Salman-Aamir Eid Celebration:'চাঁদ মোবারক!' আমিরের সঙ্গে ইদ পালন সলমনের, দুর্লভ ছবিতে দিলেন বড় চমক

Last Updated:

Salman-Aamir Eid Celebration:চলতি বছর ইদ একসঙ্গে উদযাপন করলেন সলমন ও আমির খান৷ বলিউডের মি. পারফেকশনিস্টের সঙ্গে ইদের ছবি শেয়ার করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন সলমন খান৷

'চাঁদ মোবারক!' আমিরের সঙ্গে ইদ পালন সলমনের, দুর্লভ ছবিতে দিলেন বড় চমক
'চাঁদ মোবারক!' আমিরের সঙ্গে ইদ পালন সলমনের, দুর্লভ ছবিতে দিলেন বড় চমক
মুম্বই: সারা ভারত জুড়ে খুশির ইদ৷ গতকাল শুক্রবারই দেখা গেছে ইদের চাঁদ৷ এক মাস টানা রোজার পর শনিবার ইদ উদযাপন৷ মুসলিম সম্প্রদায়ের কাছে এটি একটি বিশেষ দিন৷ তেমনই বলি  তারকারা কীভাবে ইদ সেলিব্রেট করছেন, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ কেউবা পরিবারের সঙ্গে কেউ আবার প্রিয়জনের সঙ্গে এই খুশির ইদ সেলিব্রেট করেন৷ চলতি বছর ইদ একসঙ্গে উদযাপন করলেন সলমন খান ও আমির খান৷ বলিউডের মি. পারফেকশনিস্টের সঙ্গে ইদের ছবি শেয়ার করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন সলমন খান৷
একফ্রেমে বলিউডের দুই খান৷ যা খুবই বিরল৷ বলিউডের খানদের মধ্যে সলমন ও শাহরুখকে একসঙ্গে দেখা গেলেও আমিরকে খুব একটা এখন আর দেখা যায় না৷ তবে এবারের ইদে বড় চমক দিলেন ভাইজান৷ দুই তারকার যুগলবন্দি দেখে রীতিমতো চমকে গেছেন ভক্তরা৷ এটাই হল এবারের ভাইজানের দেওয়া ভক্তদের ইদের উপহার৷ দেখে নিন ছবিটি,
advertisement
advertisement
advertisement
সলমন খান সমস্ত অনুরাগীদের ইদের শুভেচ্ছা জানাতে আমির খানের সঙ্গে একটি দুর্লভ ছবি শেয়ার করেছেন নিজের টুইটারে৷ কালো প্যান্ট, কালো শার্টে ইদের দিন ধরা দিয়েছেন ভাইজান৷ আমির খানকে নীল রঙের টি-শার্টে দেখা গিয়েছে৷ ক্যাপশনে লেখা- 'চাঁদ মোবারক'৷ দাবাং খানের এই ছবিতে ইদের পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা৷ মুহূর্তের মধ্যে এই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ তেমনই সলমন-আমিরের এই ছবিই এখন নেটদুনিয়ায় হটকেক৷ উল্লেখ্য, 'আন্দাজ আপনা আপনা' ছবির পর এত বছর কেটে গেলে এখনও পর্যন্ত বড়পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাঁদেরকে৷ শোনা যাচ্ছে, এবার একসঙ্গে কাজ করতে চলেছেন দুই সুপারস্টার৷ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সলমন খান এবং প্রযোজনার দায়িত্বে থাকবেন আমির খান৷ ২০২৩ সালে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে, তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানা যায় নি৷ গতকাল ইদেই মুক্তি পেয়েছে ভাইজানের 'কিসি কি ভাই, কিসি কা জান' ছবিটি৷ বিশ্বব্যাপী ৫৭০০ টিরও বেশি স্ক্রিন মুক্তি পেয়েছে ফরহাদ সামজির এই ছবি৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman-Aamir Eid Celebration:'চাঁদ মোবারক!' আমিরের সঙ্গে ইদ পালন সলমনের, দুর্লভ ছবিতে দিলেন বড় চমক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement