#মুম্বই: হরিয়ানাভি গানের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচছে ছোট্ট মেয়ে৷ তাল জ্ঞান তার মারাত্মক৷ যা দেখে খুবই আপ্লুত হয়েছেন খোদ অমিতাভ বচ্চন৷ যিনি নিজে দাপিয়ে বেড়াচ্ছেন বড় পর্দা থেকে ছোট পর্দা এবং একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে, সেই বিগ বি-ই চমকে উঠেছেন এই খুদেকে দেখে৷ আর হবে নাই বা কেন, এই মেয়ের নাচ দেখলে বোঝা দায় যে কবে এমন নাচ শিখল সে৷ তাই তো অমিতাভ তাঁর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন এই মেয়ের নাচের ভিডিও! যা রীতিমতো ভাইরাল এবং শেয়ারও হচ্ছে মারাত্মক ভাবে৷
প্রায় ৪ মিনিটের এই ভিডিওয়ে দেখা যাচ্ছে কালো কুর্তা পরে একটি ছোট্ট মেয়ে নাচছে উত্তর ভারতের লোকগীতির সঙ্গে৷ গানটি হল আপনি শ্বশুড় কে আগে৷ একদিকে যেমন তালে তাল মিলিয়ে মেয়ের শরীরের দোল নজর কাড়বে, তেমনই গানের কথার সঙ্গে মিলিয়ে তার মুখের অভিব্যক্তিও অসাধারণ৷ যা থেকে চোখ ফেরানো দায়৷ নিজেও এই নাচে পুরোপুরি মত্ত পুচকে৷ নাচতে নাচতে প্রথমে তার মাথা থেকে খসে পড়ল ওড়ান, তারপর এক পা থেকে খুলে গেল জুতো৷ কিন্তু সে সবে থোড়াই কেয়ার৷ মেয়ে তো মন দিয়ে নেচেই চলেছে৷ তাই এসেবর পরও নাচ থামল না৷ এই দেখেই অমিতাভও ছিটকে গিয়েছেন! ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, জুতো, আনকোড়া প্রতিভা, খুবই অসাধারণ৷ জুতো খুলে গেল তো কী, শো চলবেই! দেখুন এই ছোট্ট মেয়ের প্রতিভা...
এই মেয়ের নাচ দেখে অন্যরাও খুবই খুশি হয়েছেন৷ তাই তো সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে কমেন্টে৷ সকলেই এককথায় বলছেন দারুণ!
হরিয়ানার এই লোকগীতিটা হল এমন--
অমিতাভ বচ্চন করোনা কাটিয়ে ওঠার পর পুরোপুরি কাজে ফিরেছেন ৷ কেবিসি-র পাশাপাশি সিনেমার কাজও করছেন চুটিয়ে৷ দীপিকা পাড়ুকোন , প্রভাসের সঙ্গে নাগ অশ্বিনের প্রজেক্টে সাইন করেছেন৷ যদিও সিনেমার এখনও নামকরণ হয়নি৷ অনস্ক্রিনে এর আগে তিনি গুলাবো সিতাবোতে কাজ করেছিলেন৷ এছাড়া অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র সিনেমায় তিনি আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে কাজ করেছেন৷ ইমরান হাশমি-র সঙ্গে চেহরা সিনেমায় কাজ করেছেন তিনি৷ এছাড়াও ক্রীড়াজগতের গল্প নিয়ে তৈরি ঝুন্ড নামের সিনেমায় কাজ করবেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral, Viral Video