Anirban bhattacharya-Durbar Sharma: 'কাজের প্রতি সততাই এনে দেবে সুযোগ!' অনির্বাণের আচরণে মুগ্ধ 'বহিরাগত' দুর্বার

Last Updated:

Anirban bhattacharya-Durbar Sharma: টলিউডে মাত্র তিন বছর। পায়ের তলার মাটি পুরোপুরি শক্ত হওয়ার আগেই বড় প্রযোজনা সংস্থার ছাতার নীচে কাজ। কেমন ছিল সেই অভিজ্ঞতা?

অনির্বাণের সঙ্গে দুর্বারের কাজের অভিজ্ঞতা কেমন?
অনির্বাণের সঙ্গে দুর্বারের কাজের অভিজ্ঞতা কেমন?
কলকাতা: সেই কাঁচা বয়সেই মঞ্চের সঙ্গে পরিচয়। মায়ের হাত ধরে থিয়েটারের অ-আ-ক-খ শিখেছিলেন দুর্বার শর্মা। এর পর জীবনের প্রতি ধাপেই মিলেমিশে গিয়েছে অভিনয়। সময় গড়িয়েছে। নিজেকে মেলে ধরার পরিধি আরও বড় হয়েছে। মঞ্চ থেকে টলিউডে পা রেখেছেন জলপাইগুড়ির ছেলে। অতীতে 'চিক ফ্লিক'-এর মতো ওয়েব সিরিজে নজর কেড়েছিলেন তিনি। সম্প্রতি 'ব্যোমকেশ এবং পিঁজরাপোল'-এ তাঁর অভিনয় দর্শকের মন ছুঁয়েছে।
অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে পাল্লা দিয়ে কাজ। তবে 'সিনিয়র'-এর থেকে সেটে একাধিক সাহায্য পেয়েছেন দুর্বার। তিনি বলেন, "অনির্বাণদা আমাকে অনেক কিছু শিখিয়েছেন। ব্যোমকেশ কিছু বললে ভুজঙ্গ কী উত্তর দেবে, সেই বিষয়েও অনেক সময়ে উনি আমাকে পরামর্শ দিয়েছেন।"
advertisement
advertisement
দুর্বারের বয়স টলিউডে মাত্র তিন বছর। পায়ের তলার মাটি পুরোপুরি শক্ত হওয়ার আগেই বড় প্রযোজনা সংস্থার ছাতার নীচে কাজ। কেমন ছিল সেই অভিজ্ঞতা? "প্রথমে খুবই চাপে ছিলাম। কারণ এর আগে ওঁর সঙ্গে কাজ করিনি। মানুষ এবং অভিনেতা হিসেবে অনির্বাণদার একটা বিশালতা আছে। সেখানে আমার কাঁধেও একটা বড় দায়িত্ব ছিল। তাই শুরুতে একটু নার্ভাস ছিলাম। তবে প্রথম দিনই উনি সবটা খুব সহজ করে নিয়েছিলেন", বললেন দুর্বার।
advertisement
মঞ্চে দীর্ঘ দিন অভিনয় করলেও ইন্ডাস্ট্রির সঙ্গে সে রকম কোনও যোগ ছিল না দুর্বারের। তা সত্ত্বেও 'ব্যোমকেশ'-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে কাজ। তবে কি 'বহিরাগত'দের পথ সত্যিই মসৃণ হচ্ছে? দুর্বারের কথায়, "আমার মনে হয়, আমরা যে কাজটা করি তার একটা প্রসেস হয়। সেই প্রসেসটার মধ্যে দিয়ে ঠিক করে গেলে সুযোগ ঠিকই আসবে। কাজের প্রতি সততা থাকলে এবং ধৈর্যশীল হলে ঠিক সময়ে একজন অভিনেতা মানুষের কাছে পৌঁছে যেতে পারেন।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anirban bhattacharya-Durbar Sharma: 'কাজের প্রতি সততাই এনে দেবে সুযোগ!' অনির্বাণের আচরণে মুগ্ধ 'বহিরাগত' দুর্বার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement