তারকার পারিশ্রমিক মুম্বইয়ের অভিজাত এলাকায় একটি বাড়ির দামের সমান! নেত্রা মন্তেনার বিয়েতে দেখে নিন কী করলেন জেনিফার লোপেজ!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
জেনিফার লোপেজ ‘অন দ্য ফ্লোর’, ‘গেট রাইট’ এবং ‘এইন্ট ইওর মামা’-সহ তাঁর জনপ্রিয় গানগুলি পরিবেশন করেন।
ভারতে একটি আড়ম্বরপূর্ণ বিয়ের অনুষ্ঠানে নজর কাড়লেন জেনিফার লোপেজ। স্বাভাবিকভাবেই তাঁর উপস্থিতির জন্য দিতে হয়েছে মোটা অঙ্কের পারিশ্রমিক। গত সপ্তাহান্তে ৫৬ বছর বয়সি গায়িকা ও অভিনেত্রী পারফর্ম করেন নেত্রা মন্তেনার বিয়ের অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিলিয়নেয়ার রামা রাজু মন্তেনার কন্যা তিনি। সুপারঅর্ডারের সহ-প্রতিষ্ঠাতা ভামসি গাদিরাজুর সঙ্গে ধুমধাম করে বিয়ে হয়েছে তাঁর। সেই অনুষ্ঠানেই মাতিয়েছেন বিশ্বখ্যাত তারকা জেনিফার।
তিন দিনের বিয়ের আয়োজন চলে ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। উদয়পুরের একাধিক বিলাসবহুল প্রপার্টি—দ্য লীলা প্যালেস এবং লেক পিচোলার দ্বীপ প্রাসাদ—জুড়ে ছিল অনুষ্ঠান। অতিথি ছিলেন বিশ্বের নানা দেশের বিলিয়নেয়ার, টেক-প্রতিষ্ঠাতা এবং সেলিব্রিটিরা। পেজ সিক্স-এর প্রতিবেদন অনুযায়ী, লোপেজ এই পারফরম্যান্সের জন্য পেয়েছেন প্রায় ২ মিলিয়ন ডলার, অর্থাৎ আনুমানিক ১৮ কোটি টাকা।
advertisement
advertisement
advertisement
মন্তেনা –গাদিরাজুর বিয়ের অনুষ্ঠানে মানিশ মলহোত্রার শাড়িতে জেনিফার লোপেজ
দিনের বেলায় নেত্রা ও ভামসির বিয়ের আনুষ্ঠানিকতায় জেনিফার লোপেজ হাজির ছিলেন ডিজাইনার মনীশ মলহোত্রার কাস্টম-মেড শাড়িতে। ঝলমলে রোজ-গোল্ড শেডের কাটওয়ার্ক শাড়িটি স্ফটিক ফুলের কাজ ও সিকুইন দিয়ে অলঙ্কৃত ছিল। সঙ্গে পরেছিলেন স্ট্র্যাপলেস, ভারী এমব্রয়ডারি করা ব্লাউজ, যা তাঁর লুককে আরও উজ্জ্বল করে তুলেছিল।
advertisement
সন্ধ্যায় বোল্ড বডিস্যুটে মঞ্চ কাঁপালেন জেনিফার
সন্ধ্যায় লোপেজ ঐতিহ্যবাহী পোশাক ছেড়ে পরেছিলেন বোল্ড বডিস্যুট। তাঁর স্টেজ পারফরম্যান্স ছিল উচ্চ-উচ্চতায় ভরপুর। ‘অন দ্য ফ্লোর’, ‘গেট রাইট’, ‘এইন্ট ইওর মামা’—একটির পর একটি জনপ্রিয় গানে নাচলেন তিনি। কখনও কালো কাট-আউট বডিস্যুট, কখনও রুপোলি, শেষে সোনালি—তিন লুকে দেখা যায় তাঁকে।
advertisement
ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পারফরম্যান্সের শেষে নবদম্পতি নেত্রা ও ভামসিকে উদ্দেশ করে টোস্ট তুলছেন জেনিফার। তিনি বলেন, “এই সুন্দর দিনে দুই পরিবার এক হোক। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন।”
উদয়পুরের এই বিলাসবহুল তিন দিনের বিয়েতে আরও পারফর্ম করেছেন আন্তর্জাতিক শিল্পীরা। সাঙ্গীত রাতে ছিলেন ডিজে টিয়েস্টো। অন্য এক অনুষ্ঠানে পারফর্ম করেন ডিজে ব্ল্যাক কফি। বলিউড থেকেও উপস্থিত ছিলেন বহু তারকা—রণবীর সিং, মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, শাহিদ কাপুর, জাহ্নবী কাপুর, নোরা ফাতেহি এবং জ্যাকলিন ফার্নান্দেজ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Udaipur,Udaipur,Rajasthan
First Published :
November 26, 2025 3:55 PM IST

