Disha Patani: ক্রপ টপের উপর শাল জড়িয়েও শেষরক্ষা হল না, স্বল্প পোশাকে দিশাকে দেখে নিন্দার ঝড় নেটদুনিয়ায়
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Disha Patani: পোশাকের কারণেই বারেবারে শিরোনামে উঠে আসেন দিশা পাটানি ৷ এবার বারাণসীতে গিয়ে চর্চায় চলে এলেন অভিনেত্রী ৷
মুম্বই: পারফেক্ট ফিগার , ফিটনেস ফ্রিক-এর তকমা যেন লেগে গেছে দিশা পাটানির সঙ্গে । বিকিনি লুক হোক কিংবা হট পোজ, শরীরী উষ্ণতায় তাবড় তাবড় বলি অভিনেত্রীদের টেক্কা দিচ্ছেন দিশা পাটানি। পোশাকের কারণেই বারেবারে শিরোনামে উঠে আসেন অভিনেত্রী৷ যদিও এটা নতুন কিছু নয়, এবার বারাণসীতে গিয়ে চর্চায় চলে এলেন দিশা পাটানি৷
এই মুহূর্তে আপকামিং ছবির শুটিংয়ে বারাণসীতে রয়েছেন দিশা পাটানি৷ শুটিংয়ের ফাঁকে মন্দিরে যেতেই চরম নিন্দার মুখে পড়েছেন দিশা৷ মন্দিরে গিয়ে কি আবার করলেন দিশা, এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে৷ সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে দিশার ছবি, যেখানে জিন্স এবং ক্রপ টপ পরে দেখা গিয়েছে নায়িকাকে৷ তবে শুধু ক্রপ টপ নয় বরং টপের উপর শাল জড়িয়েই মন্দিরে ঢুকেছেন নায়িকা৷ তারপরেও শেষরক্ষা হল না৷ মন্দিরে কীভাবে জিন্স ও ক্রপ টপ পরে গেলেন দিশা, তা নিয়েই চর্চা শুরু হয়েছে৷ চর্চা নয় বরং নিন্দার ঝড় বইছে নেটদুনিয়ায়৷
advertisement

advertisement
আরও পড়ুন-'ভুয়ো খবর প্রচার বন্ধ না করলেই কড়া শাস্তি!' ঐশ্বর্য কন্যা আরাধ্যাকে নিয়ে নির্দেশ আদালতের
দিশা পাটানিকে দেখেই চক্ষু চড়কগাছ হয়েছে ভক্তদের৷ এমন স্বল্প পোশাকে অভিনেত্রীকে দেখেই কমেন্টে ভরিয়ে দিয়েছেন৷ শালের নীচ দিয়ে শরীর দেখা যেতেই সমালোচনা বন্যা বয়ে গিয়েছে৷ শ্যুটিংয়ের ফাঁকে মন্দির দর্শনে যাওয়ার পরিণতি যে এমনটা হবে তা মনে হয় ভাবতেও পারেননি অভিনেত্রী৷ দিনকয়েক আগেও এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খোলামেলা পোশাক পরে ক্যামেরাবন্দি হয়েছিলেন দিশা৷ পোশাকের জন্য চরম নিন্দার মুখে পড়তে হয়েছিল দিশাকে৷ বলিউড অভিনেত্রীকে নিয়ে চর্চার যেন শেষ হয় না। এবারও দিশার ভাইরাল ছবি নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 20, 2023 7:14 PM IST