Home /News /entertainment /
Aditya Dhar Yami Gautam: বিয়ের করে স্বামী আদিত্য ধরের হাত ধরে মুম্বই ফিরলেন নববধূ ইয়ামি গৌতম

Aditya Dhar Yami Gautam: বিয়ের করে স্বামী আদিত্য ধরের হাত ধরে মুম্বই ফিরলেন নববধূ ইয়ামি গৌতম

আদিত্য ধর-ইয়ামি গৌতম

আদিত্য ধর-ইয়ামি গৌতম

শুক্রবার বিকেলে মুম্বই বিমানবন্দরে দেখা মিলল নবদম্পতি আদিত্য ও ইয়ামির(Newly Wed Aditya Dhar Yami Gautam)৷ একেবারে সাদামাটা ভাবে বিয়ে করেছেন ইয়ামি-আদিত্য৷ ছিল না নায়িকাসুলভ কোনও আতিশয্য৷ যার জন্য বেশ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী ইয়ামি৷

আরও পড়ুন...
 • Share this:

  #মুম্বই: মুম্বই বিমানবন্দরে দেখা মিলল অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam) ও পরিচালক আদিত্য ধরের (Aditya Dhar)৷ বিমানবন্দরে নবদম্পতির উপস্থিতি নজর কড়েছে৷ তাঁদের ছবি একেবারে ভাইরাল৷ হলুদ-গোলাপী পোশাকে ছিলেন ইয়ামি৷ সঙ্গে হলুদ ওড়না জড়িয়ে ছিলেন তিনি৷ মাথায় টিপ ও হাতে লাল চুরিও নজরে এসেছে৷

  অত্যন্ত ঘরোয়া ভাবে বিয়ে করেছেন অভিনেত্রী ইয়ামি ও পরিচালক আদিত্য ধর৷ শুধুমাত্র নিকট আত্মীয়রাই উপস্থিত ছিলেন তাঁদের বিয়েতে৷ সোশ্যাল মিডিয়ায় (Social Media Yami Gautam)নিজের বিয়ের কথা ঘোষণা করেন ইয়ামি গৌতম৷ তিনি লেখেন, পরিবারের আর্শীবাদ নিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি৷ প্রিয়জনদের থেকে ভালবাসা ও আর্শীবাদ চাই৷ শুক্রবার বিকেলে মুম্বই বিমানবন্দরে দেখা মিলল নবদম্পতি আদিত্য ও ইয়ামির (Newly Wed Aditya Dhar Yami Gautam)৷ একেবারে সাদামাটা ভাবে বিয়ে করেছেন ইয়ামি-আদিত্য৷ ছিল না নায়িকাসুলভ কোনও আতিশয্য৷ যার জন্য বেশ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী ইয়ামি৷

  বিয়ের ছবি পোস্ট করেন ইয়ামি৷ খুবই সাদামাটা ছিল সেই সব ছবি৷ যা দেখে নেটিজেনদের দারুণ পছন্দও হয়েছিল৷ নায়িকা সুলভ কোনও বাড়াবাড়ি করেননি তিনি৷ যে কারণে ভক্তদের থেকেও প্রশংসা কুড়িয়েছেন ইয়ামি৷ উরি দ্যা সার্জিক্যাল স্ট্রাইকের পরিচালক আদিত্য ধরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ইয়ামি গৌতম৷

  আরও পড়ুন সলমন খানের উপর চিৎকার করতে বাধ্য হয়েছিলেন আদিত্য রায় কাপুর!

  আপাতত ইয়ামি গৌতমকে দেখা যাবে তাঁর নতুন ছবি আ থার্সডে-তে৷ ছবি মুক্তির অপেক্ষায়৷ এই ছবিতে থাকবেন নেহা ধুপিয়া এবং মারাঠি স্টার অতুল কুলকর্নি৷ থাকবেন ডিম্পল কাপাডিয়া৷ ছবির পরিচালনায় বেহজাদ খামবাটা৷ ২০২১র শুরুতে আরও একটি ছবির কাজ শেষ করেছেন ইয়ামি৷ যেখানে তিনি আইপিএস অফিসারের ভূমিকায় ছিলেন৷ ছবির নাম দাসভি৷ এই ছবিতে রয়েছেন নিমরত কৌর ও অভিষেক বচ্চন৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Aditya dhar, Yami Gautam

  পরবর্তী খবর