Haq Movie Review: হক ছবিতে জীবনের সেরাটা দিয়েছেন ইয়ামি, অনবদ্য অভিনয় ইমরান হাসমিরও

Last Updated:

এক কথায় সাহসী এবং সংবেদনশীল ছবি। ছবিটি উত্তরপ্রদেশের শঙ্খনিতে শুরু হয়, যেখানে আমাদের শাজিয়া বানোর সঙ্গে পরিচয় হয়। তিনি একজন আইনজীবী আব্বাস খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আব্বাস একজন আদর্শ স্বামীর প্রতীক বলেই মনে হয়।

কেমন এল হক?
কেমন এল হক?
এক কথায় সাহসী এবং সংবেদনশীল ছবি। ছবিটি উত্তরপ্রদেশের শঙ্খনিতে শুরু হয়, যেখানে আমাদের শাজিয়া বানোর সঙ্গে পরিচয় হয়। তিনি একজন আইনজীবী আব্বাস খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আব্বাস একজন আদর্শ স্বামীর প্রতীক বলেই মনে হয়। সে তাকে ভালবাসে, বদমেজাজি প্রতিবেশীদের হাত থেকে রক্ষা করে। শাজিয়া তৃতীয়বারের মতো গর্ভবতী না হওয়া পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকে। এক সময়ে সে বুঝতে পারে যে আব্বাস সেই একই সঙ্গী নয়, যে আগে তার প্রতি আসক্ত ছিল। হঠাৎ সে দূরে চলে যায়।
একদিন সে পাকিস্তানের মুরিতে একটি কাজের জন্য যায় এবং এটি শাজিয়ার জীবন চিরতরে বদলে দেয়। তিন মাস পর যখন সে বাড়ি ফিরে আসে, তখন সে সায়রাকে তার নতুন স্ত্রী হিসেবে নিয়ে আসে। সায়রার সঙ্গে তার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা স্বাভাবিকভাবেই শাজিয়াকে বিচলিত করে। একদিন সে তার সন্তানদের নিয়ে বাপের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
advertisement
advertisement
আরও পড়ুন: এখন অধরা কলকাতা বিমানবন্দরে থেক পালানো বিরল প্রজাতির বাঁদর! দেখুন ভিডিও
আব্বাসের কাছ থেকে ৪০০ টাকা দাবির লড়াই শুরু হয়, কারণ শিশু ভরণপোষণ শীঘ্রই একটি পূর্ণাঙ্গ আইনি লড়াইয়ে পরিণত হয়, যার ফলে ভারতের সুপ্রিম কোর্ট এক যুগান্তকারী রায়ে ঘোষণা করে যে ফৌজদারি কার্যবিধির ১২৫ ধারার বিধান এবং মুসলিম ব্যক্তিগত আইনের বিধানের মধ্যে কোনও বিরোধ নেই। এই কঠিন প্রক্রিয়ার মধ্যে শাজিয়ার সঙ্গে আইনজীবী বেলা জৈন এবং ফরাজ আনসারির দেখা হয়, যারা তার সমর্থনের স্তম্ভ হয়ে ওঠেন। কিন্তু হকের কেন্দ্রবিন্দুতে একজন নারীবাদী মৌলবি বাবার গল্পও রয়েছে যিনি তার মানসিকভাবে নির্যাতিত মেয়েকে জয়ী হতে দেখার জন্য কোনও চেষ্টা করেন না।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Haq Movie Review: হক ছবিতে জীবনের সেরাটা দিয়েছেন ইয়ামি, অনবদ্য অভিনয় ইমরান হাসমিরও
Next Article
advertisement
গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল ! এখনও সেই ধারা অব্যাহত, ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হয়ে যাবে, পাইলটরা দুষছেন দুর্বল পরিকল্পনাকে
গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল ! এখনও তা অব্যাহত, ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হবে
  • গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল !

  • ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হয়ে যাবে

  • পাইলটরা দুষছেন দুর্বল পরিকল্পনাকে

VIEW MORE
advertisement
advertisement