Nikhil Jain: জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টায় নিখিল? এবার মডেল হিসেবে তাঁর আত্মপ্রকাশ

Last Updated:

Nikhil Jain's new collection for men: এত দিন তাঁর পোশাক বিপণি সংস্থা শুধু মাত্র মহিলাদের জন্য নানাবিধ পোশাক ডিজাইন করতো। এবার তাঁরা নিয়ে আসছেন মেন'স ফ্যাশন ব্র্যান্ড। পুজো, দিওয়ালির কথা ভেবেই এই নতুন ফ্যাশন ভেঞ্চার।

Photo: Instagram
Photo: Instagram
কলকাতা: ব্যক্তিগত জীবনে টানাপোড়েন চলছে প্রায় বছর খানেক হল। ধীরে ধীরে কি মুভ অন করলেন নিখিল জৈন (Nikhil Jain)? তাঁর পোশাক বিপণি সংস্থা এই প্রথম নিয়ে আসছে পুরুষদের জন্য বিশেষ ফেস্টিভ পোশাক। সেই ফ্যাশন লাইনের জন্য ক্যামেরার সামনে মডেল হিসেবে এলেন  নিখিল নিজেই। এই কালেকশনটির নাম 'রঞ্জ'।
একদিকে নুসরতের সন্তানের পিতৃপরিচয় সকলের সামনে আসছে। যশ ও নুসরত অভিভাবকত্ব উপভোগ করছেন। নুসরত কাজও শুরু করবেন খুব তাড়াতাড়ি। নুসরত জাহানের সঙ্গে নিখিলের মামলার শুনানি চলছে। অন্যদিকে মডেল হয়ে উঠলেন 'রঙ্গোলি'-র (Rangoli) কর্ণধার। তাহলে কি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন নিখিল? এই সব থেকে দূরে থাকার জন্যই কি একেবারে অন্য ভূমিকায় দেখা দিলেন তিনি।
advertisement
advertisement
বেশ কিছুদিন ধরে ইনস্টাগ্রামে তাঁর শরীরচর্চার ভিডিও পোস্ট করছেন নিখিল। এখন কারণ স্পষ্ট, হয়তো মডেলিং করার জন্য নিজেকে তৈরি করেছিলেন তিনি। তবে নিখিল বললেন অন্য কথা। তিনি জানালেন, 'মডেলিং করার জন্য খানিক প্রস্তুতি নিতে হয়েছে ঠিকই। তবে আমি মন শান্ত রাখার জন্য ওয়ার্ক আউট করছি। ইন্টারনাল পিস খুঁজছি। মার্শাল আর্টস শিখছি। আগামী দিনে ইচ্ছে আছে বক্সিং শিখব।'
advertisement
advertisement
ক্যামেরার সামনে আসার ব্যাপারে নিখিল জানালেন, ‘‘সে অর্থে মডেলিং এর আগে কখনও করিনি। এই প্রথম। তবে মডেলিং হিসেবে বিষয়টা দেখছি না আমি। লকডাউনে এই ব্র্যান্ডটা নিয়ে কাজ করেছি। লকডাউনে ফাঁকা সময় বসে মনে হল যে পুরুষদের জন্য ফেস্টিভ পোশাকের অপশন খুব কম। আমি নিজে কোনও অনুষ্ঠানে যা পরতে চাইবো, তেমন পোশাকই বানাচ্ছি। আমারই ভাবনা। নিজের ভাবনায় নিজে রূপ দিচ্ছি। আমার টিম খুব দারুণ। আমাকে মোটিভেট করতে থাকে।’’
advertisement
advertisement
এত দিন তাঁর পোশাক বিপণি সংস্থা শুধু মাত্র মহিলাদের জন্য নানাবিধ পোশাক ডিজাইন করতো। এবার তাঁরা নিয়ে আসছেন মেন'স ফ্যাশন ব্র্যান্ড। পুজো, দিওয়ালির কথা ভেবেই এই নতুন ফ্যাশন ভেঞ্চার।
Arunima Dey
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nikhil Jain: জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টায় নিখিল? এবার মডেল হিসেবে তাঁর আত্মপ্রকাশ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement