Happy Birthday Rukmini Maitra: ২৫ বছরে দুই বাচ্চার মা হতে রাজি, রুক্মিণীর মতো নায়িকা বাংলায় কম: জন্মদিনে বন্ধু রাহুল

Last Updated:

Happy Birthday Rukmini Maitra: দেবদার সঙ্গে রুক্মিণীর কী সম্পর্ক, কী রকম প্রেম, এ সব কোনও দিন জিজ্ঞাসা করিনি। ওটা ওদের ব্যক্তিগত বিষয়। সেটে কোনও দিনও প্রেম করতে দেখিনি দু'জনকে। ভীষণ পেশাদার মানুষ তারা।

#কলকাতা: পরিচালক-নায়িকা নয়। আমাদের সম্পর্ক কখনও বন্ধুত্বের, কখনও দাদা-বোনের, কখনও আবার দিদি-ভাইয়ের। রুক্মিণী (মৈত্র) আমার জীবনে বিশেষ মানুষ। বয়সে আমার থেকে ছোট হয়েও কখনও আমাকে বকে, কখনও আবার ব্যাঙ্কিং নিয়ে জ্ঞান দেয়। টাকাপয়সা জমানোর ব্যাপারে আমার বিষয়টা বেশ খানিকটা ওই কী যেন বলে, 'অল্পবিদ্যা ভয়ঙ্করী'। কী থেকে কী করে ফেলব, কে জানে। রুক্মিণী বসে বসে আমায় বোঝায়, এইখানে এই স্কিমে টাকা রাখতে হয়, ওই ভাবে ওই অ্যাকাউন্টে টাকা ঢালতে হয়। ও না থাকলে আমার লক্ষ্মীর ভাণ্ডারের যে কী হত!
রুক্মিণী আসলে খুবই বুদ্ধিমতী মেয়ে। যে কোনও ক্ষেত্রেই। চিত্রনাট্য বাছার সময়ে খুব ভাবনাচিন্তা করে ও। সদ্য আমার সঙ্গে 'কিশমিশ'-এ কাজ করল, কিন্তু তারও প্রায় দু'বছর আগে 'সুইৎজারল্যান্ড'-এ অভিনয় করেছিল। আমি ভাবতে পারিনি যে ২৫-২৬ বছরের একটি মেয়ে দুই বাচ্চার মা হতে রাজি হবে। কেরিয়ারের শুরু দিকে এত বয়সে এত বড় চরিত্রে অভিনয় করতে রাজি হয় না কেউ সচরাচর। কিন্তু রুক্মিণী হয়েছিল। বাংলায় ওর মতো নায়িকা কমই রয়েছে। এখনও কত কাজ করার পরিকল্পনা করি আমি মাঝে মধ্যেই। ও কিন্তু সবেতেই খুব উৎসাহী। গল্প, চিত্রনাট্য পড়ে শোনাতে খুবই ভাল লাগে।
advertisement
advertisement
রুক্মিণী কিন্তু আবার কখনও কখনও আমার ছোট বোনও হয়ে যায়। সেটি হল সেটে। তখন আমি ওর দাদা। যা বলব, সেটাই শেষ কথা হিসেবে মেনে নেয়। উপরন্তু রুক্মিণী একইসঙ্গে নায়িকা এবং সহকারী পরিচালকের কাজ করে। যখন ওকে বলা হয়, এই দৃশ্যে তোমার এই পোশাক, তখন ও নিজে একটা চার্ট বানিয়ে ফেলে। পরবর্তী সমস্ত দৃশ্যে ওকে আর এক বারের জন্যেও মনে করাতে হয় না। নিজে নিজে সব সেজেগুজে চলে আসে সেটে।
advertisement
আর রুক্মিণী আমার বন্ধুও বটে। কত আড্ডা মারি। ইন্ডাস্ট্রিতে ও-ই একমাত্র যাকে আমি মনের কথা বলতে পারি। দুষ্টুমিতেও সঙ্গ দিই। কত যে ফন্দি এঁটেছি, ওই পার্টি থেকে রাইস তুলে প্যাক করে পরের দিনের জলখাবারের বন্দোবস্ত করে নেব। কত নিন্দামন্দ করি আমরা। খুবই আনন্দে থাকি আমরা।
advertisement
কিন্তু তা-ও দেবদার সঙ্গে রুক্মিণীর কী সম্পর্ক, কী রকম প্রেম, এ সব কোনও দিন জিজ্ঞাসা করিনি। ওটা ওদের ব্যক্তিগত বিষয়। সেটে কোনও দিনও প্রেম করতে দেখিনি দু'জনকে। ভীষণ পেশাদার মানুষ তারা।
আজ আমার বন্ধু, দিদি, ছোট বোনের জন্মদিন। পৃথিবীর সমস্ত আনন্দের ভাগীদার যেন হয় রুক্মিণী।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Happy Birthday Rukmini Maitra: ২৫ বছরে দুই বাচ্চার মা হতে রাজি, রুক্মিণীর মতো নায়িকা বাংলায় কম: জন্মদিনে বন্ধু রাহুল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement