Film Syndicate: বিনোদনের নতুন দিক দেখাচ্ছে ওপার বাংলা! ছক ভাঙছে 'ফিল্ম সিন্ডিকেট', নেপথ্যে কারা

Last Updated:

Film Syndicate: 'ফিল্ম সিন্ডিকেট'-এর যাত্রা শুরু ২০২০ সালে। মূলত, 'তাকদীর' তৈরির জন্য প্রযোজনা সংস্থাটির জন্ম। সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত সেই সিরিজ সাড়া ফেলেছিল দুই বাংলায়।

বিনোদনের নতুন দিক খুলে দিয়েছে 'ফিল্ম সিন্ডিকেট'
বিনোদনের নতুন দিক খুলে দিয়েছে 'ফিল্ম সিন্ডিকেট'
ঢাকা: চেষ্টা শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে। চিরাচরিত ছক ভেঙে ইতিমধ্যেই বিনোদনের নতুন দরজা খুলে দিয়েছে বাংলাদেশ। এ বার সেই পথেই আরও এক ধাপ এগনোর প্রস্তুতি। সৌজন্যে 'ফিল্ম সিন্ডিকেট'। ওপার বাংলার উদীয়মান প্রযোজনা সংস্থা। সম্প্রতি ১২টি নয়া প্রযোজনার ঘোষণা করেছে সেটি।
'ফিল্ম সিন্ডিকেট'-এর যাত্রা শুরু ২০২০ সালে। মূলত, 'তাকদীর' তৈরির জন্য প্রযোজনা সংস্থাটির জন্ম। সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত সেই সিরিজ সাড়া ফেলেছিল দুই বাংলায়। বলা হয়, লকডাউনে চঞ্চল চৌধুরী অভিনীত থ্রিলারটির হাত ধরেই গতে বাঁধা বাংলা কন্টেন্টের ভিড়ে নতুনত্বের স্বাদ পায় দর্শক। আর হাতেখড়িতেই ঈপ্সিত সাফল্য পায় 'ফিল্ম সিন্ডিকেট'। নিউজ18 বাংলাকে শাওকী বলেন, "সব জিনিসেরই সিন্ডিকেট থাকে। সেই সিন্ডিকেটকে ভাঙার জন্য আমরা এই সিন্ডিকেট তৈরি করি। অনেক সময়ই 'সিন্ডিকেট' শব্দটিকে নেতিবাচক হিসেবে ধরে নেওয়া হয়। আমরা তার ইতিবাচক দিকটি দেখানোর চেষ্টা করি।"
advertisement
advertisement
বাংলাদেশের প্রযোজক এবং পরিচালক মীর মোকাররম হোসেনের উদ্যোগে নির্মাতা তানিম নূর, সালেহ সোবহান অনীম, কৃষ্ণেন্দু চট্ট্যোপাধ্যায়, রুমেল চৌধুরী, সৈয়দ আহমেদ শাওকী এবং রেহমান সোবহান সনেটকে নিয়ে তৈরি হয় 'ফিল্ম সিন্ডিকেট'। শিল্পীদের শৈল্পিক স্বাধীনতায় যাতে কোনওপ্রকার হস্তক্ষেপ না হয়, তা নিয়ে শুরু থেকেই তৎপর এই প্রযোজনা সংস্থা। পাশাপাশি বৈচিত্র্যময় গল্প এনে দর্শকের স্বাদবদলেও এর অবদান নিছক কম নয়।
advertisement
'তাকদীর'-এর পর এই 'ফিল্ম সিন্ডিকেট'-এর ছাতার নিচে তৈরি হয় 'কারাগার', 'কাইজার', 'উনলৌকিক'। জনপ্রিয়তার নিরিখে প্রত্যেকটি কাজ এখনও পর্যন্ত সফল। এ বার নতুন অধ্যায়। আসন্ন ১২টি প্রযোজনার মধ্যে সাতটি ওয়েব সিরিজ- 'উনলৌকিক ২', 'গুলমোহর', 'পেন্ডুলাম', 'ডেল্টা ২০৫১', 'দ্বৈত', 'অদানব', 'ফ্রেন্ডস উইদআউট বেনিফিটস'। পাঁচটি ছবি- 'লোহানী', 'বাইপাস', 'খোঁয়ারি', 'পুলসিরাত', 'হেল ব্রোক লুজ'।
advertisement
শাওকী জানান, 'ফিল্ম সিন্ডিকেট'-এর গল্পগুলি পৌঁছে দেওয়া হবে বিভিন্ন প্রযোজনা সংস্থা, বিনিয়োগকারী এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মের কাছে। সিরিজের ক্ষেত্রে কোনও নির্দিষ্ট একটি প্ল্যাটফর্মের উপর নির্ভরশীলতা নয়। বরং নির্মাতারাই সিদ্ধান্ত নেবেন কাদের সঙ্গে কাজ করবেন তাঁরা। অন্য দিকে, পাঁচটি পূর্ণদৈর্ঘ্যের ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর আসতে পারে ওটিটি-তে। সে ক্ষেত্রে বিভিন্ন প্রযোজক এবং বিনিয়োগকারীদের সঙ্গে কাজের পরিকল্পনা চলছে।
advertisement
বর্তমানে ওটিটি-র সৌজন্যে মলিন ভৌগলিক সীমারেখা। বিনোদনের ক্ষেত্রে দুই বাংলার আদানপ্রদান লক্ষণীয়। শৈল্পিক স্বাধীনতাকে অটুট রেখে আরও সৃজনশীল এবং নতুনত্ব গল্প বলার লক্ষ্যেই এক ছাদের নিচে এসে ওপার বাংলার নির্মাতাদের অভিনব এই উদ্যোগ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Film Syndicate: বিনোদনের নতুন দিক দেখাচ্ছে ওপার বাংলা! ছক ভাঙছে 'ফিল্ম সিন্ডিকেট', নেপথ্যে কারা
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement