হোম /খবর /বিনোদন /
লকডাউনে বাসি ভাত দিয়েই রোটলা বানিয়ে খেলেন বলি নায়িকা!ভিডিও দেখে জানুন রেসিপি

লকডাউনের বাজারে বাসি ভাত দিয়েই রোটলা বানিয়ে খেলেন বলি নায়িকা! ভিডিও দেখে জানুন রেসিপি

করোনা দূর কতে ঘরে আটকে দেশবাসী৷ বাড়িতে কাটছে সময়৷ এই সময় একেবারেই জমকালো রান্না চাইছেন না সমীরা রেড্ডি৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই : লকডাউনের বাজারে বাজারে অমিল অনেক কিছুই ৷ খুব প্রয়োজন ছাড়া তো বাড়ির বাইরেই পা রাখছেন না অনেকে৷ একেবারে গৃহবন্দি হয়েই চলছে কাজকর্ম৷ বিশেষ করে যাদের বাড়িতে বয়স্ক ও বাচ্চারা রয়েছেন, তারা বাইরে বাইরে আসছেন না একদম৷ কিন্তু এই অবস্থায় বাড়ির রান্না কী হবে৷ মাথায় হাত পড়ছে গৃহিনীদের৷ অনেকে অবশ্য আগে থেকেই কিছু কিছু আইটেম তুলে নিয়েছেন বাজার থেকে, যা দিয়ে গৃহবন্দীকে তৈরি করে ফেলছেন লোভনীয় মেনু৷ কিন্তু অনেকে আবার কাজ সারছেন ছিমছাম পদেই৷ যেমন করলেন অভিনেত্রী সমীরা রেড্ডি৷ বাড়িতে বাসি ভাত দিয়ে দুর্দান্ত পদ বানিয়ে ফেলেলেন তিনি!

করোনা দূর কতে ঘরে আটকে দেশবাসী৷ বাড়িতে কাটছে সময়৷ এই সময় একেবারেই জমকালো রান্না চাইছেন না সমীরা রেড্ডি৷ বরং তিনি সাশ্রয়ী৷ বাড়ির কোনও কিছুই অপচয় করতে চান না৷ বেঁচে যাওয়া ভাত দিয়ে তাই তার স্পেশাল কোয়ারেন্টাইন মেনু৷ যার নাম রোটলা! এটি একটি গুজরাতি পদ৷ যা বানানো খুবই সহজ এবং খেতেও দারুণ৷ শাশুড়ির তত্ত্বাবধানে এই ডিশটি বানালেন অভিনেত্রী৷

দেখে নিন রোটলা বানানোর উপায়...

Published by:Pooja Basu
First published:

Tags: Bollywood, Lockdown, Sameera Reddy