Indian Idol 12: প্রতিযোগীকে নিয়ে বিচারকদের মধ্যে তর্ক, অমিতের মত মানছেন না অনুরাধা

Last Updated:

অনুরাধা পাডওয়াল, কুমার শানু, রূপকুমার রাঠৌর ছিলেন এই সপ্তাহান্তে বিশেষ বিচারকের ভূমিকায়

#মুম্বই: দেশের অতি জনপ্রিয় গানের রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল৷ এবার ইন্ডিয়ান আইডল ১২-র মঞ্চ একেবারে জমজমাট৷ গানে গানে যত না নজর কাড়ছেন প্রতিযোগীরা, তার থেকে বেশি তৈরি হচ্ছে বিতর্ক৷ এবং তাও আবার বিচারকদের মতামত নিয়ে! কিছুদিন আগেই বিচারকের ভূমিকায় আসা অমিত কুমার দাবি করেন যে, এক প্রতিযোগীকে প্রশংসা করার জন্য কর্তৃপক্ষের থেকে অনুরোধ এসেছিল৷ যদিও তিনি সেটা পছন্দ করেননি এবং সরাসরি জানিয়েছিলেন৷ এবার সপ্তাহান্তে বিচারকের ভূমিকায় এসে অনুরাধা পাডওয়াল তাই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন৷ তিনি আবার বলেছেন যে কারও অনুরোধে নয়, তাঁর নিজের মতে সেই প্রতিযোগী খুবই প্রতিভাবান!
অনুরাধা পাডওয়াল, কুমার শানু, রূপকুমার রাঠৌর ছিলেন এই সপ্তাহান্তে বিশেষ বিচারকের ভূমিকায়৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই নিয়ে কথা বলতে গিয়ে অনুরাধা জানান যে, এই সব বিতর্কের মধ্যে তিনি নেই৷ তবে তিনি মনে করেন যে ওই প্রতিযোগী খুবই প্রতিভাবান৷ তিনি মনে করেন যদি সেই প্রতিভাবান প্রতিযোগীকে নিয়ে কেউ প্রশ্ন তোলেন তাহলে সেটা খুবই আশ্চর্যজনক ঘটনা৷ তিনি আরও বলেন যে, আমি জানি না অমিত কুমারের কী মত, কিন্তু আমি যখন এই সব ছোট ছোট ছেলেমেয়েদের গান শুনলাম, আমার মন জুড়িয়ে গেল৷ আমি খুবই আবাক হয়েছি এদের পারফর্মেন্সে৷
advertisement
advertisement
এরই মধ্যে শোয়ের হোস্ট আদিত্য নারায়ণ কুমার শানুকে জিজ্ঞাসা করেন যে তাঁর উপরও কোনও চাপ রয়েছে কিনা প্রতিযোগীদের প্রশংসা করার জন্য৷ শানু সাফ জানান যে, কোনও উদ্দেশ্য নেই এভাবে না জেনে বুঝে কাউকে ভাল বলাতে৷ তবে তিনি সত্যিই বিশ্বাস করেন যে এই শোয়ের প্রতিটি প্রতিযোগীর অসাধারণ গানের ক্ষমতা এবং গানে গলাও খুব মিষ্টি৷ তাই মিথ্যে নয়, এদের মন থেকেই প্রশংসা করেন শানুদা৷
advertisement
একই ভাবে আদিত্য একটি গোপন তথ্য ফাঁস করেন৷ তিনি বলেন যে শোয়ে একটু রং চড়ানোর জন্য পবনদীপ রাজন ও অরুনিতা কাঞ্জিলালের মধ্যে মিথ্যে সম্পর্কের কথা বলা হয়৷ এর মাধ্যমে দর্শকদের একটু মনোরঞ্জনের চেষ্টা করছিল কর্তৃপক্ষ৷ আদতে এমন কিছুই নয়৷ আমরা এভাবে নিজেদের মধ্যে আনন্দ করি, জানিয়েছেন আদিত্য৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Indian Idol 12: প্রতিযোগীকে নিয়ে বিচারকদের মধ্যে তর্ক, অমিতের মত মানছেন না অনুরাধা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement