T20 WC Ticket Sell: বাংলাদেশ ভারতে ম্যাচ খেলবে কিনা প্রশ্নে ধোঁয়াশার মধ্যেই, ইডেন ম্যাচের টিকিট মিলছে অনলাইনে
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
T20 WC Ticket Sell: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কোথায় হবে এখনও চূড়ান্ত না হলেও ইডেনে বাংলাদেশের প্রথম দুটি ম্যাচের টিকিট বিক্রি চলছে।
কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কোথায় হবে এখনও চূড়ান্ত না হলেও ইডেনে বাংলাদেশের প্রথম দুটি ম্যাচের টিকিট বিক্রি চলছে। অনলাইনে ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ বনাম ইতালি ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।
মুস্তাফিজুর রহমান বিতর্কের পর রবিবার ভারতে না আসার দাবি জানিয়ে আইসিসিকে চিঠি দিলেও এখনো উত্তর অধরা। ৪৮ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও আইসিসির তরফ থেকে কোন সরকারি প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
advertisement
advertisement

ইডেনে অনলাইনে টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি চলছে
আইসিসি সূত্রে খবর, দুবাইয়ে তাদের বৈঠক হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে নিরাপত্তার ইস্যুটি তারা জানতে চেয়েছে। বিসিসিআইয়ের তরফ থেকে আইসিসিকে জানানো হয়েছে, বাংলাদেশ ভারতে খেলতে আসলে দেশের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে দলকে।
advertisement
আইসিসির তরফে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বোঝানোর চেষ্টা হবে বলেই খবর। বিশ্বকাপ আয়োজন নিয়ে পুরনো কর্মসূচি অনুযায়ী কাজ করে চলেছে সিএবি। সপ্তাহখানেক আগে বিশ্বকাপের সম্পূর্ণ নিরাপত্তা ইস্যুতে কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 06, 2026 11:25 PM IST








