Viral Video | Jasprit Bumrah: অবিকল যেন বুমরাহ ! ভারতীয় পেসারের বোলিং অ্যাকশন নকল করা এই বোলারকে দেখে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Bowler Emulating Jasprit Bumrah’s Bowling Action Goes Viral: এবার খুঁজে পাওয়া গেল বুমরাহের বোলিং অ্যাকশন নকল করা এক ক্রিকেটারকে ৷ এই ভিডিও এখন ভাইরাল ৷ নেটিজেনরাও লাইক, কমেন্টে ভরিয়ে দিয়েছেন ৷
কলকাতা: জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) অসাধারণ বোলার তো বটেই, তিনি খেলার সময় বিশেষভাবে নজর কাড়েন তাঁর অন্যরকম বোলিং অ্যাকশন দিয়েও ৷ সব বোলারদেরই নিজস্ব বোলিং অ্যাকশন হয় ৷ সবাই চেষ্টা করেন নতুন কিছু করার জন্য ৷ তবে বিশ্বে এমনও অনেক ক্রিকেটার রয়েছেন, যারা অন্যের বোলিং অ্যাকশন নকলও করে থাকেন ৷ সম্প্রতি এমনই একজন বোলারের ভিডিও ভাইরাল হয়েছে, যাঁর বোলিং অ্যাকশন অবিকল জসপ্রীত বুমরাহের মতো ৷ তাঁকে অনেকে মজা করে ‘বুমরাহ লাইট’ (Bumrah Lite) বলেও উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷
জসপ্রীত বুমরাহ বল হাতে নানা ভেলকি দেখান ৷ নানাধরণের বোলিংয়ের কায়দা জানা আছে তাঁর ৷ বল করার সময় বাঁ দিকে হেলে অদ্ভূত কায়দায় ডেলিভারি করেন তিনি ৷ ওই অদ্ভূত বোলিং অ্যাকশনেই ব্যাটসম্যান অনেক সময়ে বলের গতিবিধি বুঝে উঠতে পারেন না ৷ এবার আরও একজন বুমরাহকে খুঁজে পাওয়া গিয়েছে ৷ বল হাতে তিনি বুমরাহের মতো আদৌ কতটা ভয়ঙ্কর, তা তো সময়েই বলবে ৷ আপাতত তিনি ভারতীয় পেসারের বোলিং অ্যাকশন নকল করে দিব্যি বল করে চলেছেন ৷ ইউরোপিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশিপে এই ‘নকল বুমরাহ’-কে খুঁজে পাওয়া গিয়েছে ৷ তাঁর বোলিং অ্যাকশন একঝলক দেখলে মনে হবে যেন বুমরাহই বল করছেন ৷
advertisement
advertisement
Bumrah lite pic.twitter.com/UAoRfGtoDq
— Hardeep Rawat (@Hardeep19Rawat) September 29, 2021
তারকা ক্রিকেটারদের নকল করাটা কোনও নতুন ঘটনা নয় ৷ গলি ক্রিকেট হোক কিংবা ক্লাব ক্রিকেট ৷ এমন বহু তরুণ ক্রিকেটারদের দেখা যায়, যারা বল বা ব্যাট করার সময় কোনও তারকা ক্রিকেটারকে নকল করছেন ৷ সচিন, সৌরভ, দ্রাবিড়, লক্ষ্মণ, আজহারউদ্দিন, বিরাট, সেহওয়াগদের ব্যাটিং স্টাইল অনেকেই নকল করে থাকেন ৷ বোলাররাও কম যান না ৷ বিশ্বের বিভিন্ন তারকা পেসার বা স্পিনারদের অ্যাকশন নকল করে বোলিং করতে অনেককেই দেখা যায় ৷ এবার খুঁজে পাওয়া গেল বুমরাহের বোলিং অ্যাকশন নকল করা এক ক্রিকেটারকে ৷ এই ভিডিও এখন ভাইরাল ৷ নেটিজেনরাও লাইক, কমেন্টে ভরিয়ে দিয়েছেন ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 01, 2021 7:02 AM IST