প্রায় ৯০ ঘণ্টা সময় পেরিয়ে গেলেও এখনও অধরা বাঁদর। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ, রাজ্যের বন দফতরকে এ বিষয়ে জানালেও, তারা এখনও পর্যন্ত ওই ছোট বাঁদরটিকে উদ্ধার করতে পারেনি ৷ বিশেষ প্রজাতির ওই বাঁদরের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চলেছে ৷ তবে এখনও পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি কেউই ৷ প্রসঙ্গত, কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে আসে দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয় হল তার মধ্যে একটিকে ধরার আগেই কোথায় যে পালিয়ে গেল তাকে আর দেখাই গেল না ! বিমানবন্দর চত্বরেই শুরু হয় জোর তল্লাশি। জানা গিয়েছে, এক যাত্রী থাইল্যান্ড থেকে কলকাতা আসছিলেন। বিমানবন্দরের কাস্টমস অফিসাররা রুটিন তল্লাশির সময় তাঁর ব্যাগ খুলতেই ভিতরে দুটি ছোট আকারের বাঁদর দেখতে পান। এর মধ্যে একটি বাঁদরকে উদ্ধার করা গেলেও, আরেকটি কর্মীদের হাত থেকে পালিয়ে যায়। এরপর শুরু হয় খোঁজাখুঁজি কিন্তু আশ্চর্যের বিষয় হল ৮০০-র বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও ‘পলাতক বাঁদর’-এর কোনও খোঁজ পাওয়া যায়নি।
Last Updated: November 07, 2025, 18:52 IST