব্যের জবাব দিলেন রাণু

Last Updated:

নকল করে বেশিদিন সাফল্য ধরে রাখা যায় না, লতা মঙ্গেশকরের মন্তব্যের জবাব দিলেন রাণু মণ্ডল

#মুম্বই: রানাঘাট রেলওয়ে স্টেশন থেকে সোজা হিমেশ রেশমিয়ার রেকর্ডিং স্টুডিওতে ৷ রাতারাতি একেবারে লাইমলাইটে রানাঘাটের রাণু মণ্ডল৷ দেশ-বিদেশে রাণুর এখন জনপ্রিয়তা তুঙ্গে ৷ রানাঘাটের লতা নামেই প্রথম দিকে লাইমলাইটে এসেছিলেন রাণু৷ কিছুদিন আগেই রানু মণ্ডলকে নিয়ে মন্তব্য করেছিলেন লতা মঙ্গেশকর। লতা বলেছিলেন ‘আমার গান গেয়ে কেউ যদি ভালো থাকে, উন্নতি হয় ৷ তাহলে সত্যিই নিজেকে ধন্য মনে করব ৷ তবে আমার মনে হয় কাউকে নকল করে বেশি দিন থাকা সম্ভব নয় ৷ অনেকেই কিশোর, মুকেশ রফি কিংবা আশার গান গেয়েছেন ৷ কিন্তু সুনিধি ও শ্রেয়া ছাড়া আমার তো কারও নামই মনে পড়ছে না ৷ ’
এবার সেই মন্তব্যেরই পালটা উত্তর দিলেন রাণু মণ্ডল। 'নবভারত টাইমস'কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, 'লতাজি বয়েসের অনুপাতে আমি অনেক ছোট, ভবিষ্যতেও আমি ছোটই থাকবো। ছোট থেকে আমার ওনার গলা ভালো লাগে। ওনার গান শুনেই বড় হয়েছি।'
বুধবারই মুম্বইতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ ছবির রাণুর গাওয়া গান ‘তেরি মেরি...’৷ সেখানে লতা মঙ্গেশকরের মন্তব্যের ব্যাখা দেন হিমেশ রেশামিয়া। হিমেশ বলেন, 'লতাজি কেন এই মন্তব্য করেছেন সেটা সবার বোঝা উচিৎ৷ আমার মতে, কোনও গায়ককে অনুকরণ করলে শেষমেশ তার ফল ভাল হয় না ৷' হিমেশ আরও বলেন, কুমার শানুর মতো কিংবদন্তী গায়করাও কিশোর কুমারের গানে অনুপ্রাণিত ৷ আমরা সবাই কোনও না কোনওব্যক্তির থেকে অনুপ্রাণিত ৷
advertisement
advertisement
কিছুদিন আগে মুক্তি পেয়েছে রাণুর ‘তেরি মেরি কাহানি’র পুরো গানটি ৷ যেখানে দু কলি নয়, হিমেশ রেসমিয়ার সঙ্গে গলা মিলিয়ে গান গাইলেন রানাঘাটের লতা নামে পরিচিত রাণু মণ্ডল ৷
দেখুন সেই ভিডিও----
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
'নকলের কোনও ভবিষ্যত নেই', লতা মঙ্গেশকরের মন্তব্যের জবাব দিলেন রাণু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement