Samantha Ruth Prabhu: জন্মদিনে কী লিখলেন সামান্থা রুথ প্রভু? পোস্ট শেয়ার হতেই তোলপাড় সামাজিক মাধ্যম
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
তবে বিশেষ দিনের আগেই ইনস্টাগ্রাম স্টোরিজে ভক্তদের উদ্দেশ্যে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী
নয়াদিল্লি: সামান্থা রুথ প্রভুর ৩৬তম জন্মদিন। তবে বিশেষ দিনের আগেই ইনস্টাগ্রাম স্টোরিজে ভক্তদের উদ্দেশ্যে একটি সেলফি শেয়ার করেছেন অভিনেত্রী। একটি কালো পোশাকে অগোছালো খোপায় ফ্রেমবন্দি হয়েছিলেন নায়িকা।
ছবির সঙ্গে অনুরাগীদের জন্য একটি মিষ্টি বার্তাও শেয়ার করেছেন অভিনেত্রী। লিখেছেন, "এটি একটি ভাল বছর হতে চলেছে"। এ ছাড়াও নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে একটি অ্যালবাম শেয়ার করেছেন অভিনেত্রী। যাতে অক্সিজেন মাস্ক সহও অভিনেত্রীর একটি ছবি ধরা পড়েছে। তাঁর থেরাপি সম্পর্কে ধারনা দেওয়ার জন্য একটি স্ক্রিন শটও শেয়ার করেছেন সামান্থা।
advertisement
advertisement
advertisement
অ্যালবামের শেষে শেয়ার করেছেন রবীন্দ্রনাথের একটা বাণী যাতে লেখা আছে, “যে গাছ লাগায়, সে জানে যে সে কখনই তাদের ছায়ায় বসবে না, সে অন্তত জীবনের অর্থ বুঝতে শুরু করেছে।”

লন্ডনে 'সিটাডেল' ছবির প্রিমিয়ারে দেখা গিয়েছিল তাঁকে। এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া ও বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনয় করবেন তিনি। প্রিমিয়ারে ভিক্টোরিয়া বেকহ্যামের ডিজাইন করা একটি কালো কো অর্ড পোশাকে সবার নজর কেড়েছেন সামান্থা।
advertisement
সামান্থা তাঁর ইনস্টাগ্রাম থেকে সিটাডেল পরিবারেরও একটি ছবি শেয়ার করেছেন। টিম সিটাডেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছেন,"লন্ডনে সিটাডেলের গ্লোবাল প্রিমিয়ারে বিশ্বের সেরাদের মধ্যে থাকতে পেরে সত্যিই খুশি...সিটাডেল ইউনিভার্সের অংশ হতে পেরে আমি সত্যিই ভাগ্যবান"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2023 3:42 PM IST