Suban Roy: অভিনয় ছেড়ে হঠাৎ কী করছেন সুবান রায়? অভিনেতার উদ্যোগ দেখে আপ্লুত অনুরাগীরা

Last Updated:

না টিভির পর্দায় নয়,  বাস্তবেই তাকে দেখা গেল একেবারে অন্য রূপে।

অভিনয় ছেড়ে হঠাৎ কী করছেন সুবান রায়? অভিনেতার উদ্যোগ দেখে আপ্লুত অনুরাগীরা
অভিনয় ছেড়ে হঠাৎ কী করছেন সুবান রায়? অভিনেতার উদ্যোগ দেখে আপ্লুত অনুরাগীরা
কলকাতা: বেশ কিছুদিন কাজ থেকে বিরতি। তার মাঝেই এক অন্য রূপে ধরা পড়লেন অভিনেতা সুবান রায়। না টিভির পর্দায় নয়,  বাস্তবেই তাকে দেখা গেল একেবারে অন্য ভাবে। কখনও  মাঠের পাশে বা পুকুরের ধারে বা কখনও খোলা জমিতে নিজের হাতে একের পর এক গাছ লাগাচ্ছেন এই অভিনেতা।
প্রতি রবিবার তাঁকে দেখা যায় গাছ লাগাতে। কিন্তু অভিনয় ছেড়ে শেষমেশ পরিবেশের কাছে কেন নিজেকে সঁপে দিয়েছেন তিনি? এই বিষয়ে অভিনেতাকে প্রশ্ন করলে তিনি জানান,
advertisement
“শ্যুটিং নেই মানেই আমি গোবরডাঙাতে, পশু, পাখি, গাছপালা, নাটক, অভিনয়  আমার ছোটবেলা থেকেই ভালবাসি। আমার বাড়ির লাগোয়া একটা বিশাল পুকুর আছে । আমার প্রতিবেশীরা ভাল কিন্তু কিছু পরিবার পুকুরে নোংরা  ফেলে । এতে পুকুরটা ভীষণ ভাবে নষ্ট হচ্ছে। এক বিকেলে জন্মদিনের প্ল্যান করতে করতে হঠাৎ করে ভাবলাম পার্টি, প্রোগ্রাম তো অনেক হল এবার না হয় একটু অন্যভাবে সেলিব্রেট করি।
advertisement
পুকুরের ধার ধরে প্রথমে দেখতে ভাল লাগবে বলেই  জুন মাসের ১৮ তারিখ পরিবেশের কথা ভেবে প্রায় ৩০টা গাছ লাগিয়ে জন্মদিন পালন করি। অনেকেরই এই উদ্যোগ ভাল লাগে। প্রথম দিন গাছ লাগিয়ে এতটাই ভাল লাগে যে ঠিক করে ফেলি এবার থেকে প্রতি রবিবার গাছ লাগাব।
advertisement
এভাবেই নিজের পাড়া থেকে শুরু করে পাশের পাড়ায় গাছ লাতে শুরু করি। এবার গোবরডাঙাতে গাছ লাগানো শেষ হলে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব। ইতিমধ্যেই প্রায় ১৫০ গাছ আমরা লাগিয়ে ফেলেছি। আমার সঙ্গে প্রায় ১৫ জন এই কাজে সহযোগীতা করেন। শুধু তাই নয় গোবরডাঙার চেয়ার ম্যান শঙ্কর দত্ত মহাশয় ও মনোজকান্তি বিশ্বাস কাছে থেকেও আমরা অনেক উৎসাহ ও সহায়তা পেয়েছি।”
advertisement
অভিনেতার এমন প্রয়াসে বেশ আনন্দিত তাঁর অনুরাগীরা। অভিনয়ের ফাঁকে তাঁর এই পরিবেশ প্রেম মন ছুঁয়েছে সকলের।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Suban Roy: অভিনয় ছেড়ে হঠাৎ কী করছেন সুবান রায়? অভিনেতার উদ্যোগ দেখে আপ্লুত অনুরাগীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement