Viral Video | Jasprit Bumrah: অবিকল যেন বুমরাহ ! ভারতীয় পেসারের বোলিং অ্যাকশন নকল করা এই বোলারকে দেখে নিন

Last Updated:

Bowler Emulating Jasprit Bumrah’s Bowling Action Goes Viral: এবার খুঁজে পাওয়া গেল বুমরাহের বোলিং অ্যাকশন নকল করা এক ক্রিকেটারকে ৷ এই ভিডিও এখন ভাইরাল ৷ নেটিজেনরাও লাইক, কমেন্টে ভরিয়ে দিয়েছেন ৷

Photo: Twitter
Photo: Twitter
কলকাতা: জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) অসাধারণ বোলার তো বটেই, তিনি খেলার সময় বিশেষভাবে নজর কাড়েন তাঁর অন্যরকম বোলিং অ্যাকশন দিয়েও ৷ সব বোলারদেরই নিজস্ব বোলিং অ্যাকশন হয় ৷ সবাই চেষ্টা করেন নতুন কিছু করার জন্য ৷ তবে বিশ্বে এমনও অনেক ক্রিকেটার রয়েছেন, যারা অন্যের বোলিং অ্যাকশন নকলও করে থাকেন ৷ সম্প্রতি এমনই একজন বোলারের ভিডিও ভাইরাল হয়েছে, যাঁর বোলিং অ্যাকশন অবিকল জসপ্রীত বুমরাহের মতো ৷ তাঁকে অনেকে মজা করে ‘বুমরাহ লাইট’ (Bumrah Lite) বলেও উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷
জসপ্রীত বুমরাহ বল হাতে নানা ভেলকি দেখান ৷ নানাধরণের বোলিংয়ের কায়দা জানা আছে তাঁর ৷ বল করার সময় বাঁ দিকে হেলে অদ্ভূত কায়দায় ডেলিভারি করেন তিনি ৷ ওই অদ্ভূত বোলিং অ্যাকশনেই ব্যাটসম্যান অনেক সময়ে বলের গতিবিধি বুঝে উঠতে পারেন না ৷ এবার আরও একজন বুমরাহকে খুঁজে পাওয়া গিয়েছে ৷ বল হাতে তিনি বুমরাহের মতো আদৌ কতটা ভয়ঙ্কর, তা তো সময়েই বলবে ৷ আপাতত তিনি ভারতীয় পেসারের বোলিং অ্যাকশন নকল করে দিব্যি বল করে চলেছেন ৷ ইউরোপিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশিপে এই ‘নকল বুমরাহ’-কে খুঁজে পাওয়া গিয়েছে ৷ তাঁর বোলিং অ্যাকশন একঝলক দেখলে মনে হবে যেন বুমরাহই বল করছেন ৷
advertisement
advertisement
তারকা ক্রিকেটারদের নকল করাটা কোনও নতুন ঘটনা নয় ৷ গলি ক্রিকেট হোক কিংবা ক্লাব ক্রিকেট ৷ এমন বহু তরুণ ক্রিকেটারদের দেখা যায়, যারা বল বা ব্যাট করার সময় কোনও তারকা ক্রিকেটারকে নকল করছেন ৷ সচিন, সৌরভ, দ্রাবিড়, লক্ষ্মণ, আজহারউদ্দিন, বিরাট, সেহওয়াগদের ব্যাটিং স্টাইল অনেকেই নকল করে থাকেন ৷ বোলাররাও কম যান না ৷ বিশ্বের বিভিন্ন তারকা পেসার বা স্পিনারদের অ্যাকশন নকল করে বোলিং করতে অনেককেই দেখা যায় ৷ এবার খুঁজে পাওয়া গেল বুমরাহের বোলিং অ্যাকশন নকল করা এক ক্রিকেটারকে ৷ এই ভিডিও এখন ভাইরাল ৷ নেটিজেনরাও লাইক, কমেন্টে ভরিয়ে দিয়েছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video | Jasprit Bumrah: অবিকল যেন বুমরাহ ! ভারতীয় পেসারের বোলিং অ্যাকশন নকল করা এই বোলারকে দেখে নিন
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement