দীপাবলিতে লক্ষ্মীর আরাধনায় অক্ষয় কুমার, টুইঙ্কেলের সঙ্গে তোলা ছবি দেখে আপ্লুত নেটিজেনরা
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
মা লক্ষ্মীর আরাধনার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অক্ষয় ।
#মুম্বই: প্রতি বছরের মতই মা লক্ষ্মীর আরাধনা করে নিজের দীপাবলি শুরু করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার । নিজের হাতে মায়ের আরাধনা করলেন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। প্রতি বছরই দীপাবলির দিন নিজের হাতে মায়ের আরাধনা করেন এই তারকা দম্পতি ।
মা লক্ষ্মীর আরাধনার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অক্ষয় । নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিও শেয়ার করে সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয় ।
advertisement
advertisement
দীপাবলিতে নিজেদের সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করতে ভোলেননি স্ত্রী টুইঙ্কেলও । নিজেদের এক সুন্দর মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন নেটিজেনদের সঙ্গে । তারকা যুগলের এই দীপাবলির সুন্দর সাজ ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের ।
रोशनी, रंग और उनसे भी प्यारी मुस्कुराहटें. साल का मेरा सबसे अच्छा दिन! आपको और आपके परिवार को मेरी और मेरे पूरे परिवार की ओर से दिवाली की हार्दिक शुभकामनाएं 🤗#HappyDiwali🪔 pic.twitter.com/suUIYdwmAu
— Akshay Kumar (@akshaykumar) October 24, 2022
advertisement
অক্ষয়ের সঙ্গে একটি সুন্দর ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে টুইঙ্কেল লিখেছেন "এটি বছরের শ্রেষ্ঠ দিন, যেকোনও উৎসবে বাড়িতে থাকতেই সবচেয়ে ভাল লাগে। "তারকা দম্পতির ছবি দেখে আপ্লুত হয়েছেন নেটিজেনরা । প্রতিবছরের মতই তারকা যুগলের দীপাবলির এই সাজ ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 25, 2022 7:16 PM IST