হোম /খবর /বিনোদন /
বসার ঘর তাঁবুর মতো, ঝুড়ির মধ্যে ঝাড়বাতি, এবারের বিগ বস একেবারে আলাদা!

Bigg Boss OTT: বসার ঘর তাঁবুর মতো, ঝুড়ির মধ্যে ঝাড়বাতি, এবারের বিগ বস একেবারে আলাদা!

ওমাং বিগ বস সিজন ৫ (Bigg Boss 5) অর্থাৎ ২০১১-২০১২ সাল থেকে প্রোডাকশন ইউনিটের অংশ হিসেবে কাজ করছেন।

  • Share this:

#Bigg Boss OTT: বিগ বস ১৫ (Bigg Boss 15) নিয়ে মানুষের উত্তেজনার শেষ নেই। ইতিমধ্যেই ওটিটিতে (OTT) মুক্তি পেয়েছে জনপ্রিয় এই শো। আর কিছু দিন পরেই মুক্তি পাবে টিভিতে। তবে কখনও কি ভেবে দেখেছেন যিনি প্রতি বছরই এই শোয়ের সেটে কিছু না কিছু চমক আনছেন, সেই ব্যক্তিটি কে? তিনি হলেন বিগ বসের আর্ট ডিরেক্টর ওমাং কুমার (Omang Kumar)। ওমাং বিগ বস সিজন ৫ (Bigg Boss 5) অর্থাৎ ২০১১-২০১২ সাল থেকে প্রোডাকশন ইউনিটের অংশ হিসেবে কাজ করছেন। তাঁর টিমই সেট ডিজাইনের করে। যদিও এবারের বিগ বস একটু আলাদা। গত ৮ অগাস্ট ওটিটিতে মুক্তি পেয়েছে নয়া সিজন। তবে টিভিতে এখনও শুরু হয়নি। ফলে মূল শোয়ের প্রোডাকশনের কাজ এখনও চলছে। যার সিংহভাগ দায়িত্ব ওমাংয়ের টিমের কাঁধে। ডেডলাইনের আগে শেষ করতে হবে কাজ। কাজে যেমন গতি রাখতে হবে, তেমনই প্রয়োজন নৈপুণ্য।

এবারের বিগ বস ওটিটি সংস্করণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "প্রতিযোগীদের জন্য ক্যাম্পিং ট্রিপের আয়োজন করা হয়েছে এবং এখানে খুব 'র' ভাবে স্ট্রিমিং হবে। এখানের সব কিছুই ওভার-দ্য-টপ হবে। এমন কিছু সকলে দেখবেন যা আগে আমরা দেখাইনি বা দর্শক দেখেননি। এই অনুষ্ঠানটি সপ্তাহের সাতদিনই সম্প্রচারিত হচ্ছে। এবারের আয়োজনে দর্শকদের কাছে নতুন ফ্লেভার পৌঁছে দেওয়ার কথা ভেবেছি আমরা। আমাদের এই ধারণাটি কোভিড পরিস্থিতির জন্যই এসেছিল। আমাদের ধারণা মানুষ এবার বাইরে যেতে চাইবেন, যেহেতু তাঁরা এত দিন ধরে চার দেওয়ালে আবদ্ধ হয়েছিলেন। সব মিলিয়ে আমরা বোহেমিয়ান এবং জিপসি ফিলিং নিয়ে একটি কার্নিভাল থিমের কথা ভেবেছিলাম। যেমন অনেকেই বাইরে ঘুরতে বেরোলে তাঁবুর মধ্যে থাকতে পছন্দ করেন, সেরকম ভাবেই এবারে বিগ বসের সেটটি জঙ্গলের পরিবেশের মতো করা হয়েছে।"

ওমাং আরও বলেছেন, "যখন বসার ঘর দেখবেন, তখন দেখতে পাবেন ছাদটি প্যাচওয়ার্ক দিয়ে তৈরি। একেবারে তাঁবুর আকার দেওয়া। এর মধ্যে থাকবে ছোট ছোট আলো। উপরে একটি ১০ ফুট লম্বা ঝুড়ির মধ্যে ঝাড়বাতি দেখতে পাবেন। সেখানে থরে থরে সাজানো থাকবে ফুল।"

Published by:Piya Banerjee
First published:

Tags: Bigg Boss OTT, Bollywood, Omung Kumar