Salman Congratulates Katrina: বিয়েতে নিমন্ত্রণ পাননি, টিভির পর্দায় ক্যাটরিনাকে "শাদি মুবারক হো" বললেন সলমান

Last Updated:

Katrina Kaif Vicky Kaushal Wedding: নাচের পরে সঞ্চালক সলমান খান (Salman Congratulates Katrina) ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, “ক্যাটরিনা, শাদি মুবারক হো!”

#মুম্বই: বিয়ের দুই মাস পার হয়ে গিয়েছে! তবু সোশ্যাল মিডিয়াতে এখনও ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের (Katrina Kaif and Vicky Kausha ) বিয়ে নিয়ে চর্চা অব্যাহত। দু’জনেই মাঝে মাঝেই এমন সব ছবি পোস্ট করেন যাতে নেটিনেজদের নজর কিছুতেই অন্য দিকে ঘুরতেই দেন না এই দুই তারকা। তবে এবার নিজেদের ছবির জন্য নয়, বরং সলমান খানের (Salman Khan) জন্য ফের চর্চায় উঠে এসেছেন ভিকি-ক্যাট।
সম্প্রতি জাতীয় টেলিভিশন চ্যানেলে ক্যাটরিনাকে বিয়ের অভিনন্দন (Salman Congratulates Katrina) জানিয়েছেন অভিনেতা সলমান খান। বিগ বস ১৫-এর (Bigg Boss 15) সমাপ্তির সময়, রুবিনা দিলাইক এবং রাখি সাওয়ান্ত ২০১২ সালে মুক্তি পাওয়া অগ্নিপথ চলচ্চিত্রে ক্যাটরিনার জনপ্রিয় নাচের গান ‘চিকনি চামেলি’তে (Chikni Chameli) নেচেছিলেন। জমাটি সেই নাচের পরে সঞ্চালক সলমান খান (Salman Congratulates Katrina) ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, “ক্যাটরিনা, শাদি মুবারক হো!”
advertisement
বিগ বসেরই অন্য পর্বে দেখা যায় প্রাক্তন বিগ বস প্রতিযোগী শেহনাজ গিল ক্যাটরিনার বিয়ে নিয়ে সলমান খানের সঙ্গে মজা করছেন (Salman Congratulates Katrina)। গত ডিসেম্বরে রাজস্থানে গাঁটছড়া বাঁধেন ক্যাটরিনা ও ভিকি।
advertisement
বিগ বস ১৫-র (Bigg Boss 15) শেষের দিনে, সলমান শেহনাজকে ‘ভারতের শেহনাজ গিল’ হিসেবে পরিচয় করিয়ে দেন। যারা এই রিয়েলিটি শোয়ের ১৩ নম্বর সিজন দেখেছেন, তারা জানেন যে শেহনাজ ‘পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ’ নামেই পরিচিত ছিলেন। মঞ্চে এসে শেহনাজ জানান, তিনি এখন ‘ভারতের শেহনাজ গিল’।
advertisement
ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে শেহনাজ বলেন, “স্যার, আপনি আনন্দে থাকুন, ব্যাস। স্যরি, বেশি কিছু বলে ফেললাম না তো?” বাড়াবাড়ি হয়ে গিয়েছে কী না তা সামাল দিতে শেহনাজ নিজেই সলমানকে উদ্দেশ্য করে আরও লেখেন, “কিন্তু সিঙ্গলই বেশি ভালো লাগে আপনাকে।” উত্তরে সলমান অবশ্য মজা করেই বলেছেন, “হ্যাঁ, যখন হয়ে যাব তখন বেশিই ভালো লাগবে।”
advertisement
ক্যাটরিনা এবং ভিকির বিয়েতে সলমান খানের অনুপস্থিতি নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই। সলমান এবং ক্যাটরিনা দীর্ঘদিন ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন। সলমানের পরিবারের, বিশেষ করে বোন অর্পিতা এবং আলভিরার খুব কাছের মানুষই ছিলেন ক্যাটরিনা। সেই ক্যাটের বিয়েতেই সলমানের পরিবারকে আমন্ত্রণ না জানানোয় অবাক অনেকেই।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Congratulates Katrina: বিয়েতে নিমন্ত্রণ পাননি, টিভির পর্দায় ক্যাটরিনাকে "শাদি মুবারক হো" বললেন সলমান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement