corona virus btn
corona virus btn
Loading

'বৌদি' ডেকেই বিপদে পড়লেন রণবীর সিং! যা হল...

'বৌদি' ডেকেই বিপদে পড়লেন রণবীর সিং! যা হল...
  • Share this:

#মুম্বই: বৌদি ডেকেই বিপদে পড়লেন রণবীর সিং! দীপিকার স্বামী পড়লেন এ কী বিপদে৷ এক পরিচিত মহিলাকে বৌদি বলে সম্বোধন করলেন রণবীর৷ এতেই মহিলার মন ভেঙে গেল৷ দারুণ দুঃখ পেলেন তিনি৷ বলতে লাগলেন প্লিজ আমায় বৌদি বলবেন না৷ বৌদি ডাকটি নিয়ে আপত্তি জানানোর পর উপস্থিত সকলে বৌদি বৌদি বলে চিৎকার করতে থাকেন৷ রণবীরও কিছুটা থতমত খেয়ে গেলেন গোটা বিষয়ে৷ ভিডিওটি টিকটিক শ্যুট করে পোস্ট করে দিলেন ওই মহিলা৷ ব্যস, নিমেষে ভিডিও হয়ে গেল ভাইরাল৷

ভিডিওটি শেয়ার করেছেন গুণীত ভিরডি৷ তিনি নিজে একজন নামী মেকআপ আর্টিস্ট৷ ইন্ডাস্ট্রির সকলেই তাকে চেনেন৷ তাই রণবীর সিং-এর কাছেও তিনি বেশ পরিচিত৷ তাই দেখা হওয়াতে কুশল বিনিময় করেন দু’জনে৷ একসঙ্গে সেলফিও তোলেন রণবীর৷ কিন্তু তারপরই হয় গন্ডগোল৷ গুণীতকে ভাবি অর্থাৎ বৌদি বলে ডেকে ফেলেন অভিনেতা৷ এমনিতেই বৌদি-দেওর সম্পর্ক নিয়ে নানা চটুল রসিকতা চলে৷ হয়ত সেই কারণেই বৌদি ডাকে বেশ আপত্তি ছিল গুণীতের৷ সেখান থেকেই এই পরিস্থিতি তৈরি হয়৷

আরও পড়ুন সাংবাদিক অরিন্দম বসুর হাত ধরে নেটফ্লিক্সের জন্য তৈরি হচ্ছে বাংলা সিরিজ

জানা গিয়েছে যে দিল্লিতে এক বিয়েবাড়ির অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন রণবীর৷ সেখানে তার ছবির বিভিন্ন গানের সঙ্গে পারফর্ম করেন তিনি৷ ওই বিয়েবাড়িতেই উপস্থিত ছিলেন গুণীত৷

First published: November 4, 2019, 5:02 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर