হাউজ অফ ড্র্যাগনস'গেম অব থ্রোনস'-এর ভক্তদের যে এই সিরিজ ভাল লেগেছে, তা নতুন করে বলে দিতে হয় না। ডিজনি প্লাস হটস্টারে সম্প্রচারিত 'হাউজ অফ ড্র্যাগনস' নিয়ে তাই চর্চাও ছিল তুঙ্গে। দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ার'দ্য লর্ড অব দ্য রিংস'-এর প্রিক্যুয়েলটি নিয়ে প্রত্যাশা ছিলই। দর্শকদের থেকে ভাল নম্বর নিয়েই পরীক্ষায় উতরেছে সিরিজটি। ওয়েডনেসডেবছরের শেষে মুক্তি পাওয়া এই সিরিজটি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। ওয়েডনেস অ্যাডামসের রোমাঞ্চময় দুনিয়ায় হারিয়ে গিয়ে বেশ আনন্দই পেয়েছেন দর্শকরা। স্ট্রেঞ্জার থিংস ৪ইলেভেন এবং তার সঙ্গীদের রোমাঞ্চময় আখ্যান চাক্ষুষ করার অপেক্ষায় ছিলেন 'স্ট্রেঞ্জার থিংস' প্রেমীরা। চলতি বছরে দর্শকের প্রত্যাশা পূরণ করেছে এই সায়েন্স ফিকশন হরর ড্রামাটি। পঞ্চায়েত ২দীপক কুমার মিশ্র পরিচালিত সিরিজটির দ্বিতীয় কিস্তি মুক্তি পায় চলতি বছরে। সদ্য ইঞ্জিনিয়ারিংপাশ করা এক যুবক সরকারি চাকরি করতে গ্রামে আসে। এর পর কী ভাবে তার জীবন বদলায়? সেই গল্পই বলে এই সিরিজ। দিল্লি ক্রাইমস ২ক্রাইম ড্রামা নিয়ে দর্শকদের উৎসাহের শেষ নেই। 'দিল্লি ক্রাইমস' কম-বেশি সকলেরই পছন্দের তালিকায় রয়েছে। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত এই সিরিজের দ্বিতীয় কিস্তি প্রত্যাশা পূরণে সফল। রিবর্ন রিচবর্তমান সময়ে কোরিয়ান ড্রামার জনপ্রিয়তা লক্ষ্য করার মতো। চলতি বছরে মুক্তি পেয়েছিল সং জুং কি অভিনীত 'রিবর্ন রিচ'। প্রতিশোধ, পুনর্জন্মের মতো একাধিক উপাদান নিয়ে তৈরি এই সিরিজ সাড়া ফেলে দর্শকমহলে। রকেট বয়েজবিজ্ঞান এবং ইতিহাসের সংমিশ্রণে তৈরি এই সিরিজ দর্শকদের মন জয় করেছে। প্রশংসিত জিম সরভ, ইশওয়াক সিং এবং রেজিনা কাসান্ড্রার অভিনয়। কারাগার, কারাগার ২চঞ্চল চৌধুরী অভিনীত এই থ্রিলার নিয়ে প্রত্যাশা ছিল তুঙ্গে। চলতি বছরে 'কারাগার'-এর দু'টিকিস্তি মুক্তি পায়। ইতিমধ্যেই দর্শকমহলে প্রশংসিত সিরিজটি। সম্পূর্ণাবৈবাহিক ধর্ষনের মতো একটি বিষয়কে নিয়ে তৈরি এই সিরিজটি দর্শকের প্রশংসা পেয়েছে। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সোহিনী সরকার, রাজনন্দিনী পাল এবং অনুভব কাঞ্জিলাল।