Aamir Khan Divorce: আমির খানের তৃতীয় বিয়ে কি আটকাতে পারবেন সলমন খান?

Last Updated:

কিরণের সঙ্গে বিবাহবিচ্ছেদের (Aamir-Kiran divorce)মধ্যেই ফাতিমা সানা শেখ (Fatima Sana Sheikh) ও আমিরের (Aamir Khan) সম্পর্ক নিয়ে তোলপাড় নেটদুনিয়া৷

আমির কি তৃতীয় বিয়ে করছেন?
আমির কি তৃতীয় বিয়ে করছেন?
#মুম্বই: নিজেদের বিবাহবিচ্ছেদের খবরে সকলকে চমকে দিয়েছেন আমির খান ও কিরণ রাও (Aamir Khan Kiran Rao divorce)৷ কখনও কারও কোনও সন্দেহ হয়নি তাঁদের মধ্যে সম্পর্কে চিড় ধরা নিয়ে৷ তাই তো আমির-কিরণের ডিভোর্সের খবরে অবাক হয়েছে বহু মানুষ৷ যদিও তাঁরা একেবারে বিন্দাস রয়েছেন এই সিদ্ধান্তের পর৷ ভিডিওতে দর্শকদের এমনই জানিয়েছেন আমির খান ও কিরণ রাও (Aamir Khan marriage) ৷ কিন্তু এর মধ্যেই ঢুকে পড়েছেন সলমন৷ কারণ তিনিও তো বলেছিলেন যে আমিরের তৃতীয় বিয়ের কথা৷ তাহলে তিনি জানতেন যে আমির-কিরণের সম্পর্কে তিক্ততা জন্মেছে? এবং আমির আবার বিয়ে করতে চলেছেন, তৃতীয়বার?
advertisement
বিষয়টি এমন যে, একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাৎকারে একবার মজা করেই আমির বলেন যে সলমনের হাত-পা বেঁধে তিনি তাঁর বিয়ে দেবেন৷ অভিনেতার এমন ব্যাঙ্গের প্রেক্ষিতে সলমনও চুপ থাকেননি৷ তিনি প্রতিউত্তর করেন৷ জানান যে, আমিরের হাত-পাও তিনি বেঁধে দেবেন যাতে আমির তৃতীয়বারের জন্য বিয়ে না করতে পারেন৷ এভাবেই দুই সুপারস্টারের মধ্যে কথার আদানপ্রদান হয়৷ তবে আমির নিজের বিবাহবিচ্ছেদের ঘোষণার পরই ভক্তরা প্রশ্ন করতে শুরু করেন, তাহলে কি সলমন জানতেন যে আমির আবারও বিয়ে করতে পারেন? কিরণ রাওকে ডিভোর্স দিতে পারেন? এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে৷
advertisement
advertisement
তবে এটা একেবারেই কাকতালীয়৷ তবে এরই মধ্যে জুড়ে গিয়েছে আমিরের সঙ্গে অভিনেত্রী ফাতিমা সানা শেখের সম্পর্কের কথা৷ দঙ্গলে তাঁর সঙ্গে অভিনয়ের পর নাকি আমিরের সঙ্গে তাঁর মন দেওয়া নেওয়া শুরু হয়েছে৷ আমিরের বিবাহবিচ্ছেদের পিছনে ফাতিমা অন্যতম কারণ বলে মনে করছেন ভক্তরা৷ মুম্বইয়ে ফাতিমা এবং তাঁর পরিবারের দেখভালের দায়িত্ব নিয়েছেন আমির, এমন খবরও ছড়িয়েছে আগে৷ এর আগেই থাগস অব হিন্দুস্থান ছবিতে ফাতিমাকে গুরুত্বপূর্ণ চরিত্র পাইয়ে দিয়েছিলেন আমির৷ এমন কথাও শোনা গিয়েছিল৷ যদিও তাঁকে নিয়ে কিরণ ও আমিরের মনমালিন্যের কথা উড়িয়ে দিয়েছিলেন কিরণ নিজেই৷ তবে এখন আমির-কিরণের ডিভোর্সের পর, আমিরের সঙ্গে ফাতিমার বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম কথা ছড়িয়ে দিচ্ছে আমির ভক্তরাই৷ অনেকে আবার আমার বিয়ের শুভেচ্ছাও দিচ্ছেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aamir Khan Divorce: আমির খানের তৃতীয় বিয়ে কি আটকাতে পারবেন সলমন খান?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement