মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে থেকে পাওয়া যাবে? জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ

Last Updated:

Madhyamik Admit Card Distribution| মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড ৪৮টি ক্যাম্প অফিসে বিতরণ করা হবে। পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি, শেষ ১২ ফেব্রুয়ারি। ১০ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবে।

ফাইল ছবি
ফাইল ছবি
এ বছর মাধ্যমিক পরীক্ষা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে এবং ঐচ্ছিক বিষয়-সহ সমস্ত বিষয়ের পরীক্ষা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিটে এবং শেষ হবে দুপুর ২টোয়। প্রথম ১৫ মিনিট, অর্থাৎ সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত পরীক্ষার্থীরা প্রশ্নপত্র দেখার সুযোগ পাবে। মূল উত্তর লেখা শুরু হবে সকাল ১১টা থেকে।
মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে থেকে পাওয়া যাবে, তা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে ২০ জানুয়ারি, মঙ্গলবার। ওই দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের ৪৮টি ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করা যাবে। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত পরীক্ষায় বসার জন্য প্রায় ১০ লক্ষের কাছাকাছি পরীক্ষার্থীর নাম নথিভুক্ত হয়েছে। নির্ধারিত দিনে স্কুল কর্তৃপক্ষের মাধ্যমেই এই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে।
advertisement
advertisement
পর্ষদ ইতিমধ্যেই পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। তবে ফিজ়িক্যাল এডুকেশন, সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন (কর্মশিক্ষা)—এই তিন বিষয়ের পরীক্ষার দিনক্ষণ পরে জানানো হবে। প্রথম ভাষার পরীক্ষার ক্ষেত্রে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরও ১১টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় ভাষা হিসেবে পরীক্ষার্থীরা ইংরেজি, বাংলা এবং নেপালি ভাষার মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারবে।
advertisement
বিশেষ বিষয়ের পরীক্ষার সময়সূচিও স্পষ্ট করা হয়েছে। মিউজ়িক (ভোকাল ও ইন্সট্রুমেন্টাল) পরীক্ষার সময় হবে ২ ঘণ্টা ১৫ মিনিট। কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের থিয়োরি পরীক্ষা হবে ২ ঘণ্টা ৪৫ মিনিট ধরে। ভোকেশনাল বিষয়গুলির ক্ষেত্রে নির্ধারিত সময় ১ ঘণ্টা ৪৫ মিনিট।
পর্ষদের তরফে পরীক্ষার্থীদের নির্ধারিত নিয়ম মেনে অ্যাডমিট কার্ড সংগ্রহ ও পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে থেকে পাওয়া যাবে? জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ
Next Article
advertisement
Pakistani Spy Arrested: পাকিস্তানের হয়ে চরবৃত্তি, পঠানকোটে ধৃত ১৫ বছরের কিশোর! এবার আইএসআই-এর টার্গেট নাবালকরা, চিন্তায় পুলিশ
পাকিস্তানের হয়ে চরবৃত্তি, পঠানকোটে ধৃত ১৫ বছরের কিশোর! এবার ISI-এর টার্গেট নাবালকরা?
  • পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে ধৃত ১৫ বছরের কিশোর৷

  • পঞ্জাবের পঠানকোট থেকে গ্রেফতার করল পুলিশ৷

  • এবার পাকিস্তানের টার্গেট নাবালকরা, দাবি তদন্তকারীদের৷

VIEW MORE
advertisement
advertisement