Dino Morea: ডিনো মোরিয়ার মুম্বইয়ের বাড়িতে ইডি-র হানা! কোন বিতর্কে জড়ালেন বলিউডের এক কালের সুদর্শন নায়ক
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Dino Morea: বলিউড অভিনেতা ডিনো মোরিয়া মুম্বাইয়ের বাসভবনেও তল্লাশি চলে। জানা গিয়েছে, ডিনোর ভাইয়ের বাড়ি, ঠিকাদার এবং মধ্যস্থতাকারীদের আবাসস্থলেও তল্লাশি চালিয়েছে ইডি।
মুম্বই: মিঠি নদী ভাঙন মামলায় শুক্রবার মুম্বই এবং কোচির পনেরোটি স্থানে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বলিউড অভিনেতা ডিনো মোরিয়া মুম্বাইয়ের বাসভবনেও তল্লাশি চলে। জানা গিয়েছে, ডিনোর ভাইয়ের বাড়ি, ঠিকাদার এবং মধ্যস্থতাকারীদের আবাসস্থলেও তল্লাশি চালিয়েছে ইডি। আর্থিক তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর অধীনে তদন্ত চলছে।
এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW) ডিনো মোরিয়াকে জিজ্ঞাসাবাদ করার কয়েকদিন পর এই ঘটনা ঘটল। EOW সূত্র অনুসারে, তদন্তকারীরা ডিনো মোরিয়া, তার ভাই সান্টিনো মোরিয়া এবং মূল অভিযুক্ত কেতন কদমের মধ্যে বেশ কয়েকটি ফোন কল খুঁজে পাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। এই কলগুলির বিষয়বস্তু এবং উদ্দেশ্য নিয়ে এখন তদন্ত চলছে।
advertisement
তদন্তের সময়, EOW দেখতে পায় যে ১৮ লক্ষ টাকা UBO Ridez-এ স্থানান্তর করা হয়েছিল, যে কোম্পানিতে বলিউড অভিনেতা ডিনোর ভাই সান্টিনো মোরিয়া পরিচালক হিসাবে কর্মরত। পুলিশ কর্মকর্তাদের মতে, মামলার অন্যতম প্রধান অভিযুক্ত কেতন কদম তহবিল স্থানান্তর করেছিলেন। EOW-এর একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, “কেতন কদমের অ্যাকাউন্ট থেকে UBO Ridez-এ তহবিল স্থানান্তরের কারণ আমরা তদন্ত করছি।”
advertisement
advertisement
কেতন কদম ভোডার ইন্ডিয়া এলএলপি-র সাথে যুক্ত এবং মিঠি নদীর পলি অপসারণ সংক্রান্ত কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে চলতি মাসের শুরুতে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তকারীরা উল্লেখ করেছেন যে, ভোদার ইন্ডিয়া এলএলপি এবং ইউবিও রাইডেজ একটি বৈদ্যুতিক কার্ট কোম্পানি। দু’টিই মুম্বইয়ের ওরলিতে ফেমাস স্টুডিওর কাছে একই ঠিকানা থেকে পরিচালিত হয়েছিল।
মিঠি নদী থেকে পলি অপসারণ কেলেঙ্কারিতে BMC কর্তৃক পলি পুশার মেশিন এবং ড্রেজিং সরঞ্জাম ভাড়া দেওয়ার ক্ষেত্রে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। এই ৬৫ কোটি টাকার কেলেঙ্কারির তদন্ত করছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2025 2:53 PM IST








