লকডাউনের বাজারে বাসি ভাত দিয়েই রোটলা বানিয়ে খেলেন বলি নায়িকা! ভিডিও দেখে জানুন রেসিপি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
করোনা দূর কতে ঘরে আটকে দেশবাসী৷ বাড়িতে কাটছে সময়৷ এই সময় একেবারেই জমকালো রান্না চাইছেন না সমীরা রেড্ডি৷
#মুম্বই : লকডাউনের বাজারে বাজারে অমিল অনেক কিছুই ৷ খুব প্রয়োজন ছাড়া তো বাড়ির বাইরেই পা রাখছেন না অনেকে৷ একেবারে গৃহবন্দি হয়েই চলছে কাজকর্ম৷ বিশেষ করে যাদের বাড়িতে বয়স্ক ও বাচ্চারা রয়েছেন, তারা বাইরে বাইরে আসছেন না একদম৷ কিন্তু এই অবস্থায় বাড়ির রান্না কী হবে৷ মাথায় হাত পড়ছে গৃহিনীদের৷ অনেকে অবশ্য আগে থেকেই কিছু কিছু আইটেম তুলে নিয়েছেন বাজার থেকে, যা দিয়ে গৃহবন্দীকে তৈরি করে ফেলছেন লোভনীয় মেনু৷ কিন্তু অনেকে আবার কাজ সারছেন ছিমছাম পদেই৷ যেমন করলেন অভিনেত্রী সমীরা রেড্ডি৷ বাড়িতে বাসি ভাত দিয়ে দুর্দান্ত পদ বানিয়ে ফেলেলেন তিনি!
করোনা দূর কতে ঘরে আটকে দেশবাসী৷ বাড়িতে কাটছে সময়৷ এই সময় একেবারেই জমকালো রান্না চাইছেন না সমীরা রেড্ডি৷ বরং তিনি সাশ্রয়ী৷ বাড়ির কোনও কিছুই অপচয় করতে চান না৷ বেঁচে যাওয়া ভাত দিয়ে তাই তার স্পেশাল কোয়ারেন্টাইন মেনু৷ যার নাম রোটলা! এটি একটি গুজরাতি পদ৷ যা বানানো খুবই সহজ এবং খেতেও দারুণ৷ শাশুড়ির তত্ত্বাবধানে এই ডিশটি বানালেন অভিনেত্রী৷
advertisement
দেখে নিন রোটলা বানানোর উপায়...
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 19, 2020 4:55 PM IST