চন্দ্রিলের কথায় ইমন-সোমলতা-রাঘবের গান, উৎসবের মরশুমে পরিচালক উৎসবের উপহার

Last Updated:

গানের ভিডিওটি বানিয়েছেন রূপকলা কেন্দ্রের তিন প্রাক্তন ছাত্র। পরিচালনায় উৎসব দাঁ, বলিউডের বিভিন্ন কাজে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।

#কলকাতা: যেমন ভাবে ধীরে ধীরে সেজে ওঠে প্রতিমা, তেমনই গতিতে সেজে ওঠে বাংলা। আর ঠিক তার সঙ্গে তাল মিলিয়ে প্রত্যেক বাঙালির জীবন। কেউ নতুন রূপে ধরা দেন, কারও বাড়ি ঘরে নতুনত্বের ছোঁয়া, কারও আবার সেজে ওঠে মন। আর উৎসবের এই প্রাক্কালে এমনই একটি গানের ভিডিও সেই সব মুহূর্তগুলি তুলে ধরলে মন্দ কী?
'মা আসছেন'। কেবল কলকাতা নয়, সারা বিশ্বে বাঙালিদের জন্য তৈরি হয়েছে এই গান। বাড়ি থেকে দূরে রয়েছেন যাঁরা, তাঁদেরও মন হু হু করা স্মৃতি উস্কে দেবে 'মা আসছেন'। গানের কথায়, সুরে, পাঠে, অভিনয়ে তারকার সমাবেশ।
advertisement
advertisement
গানটি লিখেছেন চন্দ্রিল ভট্টাচার্য, সুরে সৌরেন্দ্র-সৌম্যজিৎ। গেয়েছেন ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, সৌরেন্দ্র-সৌম্যজিৎ এবং সোমলতা আচার্য চৌধুরী। ভিডিওয়ে পাঠ করেছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। কেবল তা-ই নয়, সেই সঙ্গে রাঘব, ইমন, সোমলতা এবং সৌরেন্দ্র-সৌম্যজিৎ অভিনয়ও করেছেন এই ভিডিওতে। সুরে সুর মিলিয়ে সাজিয়ে তুলেছেন দুর্গামণ্ডপ, এঁকেছেন আল্পনা। তাঁদেরই সঙ্গে অভিনয়ে দেখা দিয়েছেন অর্চিষ্মান বিশ্বাস এবং খুদে শিল্পী সুস্মৃতি প্রামাণিক।
advertisement
গানের ভিডিওটি বানিয়েছেন রূপকলা কেন্দ্রের তিন প্রাক্তন ছাত্র। পরিচালনায় উৎসব দাঁ, বলিউডের বিভিন্ন কাজে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। ক্যামেরায় ছিলেন শান। আর এডিটিং এবং গ্রাফিক্সের দায়িত্বে রক্তিম চক্রবর্তী। প্রযোজনায় ওয়ান্ডার্স এন্টারটেইনমেন্ট। গানটি মুক্তি পেল মহালয়ার শুভ উপলক্ষে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
চন্দ্রিলের কথায় ইমন-সোমলতা-রাঘবের গান, উৎসবের মরশুমে পরিচালক উৎসবের উপহার
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement