গলায় মোটা সোনার চেন, চোখে চশমা! দাদুর স্টাইলে গান গেয়ে চমক নাতি রেগো বি-র, শুনুন

Last Updated:

পরিবারের ঐতিহ্য বজায় রেখে গানের জগতে পা দিয়েছে রেগো, তা নিয়েও বেশ খুশি বাপ্পিদা (Bappi Lahiri)৷

বাপি লাহিড়ীর নাতির গান
বাপি লাহিড়ীর নাতির গান
#মুম্বই: বাচ্চাদের মন জয় করতে আসছে বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri grandson) নাতি রেগো বি! দাদুর মতো তারও গা ভর্তি গয়না এবং চোখে চশমা৷ এক ঝলকে বুঝতে অসুবিধা হয় না যে এই খুদেই বাপ্পিদার নাতি! বাচ্চা পার্টি (Bachcha Party) নিয়ে মঞ্চ মাতাতে তৈরি রেগো বি (Rego B)৷
প্রকাশিত মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে একগুচ্ছ খুদেকে৷ যারা নিজেদের পছন্দ ও অপছন্দ তুলে ধরছে৷ এবং তাদের দাবি যে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হোক৷ একেবারে আধুনিক শব্দবন্ধনী থেকে শুরু করে মজাদার র‍্যাপ, গানের জমাটি তাল, সব মিলিয়ে বাচ্চা পার্টি গানটি খুবই আকর্ষণীয়৷
গানটির সুর দিয়েছেন সমীর ট্যান্ডন৷ এবং কোরিওগ্রাফি করেছেন রাহুল শেট্টি৷ দাদু বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) মতোই রেগোর স্টাইলও দেখার মতো৷ একেবারে স্যোয়েগ (swag)-এর সাথে ক্যামেরার সামনে উপস্থিত হয়েছে লাহিড়ী পরিবারের ছোট সদস্য৷
advertisement
advertisement
গানের মুক্তিতে দারুণ খুশি রেগো বি (Rego B)৷ তার কথায়, আমি খুবই উচ্ছ্বসিত৷ বাচ্চা পার্টি গানটা যেন আমার মনের কথা বলে, তাই গানটি গেয়ে আমি খুব তৃপ্তি পেয়েছি৷ দাদুর নির্দেশে তো ছিলই, সঙ্গে আমার বাবা-মাও অনেক সাহায্য করেছেন৷ সমীর আঙ্কলের তত্বাবধানে এই গানটি খুব সহজেই গাইতে পেরেছি৷ শ্যুটিং-এর সময় খুব মজা হয়েছে এবং নাচের যা স্টেপ ছিল, তা করতেও খুব আনন্দ পেয়েছি৷ আশা করি সকলের ভাল লাগবে৷ জানাচ্ছে খুদে৷
advertisement
অন্যদিকে নাতির নতুন পথচলায় খুশি বাপি লাহিড়ী৷ পরিবারের ঐতিহ্য বজায় রেখে গানের জগতে পা দিয়েছে রেগো, তা নিয়েও বেশ খুশি বাপ্পিদা৷ বাচ্চা পার্টি গানটি বাপ্পি লাহিড়ীর নিজেরও পছন্দ হয়েছে৷ তিনি ধন্যবাদ জানিয়েছেন সুরকার সমীর ট্যন্ডনকে৷ তিনিই রেমোর মধ্যে সেই জাদু খুঁজে পেয়েছেন এবং তাকে দিয়ে এই গানটি গাইয়েছেন৷ বলছেন বাপি লাহিড়ী৷
advertisement
এই গানটি মুক্তি পাচ্ছে সারেগামা (saregama) থেকে৷ গানের এই সংস্থার সঙ্গে বাপি লাহিড়ি খুবই পুরনো সম্পর্ক৷ ফলে নাতির গানও যখন এই একই সংস্থা থেকে মুক্তি পাচ্ছে, তখন আনন্দ যেন আরও কিছুটা দ্বিগুণ হয়েছে৷
advertisement
এই নিয়ে লাহিড়ী পরিবারে চতুর্থ প্রজন্ম পা রাখছে গানের দুনিয়ায়৷ বাপি লাহিড়ী বলছেন, ১৯৮৭-এ আমার মেয়ে রেমা লিটিল স্টার গানটি গায়৷ সেটা প্ল্যাটিনাম ডিস্কের রেকর্ড হয়েছিল৷ এবার রেমার ছেলে রেগো বি তার নতুন অ্যালবাম আনতে চলেছে৷ আমি চাই সকলে তাকেও আর্শীবাদ করুন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
গলায় মোটা সোনার চেন, চোখে চশমা! দাদুর স্টাইলে গান গেয়ে চমক নাতি রেগো বি-র, শুনুন
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement