Aparajito: অনীকের পরিচালনা ও সোমনাথের রূপসজ্জায় প্রত্যন্ত গ্রামের এই পুরুষ শিল্পীই ‘অপরাজিত’-তে ইন্দির ঠাকরুণ হয়ে উঠেছেন

Last Updated:

Aparajito: শুনতে অবিশ্বাস্য লাগলেও এই অসাধ্যসাধন ঘটিয়েছেন অনীক৷ পুরুষ অভিনেতার মাধ্যমে তিনি ফিরিয়ে এনেছেন এক ও অদ্বিতীয় ইন্দির ঠাকরুণকে

হরকুমার গুপ্ত ও চুনীবালা দেবী
হরকুমার গুপ্ত ও চুনীবালা দেবী
কলকাতা : ইতিহাসের পুনরাবৃত্তি হয়৷ ‘পথের পাঁচালী’-র জাদু আবার ফিরে এসেছে ‘অপরাজিত’-র সাফল্যের হাত ধরে৷ এই দুই ছবির কুশীলবসন্ধান পর্বেরও কিন্তু পুনরাগমন হয়েছে৷ পাঁচের দশকে বহু সন্ধানের পর অবশেষে চুনীবালাদেবীর সন্ধান পেয়েছিলেন সত্যজিৎ রায়৷ নিজের অভিনয় জীবনে দীর্ঘ বিরতির পর ওই লোলচর্ম বৃদ্ধা আবার ক্যামেরার সামনে এসে না দাঁড়ালে অসম্পূ্র্ণ থেকে যেত ‘পথের পাঁচালী’-র সেলুলয়েডরূপ৷
৬৭ বছর পর ইন্দির ঠাকরুণের সন্ধানে অনীক দত্তকেও প্রাথমিক সমস্যায় পড়তে হয়েছে৷ একাধিক অভিনেত্রীর কাছে এই ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি৷ কিন্তু তাঁরা রাজি হননি৷ বহু সন্ধানের পরও ইন্দুবালা তথা ননীবালার চরিত্রে অভিনেত্রী তাঁর কাছে অধরাই থেকে যায়৷ শেষে দেবেশ চট্টোপাধ্যায়ের মাধ্যমে পরিচালক সন্ধান পান লোকশিল্পী হর কুমার গুপ্তের৷ তাঁকেই চুনীবালা রূপে মনোনীত করেন অনীক৷
advertisement
আরও পড়ুন : অনীকের শ্রদ্ধার্ঘ্য নামেও ‘অপরাজিত’, কাজেও অপরাজিত! জিতুর অভিনয় অতুলনীয়
শুনতে অবিশ্বাস্য লাগলেও এই অসাধ্যসাধন ঘটিয়েছেন অনীক৷ পুরুষ অভিনেতার মাধ্যমে তিনি ফিরিয়ে এনেছেন এক ও অদ্বিতীয় ইন্দির ঠাকরুণকে৷ মূল ছবিতে অভিনয়ের আগে হরবাবুকে দিয়ে ওয়ার্কশপ করানো হয়৷ তার পর রূপসজ্জা শিল্পী সোমনাথ কুণ্ডুর হাতের নিপুণ জাদুতে ধীরে ধীরে হরকুমার রূপান্তরিত হন ইন্দিরঠাকরুণে৷ ছবিতে তাঁর কণ্ঠস্বর ডাবিং করেন পরিচালক অনীক দত্ত নিজে৷
advertisement
advertisement
আরও পড়ুন : সৌমিত্র-স্বাতীলেখার মতো ‘বেলাশুরু’ দেখতে পাবেন না পবিত্রচিত্ত-গীতাও
চলচ্চিত্রহীন যাপনে অভ্যস্ত হরবাবু অভিনয়ের আগে জানতেন না ইন্দির ঠাকরুণের কথা৷ দেখেননি ‘পথের পাঁচালী’-ও৷ তিনি ব্যপ্ত ছিলেন লেঠো গান নিয়েই৷ তবে বীরভূমের এই ভূমিপুত্র নিছক শিল্পী নন৷ হরকুমার গুপ্তকে বলা হয় লেঠোসঙ্গীতের একচ্ছত্র সম্রাট৷ ‘অপরাজিত’-র শ্যুটিং শেষে নিজের রাজপাটে ফিরে গিয়েছেন এই মুকুটহীন সম্রাট৷ অজান্তেই জায়গা করে নিয়েছেন দর্শকদের হৃদমাঝারে৷
advertisement
আরও পড়ুন : অতীতে একাধিক সম্পর্ক, প্রেম থিতু হতে পারতেন না পল্লবী, বলেন তাঁর মা
নারীচরিত্রে পুরুষ অভিনেতার অভিনয় বাংলা বিনোদন মানচিত্রে নতুন নয়৷ তবে সে সব ছিল মঞ্চের গ্ল্যামারচর্চিত চরিত্র৷ লোলচর্ম বলিরেখাসর্বস্ব ইন্দিরঠাকরুণের চরিত্রে যে একজন পুরুষ শিল্পী অভিনয় করতে পারেন, সে ছিল আকাশকুসুম ভাবনা৷ অসম্ভবকে সম্ভবে রূপান্তরিত করে আজ সকলের কুর্নিশ উপভোগ করছেন অনীক৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aparajito: অনীকের পরিচালনা ও সোমনাথের রূপসজ্জায় প্রত্যন্ত গ্রামের এই পুরুষ শিল্পীই ‘অপরাজিত’-তে ইন্দির ঠাকরুণ হয়ে উঠেছেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement