কলকাতার পরিবর্তে পৌঁছে গেলেন ভুবনেশ্বর! কী এমন ঘটল বিমানে? জানালেন চঞ্চল
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
কিন্তু কী এমন হল যে শেষমেষ কলকাতায় না পৌঁছে একেবারে ভুবনেশ্বর পৌঁছে গেলেন তিনি?
কলকাতা: "ছিলাম ঢাকায় যাচ্ছিলাম কলকাতায়, এসে পৌঁছলাম ভুবনেশ্বর", ঢাকা থেকে সম্ভবত কোনও অনুষ্ঠানের জন্য কলকাতা আসছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। কিন্তু কী এমন হল যে শেষমেষ কলকাতায় না পৌঁছে একেবারে ভুবনেশ্বর পৌঁছে গেলেন তিনি? কোনও কী সমস্যা হল? নাকি কলকাতা আসার আগ্রহ মাঝপথেই ফুরিয়ে গেল তাঁর?
শেষমেষ সমস্ত জল্পনার অবসান ঘটালেন অভিনেতা নিজেই। কেন ভুবনেশ্বর পৌঁছলেন তার উত্তর দিলেন সামাজিক মাধ্যমে। অভিনেতার কলকাতায় আসার কথা ছিল কিন্তু হঠাৎ ভুবনেশ্বর যাওয়াতে চমকে গিয়েছিলেন সবাই। তবে কেন তিনি হঠাৎ কলকাতা এলেন না তা নিয়ে জোড় জল্পনা শুরু হয়ে গিয়েছিল।
advertisement
advertisement
শেষমেষ অভিনেতা নিজের ফেসবুক পোস্টে লিখলেন, "ছিলাম ঢাকায়, যাচ্ছিলাম কলকাতায়, পৌঁছলাম ভুবনেশ্বর, এই তো জীবন..." পরে এই পোস্টেই জল্পনার অবসান করে অভিনেতা লেখেন, "যে টার্বুলেন্সে পড়েছিলাম তাতে অন্য কোথাও পৌঁছাতে পারততাম"
এ ছাড়াও অভিনেতা লেখেন, " সৌভিক দাশগুপ্ত'র লেখা ধার করলাম, আমিও এই ফ্লাইটের যাত্রী , আবার যাত্রা শুরু কলকাতার পথে"
advertisement
মূলত টার্বুলেন্সে পড়েই ভুবনেশ্বরে নামতে হয়েছিল তাঁকে। পরে সব ঠিক হতে ফের কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি।
'কারাগার' ,'তাকদির', 'পেট কাটা ষ' সহ একাধিক ওয়েব সিরিজের মাধ্যমে এই দেশেও বিপুল জনপ্রিয়তা পান অভিনেতা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের 'পদাতিক' ছবিতেও মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2023 4:22 PM IST