মুম্বই: সলমন খানকে নিয়ে উত্তেজনা টগবগিয়ে ফুটছে দর্শকদের৷ গতকালই মুক্তি পেয়েছে সলমনের 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবি৷ ছবি নিয়ে শুরু থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে৷ তার উপর আজ সারা ভারতে জুড়ে খুশির ইদ৷ ইদে ভাইজানের উপহার ঠিক কতটা প্রভাব ফেলল দর্শকদের মনে, তা নিয়ে চলছে জোরদার জল্পনা৷
প্রায় চার বছর অপেক্ষার পর বড়পর্দায় ফিরেছেন ভাইজান৷ সেই কারণেই ভক্তদের মধ্যে শুরু থেকেই ছবিকে ঘিরে প্রত্যাশা অনেক বেশি ছিল৷ ছবির প্রচারও ছিল বেশ নজরকাড়া৷ চার বছর পর সলমনের বড়পর্দায় কামব্যাক, বক্স অফিসে প্রথম দিনে কতটা ব্যবসা করল এই ছবি, তা নিয়ে চলছে জোর চর্চা৷ সলমন মানেই বক্স অফিস হিট৷ তার শেষ দুই ছবি 'রাধে', এবং 'অন্তিম:দ্য ফাইনাল ট্রুথ' ছবিটি সেইভাবে বক্স অফিসে সাফল্য আনতে পারেনি৷ এই ছবি নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো৷ ছবি মুক্তির প্রথম দিন বিশেষ লাভের মুখ দেখতে পেল না সলমনের 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবি৷
আরও পড়ুন-'চাঁদ মোবারক!' আমিরের সঙ্গে ইদ পালন সলমনের, দুর্লভ ছবিতে দিলেন বড় চমক
আরও পড়ুন-'ভুয়ো খবর প্রচার বন্ধ না করলেই কড়া শাস্তি!' ঐশ্বর্য কন্যা আরাধ্যাকে নিয়ে নির্দেশ আদালতের
সূত্রের খবর, 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবিটি ১২-১৫ কোটি ব্যবসা করেছে প্রথম দিনে৷ যা কিনা সলমনের ছবির নিরিখে আশানুরূপ নয়৷ প্রাথমিক ট্রেন্ড বলছে, সলমন খানের গত দশ বছরের মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে প্রথম দিনের ব্যবসার নিরিখে সবচেয়ে খারাপ এই ছবির বক্স অফিস কালেকশন৷ তবে শনিবার ইদ ও রবিবার ছুটির দিনে ছবির ব্যবসা ভাল হবে বলেই মনে করা হচ্ছে৷ প্রথম দিনের ব্যবসার পর ফিল্ম সমালোচকদের একাংশরা মনে করছেন, সলমনের এই ছবির ১০০ কোটির গন্ডি পার করতে অনেকটাই বেশ কঠিন হয়ে দাঁড়াবে৷ চলতি বছরের বিগ বাজেটের ছবি নিয়ে যতটা প্রত্যাশা ছিল, ততটা কি পূরণ করতে পারবেন সলমন, এখন এটাই প্রশ্ন? এমনকী 'পাঠান'-ছবির ধারেকাছেও নেই সলমনের এই ছবি৷ শাহরুখের 'পাঠান' ছবির প্রথম দিনের আয় ছিল ৫৭ কোটি টাকা৷ সেই তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে 'কিসি কি ভাই কিসি কা জান'৷ সমালোচকদের মনে দাগ না কাটলেও ইদের দিন বক্স অফিস কালেকশন যে একলাফে বাড়বে তা আশা করা হচ্ছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood actor, Salman Khan