১০ ডিগ্রিতে নামল পারদ! কলকাতায় এই প্রথম কি এত ঠান্ডা? এখনও 'সর্বনিম্ন' রেকর্ড নয়, বলছে আবহাওয়া দফতর
- Reported by:Rounak Dutta Chowdhury
- Published by:Tias Banerjee
Last Updated:
Weather update Kolkata temperature 10 degree Celsius: কলকাতায় কাঁপুনি! ২০১৩-এর পর আবার ১০ ডিগ্রির নিচে পারদ, ১৮৯২-এর ৬.৭ ডিগ্রির রেকর্ড আজও অটুট!
কলকাতায় ঠকঠক কাঁপুনি! হাড়হিম করা ঠান্ডা যাকে বলে! রবিবার রাত থেকে সোমবারের মধ্যে তাপমাত্রা অনেকটাই নেমেছিল তার পর আরও! ঠিক কতটা পারদ নামল মঙ্গলবার? আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানালেন, চলতি জানুয়ারিতে কলকাতায় তাপমাত্রা নামল ১০ ডিগ্রির ঘরে, যদিও এটি সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড তালিকায় প্রথম দশের মধ্যে নেই।
advertisement
advertisement
বর্তমানে দক্ষিণবঙ্গ জুড়ে শীতের দাপট স্পষ্ট। বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, যা আজ এবং আগামীকাল বহাল থাকবে। একই সঙ্গে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় শীতল দিনের সতর্কতা জারি রয়েছে। আগামীকালও এই জেলাগুলিতে শীতল দিনের পরিস্থিতি বজায় থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
advertisement
advertisement
উত্তরবঙ্গেও শীতের প্রকোপ আরও তীব্র। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় টানা তিন দিন শীতল দিনের পরিস্থিতি থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে—আজ, আগামীকাল এবং পরশু। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা জারি রয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টা এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় ভারী কুয়াশার সম্ভাবনা বেশি।
advertisement
আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ায় উত্তর-পশ্চিম দিকের বায়ুপ্রবাহ জোরদার হয়েছে। এই শুষ্ক ও শীতল হাওয়ার কারণেই রাজ্যজুড়ে তাপমাত্রার দ্রুত পতন লক্ষ্য করা যাচ্ছে। শুধু সর্বনিম্ন নয়, সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কম রয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা।
advertisement
আগামী সাত দিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, অন্যদিকে দক্ষিণবঙ্গের বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী কুয়াশা পরিস্থিতি আরও ভোগাতে পারে। শীত, কুয়াশা ও শুষ্ক হাওয়ার এই যুগলবন্দিতে আপাতত কাঁপতে চলেছে গোটা বাংলা।
advertisement
রেকর্ড অনুযায়ী, কলকাতায় জানুয়ারি মাসে সর্বনিম্ন তাপমাত্রার সর্বকালীন রেকর্ড তৈরি হয়েছিল ১৮৯২ সালের ২০ জানুয়ারি, সেদিন পারদ নেমেছিল মাত্র ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে। এর পরবর্তী উল্লেখযোগ্য ঠান্ডার দিন ছিল ২০১৩ সালের ১৩ জানুয়ারি, যখন শহরের তাপমাত্রা নেমে আসে ৯ ডিগ্রি সেলসিয়াসে। সেই ঘটনার পর দীর্ঘ সময় ধরে কলকাতায় জানুয়ারিতে আর ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামেনি।







