KBC-র মঞ্চে কী করলেন অমিতাভ-হেমা! ভিডিও চূড়ান্ত Viral

Last Updated:

কৌন বনেগা ক্রোড়পতির (Kaun Banega Crorepati) মঞ্চে শোলে ছবির ডায়লগ (Sholay) !

কেবিসি-তে শোলে ছবির টিম
কেবিসি-তে শোলে ছবির টিম
#মুম্বই: শোলের (Sholay) গব্বর চরিত্রে অভিনয় করার শখ তাঁর বহুদিনের৷ সে কথা নিজেই জানিয়েছেন অমিতাভ বচ্চন৷ রাম গোপাল ভর্মার আগ ছবিতে তিনি গব্বর ছিলেন বটে, তবে ছবি চূড়ান্ত ফ্লপ হওয়ায়, অমিতাভের (Amitabh Bachchan) ইচ্ছেপূরণ সেভাবে হয়নি৷ এবার কৌন বনেগা ক্রোড়পতির (Kaun Banega Crorepati) মঞ্চে দুধের স্বাদ কিছুটা ঘোলে মেটালেন বিগ বি৷ তাঁকে যোগ্য সঙ্গত দিলেন শোলের বসন্তীও! আর পুরোটাই উপভোগ করলেন শোলে ছবির পরিচালক রমেশ সিপ্পি৷
advertisement
কৌন বনেগা ক্রোড়পতি (Kaun Banega Crorepati)  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাজির হেমা মালিনী ও রমেশ সিপ্পি৷ শানদান শনিবারের যে পর্ব হয়, তাতে শোলের পুরনো টিমকে একসঙ্গে দেখা যাবে৷ আর দেখা হতেই শুরু হল শোলের শ্যুটিং-এর গল্প৷ খেলার মাঝে মাঝে চলল স্মৃতিরোমন্থন৷
advertisement
ইতিমধ্যেই একটি প্রোমো সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে যে শোলে ছবির ডায়লগ বলছেন অমিতাভ ও হেমা (Amitabh and Hema Malini)৷ বিগ বি বলছেন, আরে ও সম্বা, কিতনে লোগ থে! অন্যদিকে হেমা বলছেন, যো ডর গয়া ও মর গয়া! এই সবই শোলে ছবির বিখ্যাত সংলাপ৷ আর সবকটাই শোনা গিয়েছিল ছবির খলনায়ক গব্বরের মুখে৷ অর্থাৎ খলনায়ক হয়েও গব্বরের জনপ্রিয়তা অনেকটাই বেশি, যা এখনও সিনেমাপ্রেমীদের মনে অটুট৷ ফলে জয়-বীরু-বসন্তী নয়, কেবিসি-তে (KBC) বিরাজমান ছিল সেই গব্বরই!
advertisement
advertisement
১৯৭৫-র ১৫ অগস্ট মুক্তি পায় শোলে৷ মাল্টি স্টারার এই ছবি নিয়ে মাতামাতি কম হয়নি৷ ভারতীয় চলচ্চিত্রে শোলের অবদান অনস্বীকার্য৷ ৪৬ বছরে পা দিল শোলে৷ এখনও একটুও কম হয়নি ছবির জনপ্রিয়তা৷ সকলের মনে সমানভাবে দাগ কেটে যায় ছবির চরিত্ররা৷ তাই তো কেবিসি-র মঞ্চে অমিতাভ-হেমা-রমেশের বিশেষ এই শোলে এপিসোড দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
KBC-র মঞ্চে কী করলেন অমিতাভ-হেমা! ভিডিও চূড়ান্ত Viral
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement