KBC-র মঞ্চে কী করলেন অমিতাভ-হেমা! ভিডিও চূড়ান্ত Viral

Last Updated:

কৌন বনেগা ক্রোড়পতির (Kaun Banega Crorepati) মঞ্চে শোলে ছবির ডায়লগ (Sholay) !

কেবিসি-তে শোলে ছবির টিম
কেবিসি-তে শোলে ছবির টিম
#মুম্বই: শোলের (Sholay) গব্বর চরিত্রে অভিনয় করার শখ তাঁর বহুদিনের৷ সে কথা নিজেই জানিয়েছেন অমিতাভ বচ্চন৷ রাম গোপাল ভর্মার আগ ছবিতে তিনি গব্বর ছিলেন বটে, তবে ছবি চূড়ান্ত ফ্লপ হওয়ায়, অমিতাভের (Amitabh Bachchan) ইচ্ছেপূরণ সেভাবে হয়নি৷ এবার কৌন বনেগা ক্রোড়পতির (Kaun Banega Crorepati) মঞ্চে দুধের স্বাদ কিছুটা ঘোলে মেটালেন বিগ বি৷ তাঁকে যোগ্য সঙ্গত দিলেন শোলের বসন্তীও! আর পুরোটাই উপভোগ করলেন শোলে ছবির পরিচালক রমেশ সিপ্পি৷
advertisement
কৌন বনেগা ক্রোড়পতি (Kaun Banega Crorepati)  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাজির হেমা মালিনী ও রমেশ সিপ্পি৷ শানদান শনিবারের যে পর্ব হয়, তাতে শোলের পুরনো টিমকে একসঙ্গে দেখা যাবে৷ আর দেখা হতেই শুরু হল শোলের শ্যুটিং-এর গল্প৷ খেলার মাঝে মাঝে চলল স্মৃতিরোমন্থন৷
advertisement
ইতিমধ্যেই একটি প্রোমো সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে যে শোলে ছবির ডায়লগ বলছেন অমিতাভ ও হেমা (Amitabh and Hema Malini)৷ বিগ বি বলছেন, আরে ও সম্বা, কিতনে লোগ থে! অন্যদিকে হেমা বলছেন, যো ডর গয়া ও মর গয়া! এই সবই শোলে ছবির বিখ্যাত সংলাপ৷ আর সবকটাই শোনা গিয়েছিল ছবির খলনায়ক গব্বরের মুখে৷ অর্থাৎ খলনায়ক হয়েও গব্বরের জনপ্রিয়তা অনেকটাই বেশি, যা এখনও সিনেমাপ্রেমীদের মনে অটুট৷ ফলে জয়-বীরু-বসন্তী নয়, কেবিসি-তে (KBC) বিরাজমান ছিল সেই গব্বরই!
advertisement
advertisement
১৯৭৫-র ১৫ অগস্ট মুক্তি পায় শোলে৷ মাল্টি স্টারার এই ছবি নিয়ে মাতামাতি কম হয়নি৷ ভারতীয় চলচ্চিত্রে শোলের অবদান অনস্বীকার্য৷ ৪৬ বছরে পা দিল শোলে৷ এখনও একটুও কম হয়নি ছবির জনপ্রিয়তা৷ সকলের মনে সমানভাবে দাগ কেটে যায় ছবির চরিত্ররা৷ তাই তো কেবিসি-র মঞ্চে অমিতাভ-হেমা-রমেশের বিশেষ এই শোলে এপিসোড দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
KBC-র মঞ্চে কী করলেন অমিতাভ-হেমা! ভিডিও চূড়ান্ত Viral
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement