Aditya Dhar Yami Gautam: বিয়ের করে স্বামী আদিত্য ধরের হাত ধরে মুম্বই ফিরলেন নববধূ ইয়ামি গৌতম

Last Updated:

শুক্রবার বিকেলে মুম্বই বিমানবন্দরে দেখা মিলল নবদম্পতি আদিত্য ও ইয়ামির(Newly Wed Aditya Dhar Yami Gautam)৷ একেবারে সাদামাটা ভাবে বিয়ে করেছেন ইয়ামি-আদিত্য৷ ছিল না নায়িকাসুলভ কোনও আতিশয্য৷ যার জন্য বেশ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী ইয়ামি৷

#মুম্বই: মুম্বই বিমানবন্দরে দেখা মিলল অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam) ও পরিচালক আদিত্য ধরের (Aditya Dhar)৷ বিমানবন্দরে নবদম্পতির উপস্থিতি নজর কড়েছে৷ তাঁদের ছবি একেবারে ভাইরাল৷ হলুদ-গোলাপী পোশাকে ছিলেন ইয়ামি৷ সঙ্গে হলুদ ওড়না জড়িয়ে ছিলেন তিনি৷ মাথায় টিপ ও হাতে লাল চুরিও নজরে এসেছে৷
অত্যন্ত ঘরোয়া ভাবে বিয়ে করেছেন অভিনেত্রী ইয়ামি ও পরিচালক আদিত্য ধর৷ শুধুমাত্র নিকট আত্মীয়রাই উপস্থিত ছিলেন তাঁদের বিয়েতে৷ সোশ্যাল মিডিয়ায় (Social Media Yami Gautam)নিজের বিয়ের কথা ঘোষণা করেন ইয়ামি গৌতম৷ তিনি লেখেন, পরিবারের আর্শীবাদ নিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি৷ প্রিয়জনদের থেকে ভালবাসা ও আর্শীবাদ চাই৷ শুক্রবার বিকেলে মুম্বই বিমানবন্দরে দেখা মিলল নবদম্পতি আদিত্য ও ইয়ামির (Newly Wed Aditya Dhar Yami Gautam)৷ একেবারে সাদামাটা ভাবে বিয়ে করেছেন ইয়ামি-আদিত্য৷ ছিল না নায়িকাসুলভ কোনও আতিশয্য৷ যার জন্য বেশ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী ইয়ামি৷
advertisement
বিয়ের ছবি পোস্ট করেন ইয়ামি৷ খুবই সাদামাটা ছিল সেই সব ছবি৷ যা দেখে নেটিজেনদের দারুণ পছন্দও হয়েছিল৷ নায়িকা সুলভ কোনও বাড়াবাড়ি করেননি তিনি৷ যে কারণে ভক্তদের থেকেও প্রশংসা কুড়িয়েছেন ইয়ামি৷ উরি দ্যা সার্জিক্যাল স্ট্রাইকের পরিচালক আদিত্য ধরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ইয়ামি গৌতম৷
advertisement
advertisement
আপাতত ইয়ামি গৌতমকে দেখা যাবে তাঁর নতুন ছবি আ থার্সডে-তে৷ ছবি মুক্তির অপেক্ষায়৷ এই ছবিতে থাকবেন নেহা ধুপিয়া এবং মারাঠি স্টার অতুল কুলকর্নি৷ থাকবেন ডিম্পল কাপাডিয়া৷ ছবির পরিচালনায় বেহজাদ খামবাটা৷ ২০২১র শুরুতে আরও একটি ছবির কাজ শেষ করেছেন ইয়ামি৷ যেখানে তিনি আইপিএস অফিসারের ভূমিকায় ছিলেন৷ ছবির নাম দাসভি৷ এই ছবিতে রয়েছেন নিমরত কৌর ও অভিষেক বচ্চন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aditya Dhar Yami Gautam: বিয়ের করে স্বামী আদিত্য ধরের হাত ধরে মুম্বই ফিরলেন নববধূ ইয়ামি গৌতম
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement